নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Habib Imran, B.A. & M.A. (Philosophy), University of Chittagong. Current City : Riyadh, Kingdom Of Saudi Arabia. Email: [email protected]

হাবিব ইমরান

বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী ব্যক্তি এবং সংগঠনগুলোকে আমি প্রচন্ড ঘৃণা করি। তারা ধ্বংস হোক।

হাবিব ইমরান › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন যখন মরিচিকা !

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১২

রাতের অন্ধকারে দূরের ঐ ছোট্ট আলোটাও যথেষ্ট রঙিন মনে হয়। এবং দিয়ে থাকে রঙিন
স্বপ্নের হাতছানি।
আর যদি তা হয় মধ্যরাতের রাস্তার সোডিয়াম লাইটের রঙিন আলো, তাহলে তো রাতটাকে আর রাত মনে হয়না ।
মনে হয় জগতে আছি নাকি ভুলে স্বর্গে চলে এসেছি।
চারিদিকে কেবল নিরবতা আর শান্তি। নেই কোন কোলাহল , নেই কোন হাহাকার।

যদিও দিনের আলোয় তা অস্পষ্ট। এবং রাতের স্বপ্ন ভুল প্রমাণীত হয়।
মুছে যায় রাতের শান্তির স্বপ্নগুলো।
শুরু হয় হাহাকার, শুরু হয় কোলাহল।
ব্যর্থ হয়ে যায় রাতের আলোয় স্বর্গে পরিভ্রমণ।

যেন জীবন সে তো এক মরিচিকা !

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৫

সনেট কবি বলেছেন: সুন্দর।+

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

হাবিব ইমরান বলেছেন: ধন্যবাদ প্রিয়!
সালাম জানবেন।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩০

স্রাঞ্জি সে বলেছেন:

দারুণ কাব্য। মুগ্ধতা ছুঁয়ে গেছে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

হাবিব ইমরান বলেছেন: ভালোবাসা জানবেন।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৮

আকিব হাসান জাভেদ বলেছেন: স্বপ্ন মরিচিকা
স্বপ্ন হয় সাময়িক
দু:খগুলো ফেলে গিয়ে
কেড়ে নেয় গুছানো সুখ ।

সুন্দর কাব্য ভাব কবিতা ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

হাবিব ইমরান বলেছেন: ধন্যবাদ। সুন্দর মন্তব্য করেছেন।

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫১

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

হাবিব ইমরান বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.