নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী ব্যক্তি এবং সংগঠনগুলোকে আমি প্রচন্ড ঘৃণা করি। তারা ধ্বংস হোক।
জীবনে অনেক জায়গায় যাওয়া হয়েছে এবং দেখা হয়েছে অনেক কিছু। ছোট্ট এই জীবনটা অনেকটা সফল বলা যায়। আর সবচেয়ে পছন্দের জায়গাগুলোর মধ্যে একটি হলো মিরসরাই এর মহামায়া লেক।
লেকটি সৌন্দর্যের অন্যতম অলংকার। লেককে দেখেছি অন্যরকম সুন্দরভাবে। দেখেছি প্রাণ ভরে।
কি চমৎকার সাজানো গোছানো। এমনকি যথেষ্ট পরিপাটিও। কোথাও কোনো রকম কৃত্রিমতা নেই। (যদিও সেটি কৃত্রিম লেক)।
চারিদিকে সবুজ শ্যামল এক পরিবেশ। দেখলে মন জুড়িয়ে যেত। ইচ্ছে করছিলো সেখানে থেকে যাই চিরদিন।
লেকটি কয়েকধাপে ভাগ করা। লেকের ধাপগুলোর দুপাশে রয়েছে অসম্ভব সুন্দর পাহাড়। যা লেকের শ্রী বৃদ্ধি করেছে।
নৌকো দিয়ে বিকেল বেলায় লেকের ভিতর ঘুরার বিষয়টা অনেক ভালো ছিলো। কি মজা যে ঘুরেছে সে ই বুঝেছে। লেকের পানির কলকল শব্দ, পাহাড়ের গায়ে রোদের সোনালী আলো সৃষ্টিকর্তার সৌন্দর্যের কথা মনে করিয়ে দেয়।
কেননা ....... আল্লাহ নিজে সুন্দর, এবং তিনি সৌন্দর্য পছন্দ করেন। [মুসলিম]
এ জন্য তিনি জগতকে আমাদের জন্য অন্যরকম সুন্দরভাবে সাজিয়েছেন।
লেকের শেষাংশে রয়েছে প্রাকৃতিক ঝর্ণা।
যার উৎপত্তি লেক সংলগ্ন পাহাড়ের চূড়ায় [সম্ভবত]। যার ঠাণ্ডা পানি নিমিষেই শরীর মন দুটোকে চাঙ্গা করতে সক্ষম হয়েছিলো।
সাথে ছিলেন-
SSC ব্যাচের বন্ধুরা।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৮
হাবিব ইমরান বলেছেন: Thnx
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫
চাঁদগাজী বলেছেন:
মহামায়া নাকি গংগার কন্যা?
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪২
হাবিব ইমরান বলেছেন: যতটুকু জানি এটা একটা কৃত্রিম লেক ৷মহামায়ার সাথে একটা পাহাড়ী ঝর্ণার সম্পর্ক আছে ৷ নদীর সংযোগের বিষয়টা সঠিক বলতে পারছিনা ৷
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮
স্রাঞ্জি সে বলেছেন:
আহা কত্যে যে মিস করি।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৪
হাবিব ইমরান বলেছেন: সমবেদনা ৷
অনুমান করছি, আপনি সম্ভবত বিদেশে থাকেন!
৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৬
সনেট কবি বলেছেন: সুন্দর
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৫
হাবিব ইমরান বলেছেন: ধন্যবাদ ৷
৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৭
রাজীব নুর বলেছেন: কত সালের ব্যাচ?
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৪
হাবিব ইমরান বলেছেন: ২০১১ সালের।
৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৩
মেহেদী হাসান হাসিব বলেছেন: এমন প্রকৃতির মাঝে সময় কাটালে মরচে ধরা মন মেরামত করা যেত।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৮
হাবিব ইমরান বলেছেন: বাস্তব সত্য। জ্ঞান আহরণের জন্য ভ্রমণ করা উচিৎ।
৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৯
মেহেদী হাসান হাসিব বলেছেন: জ্বী ভাই। ঠিক বলেছেন। জ্ঞান আহরণের জন্য ভ্রমণের চেয়ে উৎকৃষ্ট উপায় আর নেই
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২০
হাবিব ইমরান বলেছেন: ভালোবাসা রইলো।
©somewhere in net ltd.
১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯
কোয়েজার বলেছেন: ছবিগুলো অত্যান্ত সুন্দর ! ভালো পোষ্ট।