![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ বলা হচ্ছে বাংলাদেশের সংখ্যাগুরু যেহেতু মুসলিম তাই দেশের রাস্ট্র ধর্ম ইসলাম হওয়ায় স্বাভাবিক ও বাঞ্চনীয়। এর পক্ষে হরেক রকম যুক্তিও পেশ করা হচ্ছে গত কয়েকদিন ধরে। পুরো ব্যাপারটাই এমন ভাবে দেখানো হচ্ছে যেনো বাংলাদেশে রাস্ট্রধর্ম ইসলাম প্রতিস্টা করার জন্যই আমরা দীর্ঘ নয় মাস যুদ্ধ করেছি। ত্রিশ লক্ষ শহিদ এবং তিন লক্ষ মা বোনের সম্ভ্রম যেনো এই ইসলামের জন্যই। আসলেই কি তাই?? বঙ্গবন্ধুর স্বপ্নের সেই বাংলাদেশ কি শুধু একটি বিশেষ ধর্মের জন্য বরাদ্দ ছিলো??? যদি তাই হয় তাহলে মুক্তিযোদ্ধাদের স্লোগান-
আমি হিন্দু
আমি মুসলিম
আমি বৌদ্ধ
আমি বাঙ্গালি
কেনো ছিলো????? আজ যারা রাস্ট্রধর্ম ইসলাম চাইছে, দাবি পুরনের পর তারা রাস্ট্রধর্ম অনুসারে রাস্ট্র পরিচালনার দাবি তুলবে না তার কি নিশ্চয়তা আছে?? আর রদি তাই হয়, তাহলে কোরান খুলে একে একে গনতন্ত্র হারাম, নারি নেতৃত্ব হারাম....... (হারামের লিস্ট সুদীর্ঘ) এছারা সংখ্যালঘু নির্যাতনের মাধ্যমে দেশে শরিয়া চালু করে দেশকে ইরাক সিরিয়া বানিয়ে ফেলাটা তখন শুধুই সময়ের অপেক্ষা ছারা কিছুই নয়। বর্তমান প্রেক্ষাপটে ধর্মের ভিত্তিতে দেশ গঠনের অর্থ দেশের উন্নয়ন ও সার্বিক অগ্রগতির পায়ে শিকল পরিয়ে দেশের ভবিষ্যৎকে অন্ধকার কুটুরিতে ঠেলে দেওয়ার মতন। এছারা সমাজে তৈরি হবে বৈষম্য।উদাহরন হিসেবে ইরাক সিরিয়া বিপুল প্রাকৃতিক সম্পদে পরিপুর্ন হলেও আজ সেই সকল দেশে সুধুই হাহাকার আর হাহাকার।আর এ সবেরই কারন ধর্ম তা আমাদের অজানা নয়। অপরদিকে ধর্মনিরুপেক্ষ দেশ গুলি এগিয়ে যাচ্ছে মাথা উঁচে করে। আমাদের পাশের দেশ ভারত মঙ্গলে পৌছে গেলো,আজ ভারত পরমানু শক্তি পেয়েছে ডক্টর এ পি জে আব্দুল কালামের জন্যে। আর আব্দুল কালামদের মেধাকে সর্ব স্থরে ছরাতে সাহায্য করেছে ভারতের ধর্মনিরুপেক্ষতা। রাস্ট্র বিষয়ে আজ ধর্মের কোনো গুরুত্বই নেই বরং তা ক্ষতিকর তা জেনেএ আমরা চরম নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে শুধুই ছুটে চলেছি ধর্মের পিছনে যেনো ধর্ম ছারা সবই মাটি।অকারন ধর্ম নিয়ে মাত্রাতিরিক্ত লম্ফঝম্ফ করে আমরা নিজেদের এবং ভবিষ্যৎ প্রজন্মকে কি অন্ধকারে ঠেলে দিচ্ছি না??? প্রশ্ন রইলো আপনার বিবেকের কাছে।
২৬ শে মার্চ, ২০১৬ রাত ১১:২৮
অন্তহীন রাকিব বলেছেন: @বিজন দা মন্তব্যটা বড্ড আবেগি হয়ে গেলো
২| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ১১:১২
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: @রাকিব - সময়টা খারাপ তাই এমন অনেক কিছুই ঘটবে যা আগে কখনো ঘটেনি......
@বিজন - পরিসংখ্যানটা সত্যিকার ভাবে গণভোটের মাধ্যমে নিলে কিন্তু উল্টাটাও হতে পারে!
