নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ (!)। তাই মানবতার প্রাধান্য সবার আগে। তারপর না হয় জাতি-গোষ্ঠীর প্রাধান্য। -- [email protected]

হাবিব ইমরান

পড়তে, ভাবতে এবং স্বাধীনভাবে ঘুরে বেড়ানোয় দারুণ পছন্দ। ধার্মিকতা আর বকধার্মিকতার ক্ষেত্রে বাড়াবাড়ি বিলকুল অপছন্দ।

হাবিব ইমরান › বিস্তারিত পোস্টঃ

কয়েকটি গোলমেলে কৌতুক - ১

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫১



১) কপি হাউজে কয়েকজন ভদ্রলোক গল্প করছিলেন। গল্পের বিষয়বস্তু ছিলো - "ভাবী জাতকের উপরে মাতার মানসিক ও পারিপার্শ্বিক অবস্থার প্রভাব।"

একজন একটা আশ্চর্য ঘটনা বললেন। তার শালীর পেটে বাচ্চা আসার পর "শ্যামদেশের যমজ" নামের একটি বই পড়ে খুব চমৎকৃত হয়েছিলেন, এবং কি আশ্চর্য! পরশুদিন তার নিজেরই যমজ ছেলে হয়েছে।
আরেক ভদ্রলোক একইরকম কিন্তু অধিকতর বিস্ময়জনক কাহিনী শোনালেন। তার এক প্রতিবেশিনী গর্ভবতী জীবনে "The Strange Stories of Triplets" নামে একটা ইংরেজি বই পাঠ করেছিলেন, পরিণামে অবশেষে তার তিনটি বাচ্চা জন্মেছে।

টেবিলের অপরপ্রান্তে এক নিরীহ ভদ্রলোক এতক্ষণ উৎকণ্ঠার সঙ্গে এইসব কাহিনী শুনছিলেন। এই গল্পটি শোনার পর তিনি উত্তেজিত হয়ে দাঁড়ালেন। বন্ধুরা বললেন, "কি হল? এতো তাড়াতাড়ি উঠলে কেন? রাত তো তেমন হয়নি! আরেকটু বসে যাও।" ভদ্রলোক বললেন, "না ভাই, আমার সর্বনাশ হয়েছে! আমার বউয়ের তো বাচ্চা হবে। সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরোনোর সময় দেখলাম সে 'আলিবাবা ও চল্লিশচোর' পড়ছে। দুই- তিন তবুও ভাবা যায় কিন্তু চল্লিশ চোর? আমার কি হবে? এই নিরীহ বেচারা বাড়ির দিকে ছুটতে লাগলেন।

২) একবার এক প্রসূতি সদনের ডাক্তার বাবুকে জিজ্ঞেস করা হয়েছিলো, 'ডাক্তারি বিদ্যার এত শাখা থাকতে আপনি কেন সন্তান জন্মানোর নারী ঘটিত ব্যাপারে এলেন, টাকা কামানোর জন্য? ভদ্রলোক বলেছিলেন, 'না, ব্যাপারটা ঠিক তা নয়। দেখুন, আমি যখন যেখানে যে রোগী দেখতে যেতাম তখন তাকে দেখলে আমার মনে হতো আমারও সে রোগ হয়েছে। ক্যান্সারের রোগী দেখলে আমি ভয় পেতাম না জানি আমারও বুঝি এ রোগ হয়েছে, টিবির রোগী কাশলে আমিও কাশতাম।
অবশেষে এই মাতৃসদনে এসে নিশ্চিত হয়েছি- এ রোগ অন্তত আমার হবেনা।

৩) নিউটন সাহেব তার পোষা খরগোশের জন্য একটি বাক্স বানিয়েছেন। দুটো খরগোশ। একটা বড় খরগোশ আরেকটা ছোট খরগোশ। তিনি তার বাক্সে দুটি দরজা দিয়েছেন। একটি বড় দরজা আরেকটি ছোট দরজা। সবাই জানতে চাইলো দুটি দরজা কেন।
নিউটন ব্যাখ্যা করলেন! খরগোশ যে দুটো, বড় খরগোশের জন্য বড় দরজা আর ছোট খরগোশের জন্য ছোট দরজা। কিন্তু বড় দরজাটি থাকলেই হতো এটা এতো বড় বিজ্ঞানীকে কে বুঝাবে!

