নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এডিট করুন

এডিট করুন

ইমরাজ কবির

। . .

ইমরাজ কবির › বিস্তারিত পোস্টঃ

ব্লগে ছবি আপলোড জনিত সমস্যার সমাধান

১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫১

গত কিছুদিন ধরে দেখে আসছি যে, কয়েকজন ব্লগার তাদের পোস্টে ব্লগের আপলোডার দিয়ে ছবি অ্যাটাচ করতে পারছেন না, এ নিয়ে তাঁদের প্রচন্ড মনোবেদনা।



সামহোয়্যার ইন...ব্লগের ইমেজ আপলোডারে ২টা লিমিটেশন আছে -

১. আপলোড করার জন্য ছবির সাইজ ম্যাক্সিমাম ৫০০ কে.বি. হতে পারবে।

২. একটি নির্দিষ্ট সংখ্যার পর আর ছবি আপলোড করা যায়না।


তাঁদের মনোবেদনা কমাতেই আমার আগমন !



সল্যুশান-

১. imgur ওয়েবসাইটে যান এবং আইডি রেজিস্ট্রেশন করুন



২. UpLoad images - Computer এ ক্লিক করে নির্ধারিত ফোল্ডার থেকে যে বা যেসব ছবি আপলোড করতে চান সেগুলো সিলেক্ট করে মাউসে ডাবল ক্লিক বা ওপেন বাটন প্রেস করুন



এরপর ছবি আপলোড কর্মসূচী শুরু হবে



৩. ছবি আপলোড কমপ্লিট হওয়া পর্যন্ত​ ধৈর্য্য সহকারে অপেক্ষা করতে থাকুন (আমাদের দেশের নেট স্পীড এর কারণে এ পয়েন্টটা অ্যাড করতে হলো)



৪. আপলোড কমপ্লিট হয়ে গেলে স্ক্রীন এ সব ছবি থাম্বনেইল আকারে শো করবে, যে ছবিটা পোস্টে দিতে চান সেটায় ক্লিক করুন।



৫. ছবিটা ওপেন হওয়ার পর ডান পাশে Direct Link এ দেয়া লিংকটা কপি করুন





৬. তারপর তা {img|লিংকএখানে পেস্ট করতে হবে}

খেয়াল করুন {} এর বদলে [] দিয়ে লিংক ক্লোজ করতে হবে।





৭. পরিশেষে পুরো লিংকটা কপি করে পোস্টে পেস্ট করে দিলেই কাজ শেষ



** imgur এ ছবির রেজ্যুলেশন(height/width) এর কারণে মাঝে-মধ্যে আপলোড হয়না।তখন অল্প করে একটু ক্রপ করে দিলেই হবে।



আশা করি পোস্টটি আপনাদের সমস্যা নিরসনে ভূমিকা পালন করবে।

ধন্যবাদ !!

মন্তব্য ৪২ টি রেটিং +২/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এখন আর কি হবে, সব শেষ :(

১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৮

ইমরাজ কবির বলেছেন: হালুম​।
শেষ বলে কিছু নাই ॥ :)

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হয় নাই। বলতে হবে-

শেষ বলে কিছু নাই || :)

১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৫

ইমরাজ কবির বলেছেন:
হাহাহ ! 8-|
ট্যাব এ || বাটন নাই, দিতে পারিনা তাই

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩০

কস্কি বলেছেন: ব্লগের আপলোডারে শেষ কবে ছবি আপলোড করছি, সেইটাই ভুইল্লা গেছি!!! :-P

আর এক্টা বিষয় এক্টু ভুল হয়েছে মনেহয়!!! সামুতে ম্যাক্সিমাম ইমেজ সাইজ ২ এমবি, ৫০০ কেবি না বলেই জানি (আমারও ভুল হতে পারে!! :D)

১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩৭

ইমরাজ কবির বলেছেন: আমারো হতে পারে ! দেখা যাক কে ঠিক ॥ :)

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১৪

কস্কি বলেছেন: আপ্নেই মনেহয় ঠিক!! :-P

কারণ, মাত্রই ১.৯৪ এমবির এক্টা ছবি আপ করলাম, মাগার আপ হয় নাইক্কা!!! কম কইরা হইলেও সাত আট মাস ধইরা ব্লগ আপলোডারে হাতই দেয়া হয় না, তাই রিসেন্ট অবস্থা জানতাম না!!

