নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকস্বাধীনতা ও মুক্তচিন্তার সপক্ষের কন্ঠস্বর।

লেখক অন্তরালে

আমি সেই ঈশ্বরে বিশ্বাসি নই যার বাস দাঁড়ির ঝোঁপে টিকির গিঁটে ও নামের প্যাঁচে।আমি সেই ঈশ্বরে বিশ্বাসি যার বাস ভালোবাসা ও মানবতায় পরিপুর্ন একটি পবিত্র হৃদয়ে।

লেখক অন্তরালে › বিস্তারিত পোস্টঃ

আরেকটি কুলাঙ্গারের নিধন,এবং কিছু প্রশ্ন

১১ ই মে, ২০১৬ সকাল ১০:৫৬



১০/৫/২০১৬ রাত ১২.০০

একাত্তরের অন্যতম ঘৃন্য নরপশু যুদ্ধপরাধী মতিউর রহমান নিজামির ফাঁসির মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরনীয় দিন হিসেবেই ইতিহাসের পাতায় যায়গা করে নিল তা বলার অপেক্ষা রাখেনা।কাল রাত থেকেই বাংলাদেশ তথা সারা বিশ্বে অবস্থানরত বাঙ্গালী খুশিতে মাতোয়ারা,মিস্টি বিতরন,নিউজ মিডিয়ার ফাঁসি কার্যকর করার এবং এই সংক্রান্ত খবরগুলি অবিরাম সম্প্রচার দেখে আমি নিজেও আবেগে আপ্লুত,বার বার মনে পড়ছে শাহবাগে এই নরপশুদের ফাঁসির দাবিতে অবস্থান নেওয়ার সময়ে কাটানো সময় গুলির কথা।

কিন্তু সেই সাথেই ঘুরে ফিরে মনে আসে কিছু প্রশ্ন-


অতিতের নরপশুর ফাঁসিতো হল,কিন্তু বর্তমানের নরপশু চাপাতি জিহাদিদের ফাঁসি কবে হবে??


জিহাদিদের হাতে নৃশংসভাবে খুন হওয়া প্রত্যেকটি ব্লগারের প্রিয়জনদের চোখের জল কবে মুছবে??


যার জন্য একাত্তর,যার জন্য আমার বাবার প্রান মায়ের সম্ভ্রম,সেই ধর্মনিরুপেক্ষ অসাম্প্রদায়িক বাংলাদেশ শুধুই কি আমার দিবাস্বপ্ন???


কবে পাবো ওয়াশিকুর,অনন্ত,অভিজিত,রাজিব,দিপন,নাজিম,নিলয় হত্যার বিচার???


মুক্তচিন্তকদের বিরুদ্ধে সংগঠিত এইসব নৃশংসতার শেষ ই বা কোথায়?? কোথায় স্বাধারন মানুষের শিক্ষকদের নিরাপত্তা???


কবেই বা কথিত সেকুলার শাসকদলের নেতা মন্ত্রিদের র্যাডিক্যাল এবং দায়িত্বজ্ঞ্যানহীন বানি প্রচারের মাধ্যমে দেশের সর্বস্থরের মানুষের ব্যাক্তিস্বার্থ মৌলিক অধিকার হরন বন্ধ হবে???

সর্বপরি কবে পাবো আমরা প্রকৃত স্বাধীনতা????

জানিনা আমি কিছুই জানিনা.........

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৬ সকাল ১১:১৯

রানার ব্লগ বলেছেন: :(

২| ১১ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

নীল আকাশ ২০১৬ বলেছেন: জীবনেও পাবেন না, কারণ নিজামীর ফাসি যারা দিয়েছে, এইসব নাস্তকদের নিধনযজ্ঞও তারাই ঘটিয়েছে। নৈলে আপনি কি করে বিশ্বাস করতে বলেন যে সব হত্যাকারীরাই সরকারের চোখ ফাকি দিয়ে পার পেয়ে যাচ্ছে কিন্তু অপরাধীদের খুজে বের করে শাস্তি দেওয়া যাদের দায়িত্ব, সেই পুলিশকে দায়িত্বে অবহেলার জন্য কোন শাস্তি দেওয়া হচ্ছেনা।

৩| ২০ শে মে, ২০১৬ রাত ১১:১৯

মোঃ মঈনুদ্দিন বলেছেন: আপনি বা আপনার মত তথাকথিত মুক্তমনা, স্বাধীন চিন্তক গোষ্টি আর নাস্তিক্যবাদীদের খুনি আপনার হাতের ঘেরের মধ্যেই আছে। আপনারা কখনোই খুঁজে পাবেননা। কারণ, শর্ষের ভূত! কোন ব্লগার খুন হলেই হাঁ হাঁ করে মৌলবীদের বা ইসলামিস্টদের খুঁজেন। এই জন্যেই খুনিদের পাননা। ভালো করে চোখ রগড়ে তাকান দেখবেন খুনিরা আপনাদের চারপাশেই দাঁতকেলিয়ে হাসছে! সব সময় দূরে দূরে দেখে কাছের শত্রু বিভীষণকে চিনতে পারলেননা। আফসোস! আর কত ভুল লোকদের দায়ী করবেন আপনারা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.