২৬ শে মার্চ, ২০১৬ রাত ১১:২১
অন্তহীন রাকিব বলেছেন: @মন্ত্রী মশাই এর সাথে একমত।
৩| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩৬
সুজন কুতুবী বলেছেন: একমত হতে পারলামনা বলে দুঃখিত ।
২৬ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪২
অন্তহীন রাকিব বলেছেন: আপনার ব্যাক্তিগত মতাদর্শ আমার মতাদর্শের বিপরিত হতেই পারে। এতে দুঃখিত হওয়ার কিছুই নেই
৪| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১২:১৭
তারিকুল ঐক্য বলেছেন: ১. বঙ্গবন্ধুর স্বপ্নানুযায়ী দেশ গঠন করতে হবে এমন কোন কথা নাই। দেশটা মুজিব-জিয়ার না, জনগণের।
২. "আজ যারা রাস্ট্রধর্ম ইসলাম চাইছে, দাবি পুরনের পর তারা রাস্ট্রধর্ম অনুসারে রাস্ট্র পরিচালনার দাবি তুলবে না তার কি নিশ্চয়তা আছে ?" - সংখ্যাগরিষ্ঠ জনগণ চাইলে তা না হতে দেয়ার অন্য কারও অধিকার নেই।
৩. "সংখ্যালঘু নির্যাতনের মাধ্যমে দেশে শরিয়া চালু করে দেশকে ইরাক সিরিয়া বানিয়ে ফেলাটা তখন শুধুই সময়ের অপেক্ষা ছারা কিছুই নয়" - রাস্ট্রধর্ম (ইসলাম) অনুসারে রাস্ট্র পরিচালনা করলে এটা কখনই সম্ভব না। ইসলাম জানা ব্যাক্তি মাত্রেই জানে যে, এই ধর্মে বিধর্মীদের অধিকার সবচাইতে সুরক্ষিত - সরকার ইসলামের নামে অনৈসলামিক কাজ করলে দোষ কার, বাক্তির, না ধর্মের ?
৪. "আমাদের পাশের দেশ ভারত মঙ্গলে পৌছে গেলো,আজ ভারত পরমানু শক্তি পেয়েছে ডক্টর এ পি জে আব্দুল কালামের জন্যে। আর আব্দুল কালামদের মেধাকে সর্ব স্থরে ছরাতে সাহায্য করেছে ভারতের ধর্মনিরুপেক্ষতা। " - ভারত ধর্মনিরপেক্ষ ? আপনি পত্রিকা পড়েন তো ? তাহলে তো ভারতে সরকারের হিন্দুধর্মের প্রতি পক্ষপাতিত্ব এবং ইসলাম ধর্মের প্রতি বিরাগ অজানা থাকার কথা নয় ?
২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫১
অন্তহীন রাকিব বলেছেন: একটা ইসলামিক রাস্ট্রের নাম বলুন যেখানে সংখ্যালঘুরা নিরাপদ??
৫| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ২:২৮
কালীদাস বলেছেন:
@ মো: আলামিন: আপনি যে রেসিস্ট কমেন্ট করছেন সেটা কি বুঝতে পারছেন? কালকে এক পোস্টে আমাকে মালাউন ডেকে এসেছিলেন। নিক দিয়ে ধর্ম জাজ করা কোন হিসাব? আমি মুসলিম। রিপোর্ট করলাম আপনার এই পোস্টের কমেন্ট।
@লেখক: আমি রাষ্ট্রধর্ম চেন্জ করার কারণটা ধরার চেষ্টা করছি। যে যাই বলুক, রাষ্ট্রধর্মের ব্যাপারটা ইন্টারন্যাশনাল পলিটিকস ছাড়া কিছু না। বঙ্গবন্ধুর আমলে আমাদের দেশ ইসলামি দেশ না হওয়াতে মিডল ইস্টের রিকগনিশন পেতে অনেক সময় লেগেছে। আমি দুই চোখে দেখতে পারিনা কিন্তু আমাদের ফরেন রেমিট্যান্সের একটা বড় অংশ আসে মিডল ইস্ট থেকে, এই পলিসি ফরমেশন কতটা এফেক্ট করে সেটাই চিন্তার বিষয়। আর তাছাড়া দুর্বল ফরেন পলিসির কারণে, অনেক দেশেই হিউম্যান ক্যাপিটাল এক্সপোর্ট বন্ধ হয়ে গেছে, এই ডিসিশন কাকে খুশি করার জন্য, সেটাও ভেবে দেখা দরকার।
২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫৫
অন্তহীন রাকিব বলেছেন: বাংলাদেশের ফরেইন পলেসির আরেকনাম ক্ষয়রাতি পলেসি।
৬| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৭:৪৯