আর ট্যাবে || নাইক্কা??? ;)

১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১২

ইমরাজ কবির বলেছেন:
;) নাই

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৪

আমিনুর রহমান বলেছেন:




এই বিষয়টি সকলকে অবগত করার জন্য আপনাকে ধন্যবাদ। আমি এভাবেই করে আসছি বিগত ২/৩ মাস যাবত :)

১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২২

ইমরাজ কবির বলেছেন: প্লেজার :)

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৯

হুংগা বলেছেন: ধন্যবাদ।


http://i.imgur.com/5dvC4Ct.jpg

১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৩

ইমরাজ কবির বলেছেন: স্বাগতম

৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০০

হুংগা বলেছেন: http://imgur.com/5dvC4Ct

৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৩

হুংগা বলেছেন:

৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৭

হুংগা বলেছেন: হচ্ছে না তো ।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৯

ইমরাজ কবির বলেছেন: ​৬. ভালমতো দেখেন​

১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

এম মশিউর বলেছেন: ভালো তো! এরপর এই নিয়ম ফলো করবো। :) :)

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৫

ইমরাজ কবির বলেছেন:
ওক্কে, থ্যাংক্যু :)

১১| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৪

তৌফিক মাসুদ বলেছেন: লেখা ভাল লাগল। নতুন কিছু জানলাম।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫০

ইমরাজ কবির বলেছেন:
থ্যাংকস মাসুদ ||

১২| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৫

মামুন রশিদ বলেছেন: দারুণ! মাঝে মধ্যেই ঠেকে যাই, কাজে লাগবে ।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩১

ইমরাজ কবির বলেছেন:
ওক্কে মামুন ভাইয়া ||

১৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১০

সাদা মনের মানুষ বলেছেন: ভালো পোষ্ট, তবে আমার কখনো আপলোডে সমস্যা হয় নাই :D

১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩০

ইমরাজ কবির বলেছেন:
সমস্যা না হৈলেই ভাল, বাট যদি কখনো হয় এটার কথা মনে রাখবেন ||

১৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২২

ড. জেকিল বলেছেন: ধন্যবাদ ভাই।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩২

ইমরাজ কবির বলেছেন:
প্লেজার ব্রাদার ||

১৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৯

হেডস্যার বলেছেন:
ধন্যবাদ, ধন্যবাদ :)

১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৮

ইমরাজ কবির বলেছেন:
২টা স্বাগতম !

১৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২২

হেডস্যার বলেছেন:
টেষ্ট করলাম একটা।

[http://i.imgur.com/7GNG18U.jpg?1]

১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৯

ইমরাজ কবির বলেছেন:
হয়নাই, ৬ আরেকবার ভালমতো দেখেন ||

১৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

সাদা মনের মানুষ বলেছেন:

১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

ইমরাজ কবির বলেছেন:
এক্কদম ||

১৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২১

সাদা মনের মানুষ বলেছেন: আমি কিন্তু হেডস্যারকে মিন করে কিছুই বলিনি :)

১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

ইমরাজ কবির বলেছেন:
হেডস্যার নিজেই তো এই কাজ করে আসতেসেন, আপনি উনাকে মিন করে কি বলবেন !!

১৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৯

বেকার সব ০০৭ বলেছেন: খুব কাজের পোস্ট আমার কাজে লাগবে, ধইন্না আপনাকে

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৫

ইমরাজ কবির বলেছেন:
স্বাগতম বেকার, গুডনাইট ||

২০| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১৯

হেডস্যার বলেছেন:

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৭

ইমরাজ কবির বলেছেন:
জানতাম আপনি পারবেন, কারণ আপনার আছে নিডো B-)

২১| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চমৎকার পোষ্ট। আমারও কাজে লেগেছে।

০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:২০

ইমরাজ কবির বলেছেন:
স্বাগতম !

২২| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৪

রিফাত ২০১০ বলেছেন: ছবি দেওন যাইতোনা কিল্লাইগা ? এতো কষ্ট করুম ক্যান ?

০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:২১

ইমরাজ কবির বলেছেন:
মাত্র তো ব্লগে আসলেন, ২দিন পর ঠ্যালা খাওয়া শুরু করলে বুঝবেন তখন ||

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.