নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Habib Imran, B.A. & M.A. (Philosophy), University of Chittagong. Current City : Riyadh, Kingdom Of Saudi Arabia. Email: [email protected]

হাবিব ইমরান

বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী ব্যক্তি এবং সংগঠনগুলোকে আমি প্রচন্ড ঘৃণা করি। তারা ধ্বংস হোক।

হাবিব ইমরান › বিস্তারিত পোস্টঃ

ভ্রমণ করি, জগত দেখি! - জ্ঞানার্জন করি

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৯



যদি কখনো উপযুক্ত সময় পাও.....
যদি জীবনের প্রকৃত রূপ দেখতে চাও,তাহলে পাঠ্যপুস্তক থেকে বেরিয়ে এসো।
বেরিয়ে এসো সীমাবদ্ধ জ্ঞান থেকে। হারিয়ে যাও প্রকৃতির বিশালতায়।
নিজেকে তুলনা করো প্রকৃতির সাথে। লক্ষ্য করো, প্রকৃতি আর তোমার মধ্যে কি পার্থক্য রয়েছে !

যদি প্রকৃতি বিশাল হয়, তুমিও বিশাল হৃদয়ের হওয়ার চেষ্টা করো।
যদি প্রকৃতি উদার হয়, তাহলে তুমিও সবার সাথে উদার হওয়ার চেষ্টা করো।
যদি প্রকৃতি ক্ষমাশীল হয়, তাহলে তুমিও ক্ষমাশীল হও।
যদি প্রকৃতির কোলে সবাই ঘুমাতে পারে, তাহলে তুমিও অন্যের সুন্দর ঘুমের কারণ হও।
যদি প্রকৃতি অহংকারী না হয় তাহলে কেন দিনদিন এতো অহংকারী হয়ে উঠছো?
তোমার মধ্যে এমন কি আছে প্রকৃতির চেয়ে বেশি, যার কারণে তুমি নিজেকে বড় মনে করছো?
এ পি জে আবুল কালাম স্যার বলেছিলেন,
" কেউ তখনই অহংকার করে যখন সে এমন কিছু পেয়ে যায়, যার যোগ্য সে কখনই ছিলনা।"
সে অপ্রত্যাশিত কিছু পেয়ে গিয়ে সে প্রবল অহংকারী হয়ে উঠছে। যার মূল্য সে কখনোই বুঝবেনা।

তারপর চিন্তা করো এই প্রকৃতি যদি এতোগুলো গুণের অধিকারী হয়ে থাকে , তাহলে এই প্রকৃতির স্রষ্টা কতটা গুণের অধিকারী হবে!
স্রষ্টাকে পাওয়ার জন্য অন্য কোথাও যেতে হবেনা, স্রষ্টার সৃষ্টির গুণাগুণ নিজের আশেপাশেই দেখতেই পাবে।

মহান আল্লাহ বলেন,
“তোমরা পৃথিবীতে ভ্রমন কর; অতঃপর দেখ যারা সত্যকে মিথ্যা বলেছিল, তাদের পরিণাম কি হয়েছিল!”
[আল-আন'আম, আয়াত ১১]
আল্লাহ ও চান মানুষ পৃথিবীতে ভ্রমণ করে শিক্ষা অর্জন করুক, যার মধ্যে রয়েছে কল্যাণ আর জ্ঞানার্জনের সুবর্ণ সু্যোগ।

তারপর,
চলে যাও এক জায়গা থেকে আরেক জায়গায়, পরিচিত হও ভিন্ন ভিন্ন মানুষের সাথে।
বেরিয়ে পড়ো সৃষ্টির খোঁজে। তখন এমনিতেই স্রষ্টাকে পেয়ে যাবে।
শিখতে পারবে অনেক কিছু যা কখনো তুমি চিন্তাও করনি।
তখন তুমি দেখবে যে জীবন কতই না সুন্দর এবং বিচিত্রময়।
আর তখনই তুমি নিজেকে জানার পথ খুঁজে পাবে। এবং নিজেকে পরিপূর্ণভাবে জানতে ও বুঝতে পারবে। বুঝতে পারবে জগতকে।

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৬

হাবিব ইমরান বলেছেন: ধন্যবাদ।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯

মিঠু পারভেজ বলেছেন: দারুন !!

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৬

হাবিব ইমরান বলেছেন: ধন্যবাদ।

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২

রাজীব নুর বলেছেন: ভ্রমন অনেক আনন্দের।
কিন্তু ভ্রমনের জন্য অনেক টাকা লাগে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৭

হাবিব ইমরান বলেছেন: তা অবশ্য ঠিক বলেছেন।
তাই প্রথমেই 'যদি উপযুক্ত সুযোগ..... ' বলছিলাম।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো লাগলো।

শুভকামনা জানবেন।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৮

হাবিব ইমরান বলেছেন: ধন্যবাদ প্রিয়। ভালোবাসা রইল।

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫

মনিরা সুলতানা বলেছেন: সত্যি ই ভ্রমণে জ্ঞান অর্জিত হয়।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৯

হাবিব ইমরান বলেছেন: ধন্যবাদ। সুন্দর বলেছেন।

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

সাইন বোর্ড বলেছেন: অনেকের ইচ্ছে থাকা সত্বেও ভ্রমন করা উঠেনা সময়ের অভাবে, এ ছাড়া অার্থিক একটা ব্যপার তো অাছেই ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২০

হাবিব ইমরান বলেছেন: তা তো অবশ্যই। টাকা ছাড়া এখন দুনিয়া চলেনা।
তবে সুযোগ হলে সবসময় ভ্রমণে যাওয়া উচিৎ।

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২২

আরোগ্য বলেছেন: আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে,কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে,পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌনমহান।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২২

হাবিব ইমরান বলেছেন: অসাধারণ, ভালো লাগলো। মূল কথা অল্প লেখায় প্রকাশ করেছেন। ধন্যবাদ।

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২২

আলআমিন১২৩ বলেছেন: দার্শনিকের মতই কথাবার্তা। এখন সময় ছিল। টাকা থাকলে মাসে ১৫দিন বেড়াতাম।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৩

হাবিব ইমরান বলেছেন: শুভ কামনা রইলো, প্রিয়। এই কামনা ই করি, আপনার এই আশা পূরণ হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.