নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুমন রিশদ

সুমন রিশদ › বিস্তারিত পোস্টঃ

পাইলস চিকিৎসা কোথায় ভালো হবে এবং কত খরচ হবে ?

০২ রা মার্চ, ২০১৫ দুপুর ২:৫৬


পাইলস চিকিৎসা কোথায় ভালো হবে এবং কত খরচ হবে ?

বাংলাদেশের কোন হাসপাতালে এটির অপারেশন ভালো হয়, খরচ কেমন লাগে ইত্যাদি কারো জানা থাকলে দয়া করে জানাবেন।

ধন্যবাদ।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৩:০৮

আকতারুর্জ্জামান00 বলেছেন:
অাপনি একজন ভাল হোমিও ডাক্তার এর পরামর্শে ৬ মাস ৗষধ খান । মাসে খরচ মাত্র ৫০০- ৬০০/- । যোগায়োগ করুন সবার জন্য হোমিও ফার্মগেট । আমার পিতা ভাল হয়েছে। মনে রাখবেন ভাল করার মালিক আল্লাহ।

২| ০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৩:১১

হাসান মাহবুব বলেছেন: মিরপুর ১০ এর গ্যালাক্সি হাসপাতালে আমার বাবার পাইলস এর অপারেশন হয়েছিলো বছর তিনেক আগে। এখন তিনি ভালো আছেন। খরচের ব্যাপারটা ঠিক বলতে পারবো না।

৩| ০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৩:৩০

সায়েম মুন বলেছেন: আপনি ডাঃ একেএম ফজলুল হক'কে দেখাতে পারেন। বাংলাদেশের প্রথম কলোরেকটাল সার্জন এবং পিজি হাসপাতালের কলোরেকটাল সার্জারি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ঠিকানাঃ ইডেন মাল্টি-কেয়ার হসপিটাল, ৭৫৩, সাত মসজিদ রোড (স্টার কাবাব সংলগ্ন)। ধানমন্ডি, ঢাকা।
রোগী দেখার সময়: সকাল ১০-১ টা এবং বিকাল ৫-৮টা। শুক্রবার বন্ধ।

উনার ভিজিট ১০০০ টাকা। এবং আপনাকে টেস্ট দিবে। হয় সর্ট কোলোনোসকপি (৪,০০০ টাকা) নয়ত ফুল কোলোনোসকপি (১০,০০০ টাকা)। টেস্টের পর বলে দিবে কি করতে হবে।

এছাড়া টাকা পয়সার যদি সমস্যা থাকে আপনি পিজি হাসপাতালে দেখাতে পারেন।

৪| ০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৩

সায়েম মুন বলেছেন: ডাঃ একেএম ফজলুল হকের চেম্বারের নাম্বার: ০১৭১৫০৮৭৬৬১, ০১৭২৬৭০৩১১৬। ফোনে কোন বুকিং নেয় না। উপস্থিত হয়ে নাম লিখাতে হয়।

৫| ০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধানমন্ডিতে মহানগর হাসপাতালে যোগাযোগ করুন - এখানে ডক্টর রেজাউল করিম । অবিজ্ঞ প্রফেসর । খরচ সব মিলিয়ে ১০০০০ হাজার এর নিচে হবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.