নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী ব্যক্তি এবং সংগঠনগুলোকে আমি প্রচন্ড ঘৃণা করি। তারা ধ্বংস হোক।
সহস্র কাল কাটিয়ে দিবো একা, নির্জনে, যদি কথা দাও
কাটিয়ে দিতে পারি ভয়ংকর নিস্তব্ধ রাত।
পাশে এসে বসবে, কথা দাও!
প্রলয় শিখা এনে আলোকিত করে দিবো চারপাশ !
হারিয়ে যাবে না, কথা দাও!
কদম ফুল দিয়ে বেধে দিবো খোঁপা
যদি তুমি চাও!
তবুও কথা দাও, তবুও........... দাও।
জানো, বড় কষ্ট নির্জনতার ভালোবাসায়
তবুও কাটাতে পারি হাজারো রাত, নিঝুম নিস্তব্ধতায়
এসো, বসো, চুপটি করে বসো, যেথায় আছি নিঝুম নিরালায়
এসো, আর বলবো না কথা দাও!
তবুও বসো,
গেয়ে যাও রাত জাগানিয়া গান
ও আমার রাত জাগানিয়া পাখিটা
আলতো করে হাত বাড়িয়ে ধরো মোর আঁখীটা
রেখে যাও তোমার নিরবতা ভাঙ্গা ভূভাগ করা হাসিটা
আঁকড়ে ধরে কাটিয়ে দিবো নির্জনতার স্মৃতিটা !
তবুও.................
জানো বন্ধু, বড় কষ্ট নির্জনতার ভালোবাসায়..........!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২
হাবিব ইমরান বলেছেন: ধন্যবাদ।
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৭
ল বলেছেন: দার্শনিক চিন্তাধারা,
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
হাবিব ইমরান বলেছেন: ধন্যবাদ, সুন্দর বলেছেন।
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৭
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০
হাবিব ইমরান বলেছেন: ধন্যবাদ ৷
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৮
সূর্যালোক । বলেছেন: প্রথম ও শেষ চমৎকার
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০
হাবিব ইমরান বলেছেন: ধন্যবাদ ৷
আশা করছি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ৷
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৮
ঠাকুরমাহমুদ বলেছেন: আপনার যেই কবিতা আর এই যদি হয় আপনার বাস্তব, তাহলে জীবনে কষ্ট করতে হবে রে ভাই, আপনার সামনে কষ্ট আছে !!!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২
হাবিব ইমরান বলেছেন: হাহা হা, যা বলেছেন ভয় পেয়েছি অনেক। এখনো এমন কিছু হয়নি। অন্যের কষ্ট দেখে লিখলাম।
৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৮
হাবিব ইমরান বলেছেন: ধন্যবাদ,
সচরাচর কবিতা লিখিনা ৷লিখিনা বললে ভুল হবে সম্ভবত, কারণ বলতে হবে কবিতা লিখতে জানিনা ৷তাই সহজ সরল কিনা! তা বুঝিনা ৷
কিন্তু আবৃত্তি শুনতে ভালো লাগে ৷
©somewhere in net ltd.
১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০১
চোখেরে কাঁটা বলেছেন: সুন্দর