![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক কিছুই বলতে আর লিখতে ইচ্ছে করে কিন্তু যখন মাথায় আসে তখন লেখার সুযোগ থাকেনা, আবার যখন লেখতে যাই তখন মাথায় আসেনা গোছানো কিছু!! তাই ব্লগ শুধুই পড়ি। শুধুই পড়ি।। শুধুই পড়ি।।।
দাদার অনেক কর্মকান্ডই আমার খুব প্রিয়। সে দারুন creative মানুষ। সে খুব ভালো একজন Structural Engineer, আবার মাঝে মাঝে এমন সব তা্ক লাগানো Architectural Design দাঁড় করায়, অবাক হয়ে ভাবি সে Civil
Engineer নাকি Architect ?(!)?
দাদার যে জিনিসটা এখন সবথেকে বেশি অভিভূত করছে তা হল- তার কবিতা। কয়েকদিন আগে যেটা পড়লাম সেটাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। পড়ে দেখুন, আশা করি ভালো লাগবে।
অভিমানি আঁখি
অমন করে চেয়ে থেকো না আর
লজ্জা রাঙা ওই স্নিগ্ধ চোখে গভীর জলাধার,
ডুবছি আমি, ভাসছি আমি, ঠাই পাচ্ছিনা আর।
দোহাই তোমার অমন করে চেয়ে থেকো না আর।
আচ্ছা তুমি বল আমায় দেখছ অমন কী?
গভীর তোমার চোখেই নাহয় স্বপ্ন খুঁজেছি।
ওই নয়নতারায় তীব্র আলো
হৃদয়ে প্রেমের মশাল জ্বালো
তোমার কি আজ সাধ হয়েছে আমায় জ্বালাবার?
দোহাই তোমার অমন করে চেয়ে থেকো না আর।
একি! হঠাৎ চোখ দুটি যে ঝাপসা ছল ছল!
আমার তরে ওই নয়ন জুড়ে বৃষ্টি নেমে এলো ?
অশ্রু তোমার চোখের কোনে,
বাঁধলে মোরে চির ঋণে,
ওই ঋণের তরে সারাটি জীবন কাঁদিব লক্ষবার।
আঁখি পল্লবে অশ্রু তোমার, সইতে পারছিনা আর।
দোহাই তোমার,অশ্রুসিক্ত নয়নে মোরে চেয়ে থেকো না আর।
(সংগৃহীত)
Curtsey-
শান্তনু বড়ুয়া
২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১:২০
আমি অপার হয়ে বসে আছি বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।
মুছে দিলুম না,থাক !!
২| ২৫ শে অক্টোবর, ২০১৩ ভোর ৫:২৯
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আপনার দাদা তাহলে চুন-সুরকি যুগেই থাকতে মনস্ত করেছেন? আরসিসি যুগে শামিল হওয়া জরুরি।
২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৫
আমি অপার হয়ে বসে আছি বলেছেন: ধন্যবাদ পরামশের জন্য।
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৮
মশিকুর বলেছেন:
আপনার ভাল লেগেছে দেখে সবার ভাল লাগবে এমনতো কোন কথা নাই।
দাদা Civil Engineer ও না Architect ও না, দাদা হইল creative, যা পোস্টেই বলা হয়েছে।
আর ভালকথা, সংগৃহীত পোস্ট আমারও ভীষণ ভাল লাগলো। পারলে মন্তব্যর প্রথম লাইনটা মুছে দিয়েন। হা হা