নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীনতা ও মুক্তচিন্তায় বিশ্বাসি। লিখতে ভালোবাসি, পড়তে ভালোবাসি আর ভালোবাসি কল্পনা জগতে সময় কাটাতে। আমার ব্লগ- alrakhibs.blogspot.in ফেসবুক-antohin.rakhib.1

অন্তহীন রাকিব

ভালোবাসাও একপ্রকার ঈশ্বর

অন্তহীন রাকিব › বিস্তারিত পোস্টঃ

রাস্ট্রধর্ম ইসলাম হওয়ায় ভবিষ্যৎ বাংলাদেশে কিছু পরিবর্তন

৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৩


অবশেষে মহামান্য আদালত বাংলাদেশের রাস্ট্রীয় ধর্ম হিসেবে ইসলামকে শীলমোহর দিয়ে দিলেন। তবে ইহা সহিহ মুসলমানদের আন্দুলুনের ফসল নাকি হাসু বুবুর দুর্নিতি ঢাকার কৌশল তা একটু তলিয়ে দেখা আবশ্যিক।
তবে এটা বলাই বাহুল্য এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও সামাজিক ও অর্থনৈতিক সব দিকের অগ্রগতির কফিনে শেষ পেরেকটিও পোতা হয়ে গেলো।

এবার আসি শিরোনামে, অর্থাত রাস্ট্রধর্ম ইসলাম হওয়ায় বাংলাদেশে ভবিষ্যতে যেসব পরিবর্তন হতে চলেছে-

১, রাস্ট্র যেহেতু একটি বিশেষ ধর্মকে প্রাধান্য দিয়েছে সেহেতু সমাজে বাড়তে পারে ব্যাপক বৈষম্য এছারা বাড়তে পারে এক সম্প্রদায়ের প্রতি আরেক সম্প্রদায়ের অসহিষনুতা যা সর্বদাই জন্ম দেয় রক্তাক্ষয়ী সাম্প্রদায়িক দাঙ্গার, ফলস্বরুপ সংখ্যালঘুদের ভারত পলয়নের পরিমান বাড়তে পারে।

২,রাস্ট্রধর্ম যেহেতু ইসলাম তাই তার সুযোগ নিয়ে মুসলিম ধর্মগুরুরা ধর্মের দোহাই দিয়ে দেশের রাস্ট্র পরিচালন ব্যাবস্থায় হস্থক্ষেপ করতে পারে। যার ফলে ভেঙ্গে পড়তে পারে আমাদের রাস্ট্র পরিচালন ব্যাবস্থা।

৩, রাস্ট্রধর্ম ইসলাম হওয়ায় ইসলাম বিরোধীতাই হবে রাস্ট্র বিরোধীতা। ফলে মুক্তচিন্তাধারার মানুষ ও সাধারন মানুষ যারা ইসলামের কঠোর রিতিনিতি গুলি মানতে নারাজ, তারা সমাজে ব্যাপক ভাবে হেনস্থার স্বিকার হতে পারেন। এবং তথাকথিক নাস্তিকদের কল্লা কর্তন বাড়ার বিপুল সম্ভাবনা। আর সব থেকে বড় কথা মৌলবাদিদের রাজত্বে তারা বিচার কতটা পাবে তা সবার জানা।

৪, মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান লক্ষ ও সংবিধানের চতুর্থ স্তম্ভ "ধর্মনিরুপেক্ষতা বাদ যাওয়ায় তা সরাসরি আঘাত হানতে পারে আমাদের মুক্তিযুদ্ধের চেতনায়। ফলে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিগুলির মাথাচারা দেওয়ার প্রবল সম্ভাবনা।

৫, সর্ব প্রকার শিক্ষা ব্যাবস্থায় ব্যাপক ভাবে ধর্মীয় শিক্ষা বাড়তে পারে,যার ফলে আমরা বিশ্বের অন্যান্য দেশগুলির তুলনায় বহুগুন পিছিয়ে পড়বো। এছারা আমরা পাবো এমন একটি প্রজন্ম যারা ধর্ম ছারা আর কিছুই বুঝবে বা চিনবে না। যেমনটা দেখা যায় মধ্যপ্রাচ্য সহ সকল মুসলিম রাস্ট্রে।

৬, ইসলামকে ঢাল হিসেবে ব্যাবহার করে বাড়তে পারে ব্যাপক দুর্নিতি।

৭, এছারা ব্যাপক হারে বাড়তে পারে জঙ্গী ততপরতা। এমনিতেই বাংলাদেশ আইএস,আল কায়েদার জন্য উর্বর জমি।

তবে পরিশেষে নিজের ব্যাক্তিগত মতামত বলি-
"মুসলমানদের ঈমানের আগায় ইসলাম নামক গাজরটি ঝুলিয়ে হাসু বুবু বাংলাদেশ রিজার্ব ব্যাঙ্কের টাকা চুরি, তনু হত্যা সহ বাকি সকল প্রকার কাটা গুলি অতি সুনিপুন কায়দায় ঝারলেন"।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৯

বিজন রয় বলেছেন: সময় সব বলে দিবে।

তবে অন্য ধর্মের লোক একসময় এদশে খুঁজেও পাওয়া যাবে না।
তখন নিজেরাই মারামরি করবে।

২| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:০১

বিজন রয় বলেছেন: আপনার লেখা আগেও পড়েছি। মনে হয়েছে আপনি অনেক উদার আর ধর্ম নিরপেক্ষ।

শুভকামনা।

৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:০৬

অন্তহীন রাকিব বলেছেন: ধন্যবাদ দাদা আপনাকে।

আসলে ধর্ম নিয়ে এই ধরনের বেলেল্লাপনা দেখে তো আর চুপ থাকা যায় না।

৩| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:০২

দুরন্ত লেখক বলেছেন: আসলে আমাদের দেশের মানুষেরা এতো ধর্ম পাগল যে,,!
যদি কেউ ধর্মের নিয়ে দুইটা ভালো কাজ করে তবে তাকে ফেরেস্তা মনে করে...
কিন্তু বুবু তো কতো খেলাই জানেন.
এইটা আমরা বুঝি না.

৪| ৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

পানিখোর বলেছেন: রাষ্ট্রভাষা ভাষা করায় এই সমস্যা গুলো এসেছে কি? যদি আসে তাহলে রাষ্ট্রভাষার বিরুদ্ধে এমন একটা লিখা লিখবেন কবে?

প্রশ্ন করার উদ্দেশ্য আপনার সততা দেখিয়ে দেয়া। আপনি ইসলাম কে সোইহ্য করতে পারেননি বলে লিখাটা লিখেছেন। এটাই আমি প্রমাণ করে দেখাতে চাই। যুক্তির নিরিখেই আপনি আপনার অসততা লুকাতে পারছেন না।

৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

অন্তহীন রাকিব বলেছেন: ভাষার সাথে ধর্মের সম্পর্কটা একটু বুঝিয়ে বলবেন??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.