নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীনতা ও মুক্তচিন্তায় বিশ্বাসি। লিখতে ভালোবাসি, পড়তে ভালোবাসি আর ভালোবাসি কল্পনা জগতে সময় কাটাতে। আমার ব্লগ- alrakhibs.blogspot.in ফেসবুক-antohin.rakhib.1

অন্তহীন রাকিব

ভালোবাসাও একপ্রকার ঈশ্বর

অন্তহীন রাকিব › বিস্তারিত পোস্টঃ

পরিনতি

১৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:০৬


লেখার শিরোনামটি হাস্যকর সত্যই হাস্যকর, কারন এই লেখায় উল্লেখিত নির্মম বাস্তবতার কোনো "পরিনতি" আজও ঘঠেনী, আদৌ ঘঠবে বলে মনে হয় না। তবুও "পরিনতি" হ্যা তবুও "পরিনতি"। হয়তো এতেই কোথাও সুখ খুজে পাই, সেই দক্ষিনা বাতাসের হৃদয়স্পর্শী শীতলতা। যার প্রথম অনুভব কোনো গ্রীষ্মের সকালে। হয়তো প্রথম দেখা প্রথম ভালোলাগা। তারপর কেটে গেছে ছয়টি বছর, বদলে গেছো তুমি বদলে গেছি আমি। শুধু বদলায়নি তোমার প্রতি আমার অটুট ভালোবাসা ও আফুরন্ত বিশ্বাস।
জ্যাক লন্ডনের ভাষায়-
"ভালোবাসাও একপ্রকার ঈশ্বর"
আর কোনো ঈশ্বরে আমার বিশ্বাস না থাকলেও এই ঈশ্বরে আমার আটুট বিশ্বাস। বন্ধুদের কাছে
"আশায় বাচে চাষা"
হয়তো তাইই, ছয় বছর কেটে গেলেও আমি তোমাকে জানাতে পারিনি কিছুই। যদীও এটা একটা ভুল ধারনা ছারা আর কিছুই নয়। কারন, আমিতো তোমার সাথে কাটানো প্রতিটা ক্ষুদ্রতিক্ষুদ্র মুহুর্তেও তোমাকে জানিয়েছি আমার হৃদয়ের সিন্দুকে অতি সঙ্গপনে রাখা গোপন কিন্তু পবিত্র কথাটি। হয়তো তুমি বোঝোনি হয়তো বুঝেও বোঝোনি। ভারাক্রান্ত হৃদয়ে জীবন নদীর বাকে দাড়িয়ে আজ সত্যই আমার ইচ্ছা করেনা তোমাকে সেই কথাটি জানাতে ইচ্ছা করেনা চোখের ঈশারায় সেই কথাটি বোঝাতে। মনে রাখতে চাই না আমি সেই জঘন্য দিনটি সেই জঘন্য মুহুর্তটি যখন তুমি আমার কথা শুনে রেগে গিয়ে........

"চল ফালতু কথা শোনাত ইচ্ছা নেই আমার" (বান্ধবীর উদ্দেশ্যে)।
শুধু মনে রাখতে ইচ্ছা করে ক্লাসে আমার কথা শুনে অট্টহাসিতে ফেটে পড়া তোমার হাস্যজ্বল মুখটি। বেহেস্ত আমি দেখিনি, আছে বলে বিশ্বাসও করি না। তবে তা যদি সত্যি সত্যই থেকে থাকে তবে হয়তো তার সৌন্দর্যকেও হার মানাবে তোমার হাসি।
হ্যা মানবী-
আমি তোমাকে-
ভালোবেসেছিলাম
ভালোবাসি
ভালোবাসবো
আমার ব্লগে লেখা এই প্রথম লেখটি উতসর্গ করলাম তোমাকে এবং তোমার প্রতি আমার ভালোবাসা নামক ঈশ্বর কে
ভালো থেকো..........


মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৬

বিজন রয় বলেছেন: সুন্দর পোস্ট দিয়ে ব্লগিং শুরুঅ
অনেক ভাল লাগল।

ব্লগে স্বাগতম।
ভাল থাকুন, শুভব্লগিং।

২| ১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪০

অন্তহীন রাকিব বলেছেন: ধন্যবাদ বিজন রয় দাদা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.