নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ ন স মু দ্রে - এ কা

ইমরান মাহমুদ

ইমরান মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

একটি ভালো কথা একটি ভালো গাছের মতো!

০৭ ই জুলাই, ২০০৭ রাত ৮:২৭

একটি ভালো কথা একটি ভালো গাছের মতো মাটিতে যার বদ্ধমূল শিকড়, আকাশে যার বিস্তৃত শাখা, সব সময় সে দিয়ে যার ফল আর ফল।" (আল কুরআন ১৪:২৪-২৫)



কী অনুপম উপমা! আপনার মনকে কি নাড়া দেয়না? আপনার হৃদয়াবেগ জাগ্রত করেনা ? একটু গভীরে যার শিকড়, হালকা বাতাসে তো দূরের কথা, তুফানেও সে টলেনা। শাখা বিস্তার করে দিয়ে সে মানুষের জন্য ছায়া ঘেরা নিসর্গ তৈরি করে রেখেছে। বারো মাস সে সরবরাহ করে যায় ফল আর ফল।

আপনার একটি সুন্দর কথা, একটি ভালো কথা ঐ গাছটির মতোই কল্যাণময়। আপনার একটি সুন্দর কথা ঐ গাছটির মতোই হতে পারে শন্তির বাহক, কল্যাণের কাসিদা, আনন্দের দূত আর অফুরন্ত সুফলদায়ক।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০০৭ রাত ৮:৩৩

ভাস্কর চৌধুরী বলেছেন: একটি ভালো কথা একটি ভালো গাছের মতো!

২| ০৭ ই জুলাই, ২০০৭ রাত ৮:৪৪

বইপাগল বলেছেন: আপনার উল্লিখিত আয়াত দু'টোর অনুবাদ হবে -

বিসমিল্লাহির রাহমানির রাহিম
তুমি কি লক্ষ্য করোনি যে, আল্লাহ তায়ালা কালেমায়ে তাইয়েবার কি (সুন্দর) উপমা পেশ করেছেন, (এই কালেমা) যেন একটি উত্কৃষ্ট জাতের গাছ, যার মূল (যমীনে) সূদৃঢ়, যার শাখা প্রশাখা আসমানে (বিস্তৃত),
সে প্রতিটি মৌসুমে তার মালিকের আদেশে ফলদান করে। আল্লাহ তায়ালা মানুষদের জন্যে (এভাবেই) উপমা পেশ করেন, যাতে করে তারা (এসব উপমা থেকে) শিক্ষা গ্রহণ করতে পারে।
(সূরা ইবরাহীমঃ আয়াত ২৪-২৫)

৩| ০৮ ই জুলাই, ২০০৭ সকাল ৯:৫৯

মাহমুদ রহমান বলেছেন: ছবি সিলেকশন চমৎকার হয়েছে, তবে আয়াতের উল্লেখটা ঠিক হয়নি। ফলে উপমাও সঠিক হয়নি।

বইপাগলকে ধন্যবাদ, তিনি চমৎকার উল্লেখ করেছেন।

৪| ০৮ ই জুলাই, ২০০৭ সকাল ১০:০৩

মাহমুদ রহমান বলেছেন: কালেমায় বিশ্বাসী প্রতিটি মানুষের আসলে এরকম ফলদায়ক বৃক্ষের মত হওয়া উচিত, যাদের শিকড় গভীরে প্রথিত থাকবে। কোন বিপদই তাকে টলাতে পারবে না, আবার অন্যদিকে অপরকে নিরাপদে (সুশীতল ছায়ায়) রাখবে, স্বার্থহীনভাবে ফলদান করবে।

৫| ০৮ ই জুলাই, ২০০৭ দুপুর ১২:৫২

বইপাগল বলেছেন: মাহমুদ রহমান, আপনার মন্তব্য খুবই ভালো লাগলো। ধন্যবাদ।

ইমরান মাহমুদকেও ধন্যবাদ, এভাবে আমাদের আলোচনা করার সুযোগ করে দেবার জন্য।

৬| ০৮ ই জুলাই, ২০০৭ রাত ৮:০১

ইমরান মাহমুদ বলেছেন: অংশগ্রহনের জন্য সকলকে ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.