বিজন রয় বলেছেন: @ দপ্তরবিহীন মন্ত্রী..... পরিসংখ্যানটা সত্যিকারভাবে নিলে কি হবে তা আমি জানি, জেনেও নিরপেক্ষ থাকার চেষ্টা করেছি। আমি তো আমাদের দেশের মুসলিম ভাই-বোনদের চিনি। বাংলাদেশে ৯৯% হিন্দু থাকলেও ( যা একসময় ১০০% ছিল ) আমি ১০০% নিরপেক্ষ থাকতাম। কারণ আমি চাই আমরা সবাই মিলেমিশে একসংগে থাকি। আমার কোন আইন বা নিয়ম অন্যের উপরে যাতে খড়গ না হয় সেটা আমি সবসময় চাই।
আপনি বলেছেন....সময়টা খারাপ তাই এমন অনেক কিছুই ঘটবে যা আগে কখনো ঘটেনি......, এটার একটু ব্যাখ্যা দাবী করছি।
@ লেখক...... আবেগ নয়, মনের সান্ত্বনা খুঁজেছি, যা কল্পনা ছাড়া কিছু নয়। আপনি যদি হিন্দু বা অন্য ধর্মের হতেন তো বুঝতে পারতেন। অন্য কিছুতে বুঝবেন না।
ধন্যবাদ।
৭| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৮:০০
বিজন রয় বলেছেন: @ মো. আলামিন..... ইতিহাস আমরাও জানি। আপনার কথা অনুযায়ী উত্তর আমরাও করতে পারি, কিন্তু ততটা নিচুতে নামার মানসিকতা নেই। শুধু বলি মালাউন শব্দের মানে আপনি জানেন না, এমনকি শব্দটি সঠিকভাকে লিখতেও পারেন না। আর আপনার নিশ্চয়ই জানা থাকবে ১০০% হিন্দুর দেশে আপনি জন্ম নিয়েছেন। দিন বদলায়, ইতিহাস বদলায়। তাই ওসব না ভেবে আসুন একসাথে মিলেমিশে থাকি।
কোন মাধ্যম আপনাকে এমনস জঘণ্য শিক্ষা দিয়েছে, আপনার ধর্ম, না আপনার পরিবার, না আপনার কোন রাজনৈতিক আদর্শ, না আপনার বিশেষ কোন সামাজিক দর্শন??????
৮| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ১:০৮
তারিকুল ঐক্য বলেছেন: @লেখকঃ বিশ্বের কোন রাষ্ট্রই ইসলামী আইন মোতাবেক দেশ শাসন না করলে কোথা থেকে বলব , বলুন ?
২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৮:১৩
অন্তহীন রাকিব বলেছেন: সৌদি আরব সহ সারা মধ্যপ্রাচ্য গনতান্ত্রিক হইলো কবে??
৯| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪৫
তারিকুল ঐক্য বলেছেন: লেখকঃ আমি আগেই বলেছিঃ "সরকার ইসলামের নামে অনৈসলামিক কাজ করলে দোষ কার, বাক্তির, না ধর্মের ?"
সৌদি, ইরাক, ইরান, জর্ডান, মিশর - একটাও ইসলামী আইন মেনে দেশ চালায় না, ইসলামকে ঢাল হিসেবে ব্যাবহার করে - এইটা আপনি জেনেও না জানার ভান করলে এই আলোচনা অর্থহীন।
২৮ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১৫
অন্তহীন রাকিব বলেছেন: বাংলাদেশ সহি ইসলাম মেনে চলবে তার কি নিশ্চয়তা আছে?? ধর্ম যে বরাবরই অপকর্ম ঢাকতে ঢাল হিসেবে ব্যাবহার এটা যেনে আপনারাই বা এটাকে সমর্থন করছেন কেনো??
১০| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৪১
আরজু পনি বলেছেন:
সময়ই কথা বলবে।
২৮ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৪৫
অন্তহীন রাকিব বলেছেন: ঠিক বলেছেন-
"সময় বলবে"
১১| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫১
অন্তহীন রাকিব বলেছেন: @মো আলামিনরাই সহি মুছলম্যান
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৬ রাত ১১:০২
বিজন রয় বলেছেন: ভাই কিছু লোক আছে তারা চিরদিন লাফলাফি করে, করতে থাকবে। কিন্ত সভ্যতার উন্নতিতে তাদের কোন অবদান নেই। বসে তো তাদের কোন কাজ নেই, তাই একটি ইস্যু পেলেই তারা লাফা-লাফি করে।
বাংলাদেশে ৯০% মুসলিমের মধ্যে ৮৯% রাষ্ট্রধর্ম ইসলাম চায় না। শুধু ১% এটা চায়। তাই এটা নিয়ে অত চিন্তার কিছু নেই।
আপনার সাথে সহমত।