৪) বিজ্ঞানী সত্যেন বসু, একবার তিনি একটা প্রাইভেট বাসে চড়ে আসছেন, কলেজ স্ট্রিটের মোড়ে নামবেন! পরনে বাঙ্গালি বেশ, এক মাথা পাকা চুল। নামার সময় তার কামিজের পকেট বাসের দরজার হ্যাণ্ডেলের সাথে আটকে গেছে। তিনি সামনের দিকে এগুতে পারছেন না, টানাটানি করছেন। হেল্পার তাকে একটু পিছিয়ে এসে তারপর নামার পরামর্শ দিলেন। তারপর তিনি নেমে যাওয়ার সময় শুনতে পেলেন! হেল্পার বলছে, "এতো বয়স হলো আপনার এখনো ব্রেনটাকে খাটাতে শিখলেন না।"

৫) একটি থানার দারোগা বাবুর সামনে এক ভদ্রলোক বসে রয়েছেন।
ভদ্রলোকঃ স্যার, গতকাল আমার শ্রেষ্ঠ বন্ধুর সাথে আমার স্ত্রী পালিয়ে গেছেন।
দারোগাবাবুঃ আপনার বন্ধুর নাম বলুন।
ভদ্রলোকঃ তা জানিনা, নাম বলতে পারবো না।
দারোগাবাবুঃ তবে যে বললেন আপনার শ্রেষ্ঠ বন্ধু?
ভদ্রলোকঃ সে তো ঠিকই বলেছি। শ্রেষ্ঠ বন্ধু, সে আমার স্ত্রীকে নিয়ে না পালালে আমাকে রক্ষা করতো কে?

[কৃতজ্ঞতা: তারাপদ রায়]

মন্তব্য ৩৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৮

বলেছেন: ৩, ৪,৫ ভালো লেগেছে দার্শনিক সাহেব

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫০

হাবিব ইমরান বলেছেন: ধন্যবাদ!

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দুই- তিন তবুও ভাবা যায় কিন্তু চল্লিশ চোর?
হা হা হা
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ঘটনা এমন ঘটলে খুব মজা হতো
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০০

হাবিব ইমরান বলেছেন: তাহলে বাড়িটা কিছুদিন পর শিশুপার্কে পরিণত হতো। :D

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ৪ নম্বরটা আমার কাছে নতুন

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২১

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: ভালোই তো লাগলো থামলেন কেনো? বলে যান........

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৪

হাবিব ইমরান বলেছেন: ধন্যবাদ।
সুস্থ ধারার বিনোদন নিয়ে আবারও আশার চেষ্টা করবো।

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২২

জহির আসাদ বলেছেন: ভালোই তো লাগলো একটুৃ হাসা গেলো

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৫

হাবিব ইমরান বলেছেন: ধন্যবাদ।
আপনাদের আনন্দ দিতে পেরে আমারও আনন্দ লাগছে।

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৮

মেহেদী হাসান হাসিব বলেছেন: মজা পাইলাম ভাই!!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৬

হাবিব ইমরান বলেছেন: খুশি থাকুন, আনন্দে থাকুন।
আপনার দিনটি ভালো কাটুক।

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩২

মাহের ইসলাম বলেছেন: মজা পেলাম।
চলুক।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৭

হাবিব ইমরান বলেছেন: ধন্যবাদ।

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৪

সুমন কর বলেছেন: হাহাহাহাহা..............মজা পেলাম।
+।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৮

হাবিব ইমরান বলেছেন: ভালোবাসা জানবেন ভাই।

৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১৮

সনেট কবি বলেছেন: বেশ

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৯

হাবিব ইমরান বলেছেন: ধন্যবাদ। ভালোবাসা রইলো।

১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৩

মোস্তফা সোহেল বলেছেন: কৌতুক ভাল লাগল।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

হাবিব ইমরান বলেছেন: ভালোবাসা রইলো।

১১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩০

রক বেনন বলেছেন: হা হা হা। ভালোই লাগল পড়ে। সবগুলোই নতুন আমার কাছে!! =p~

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

হাবিব ইমরান বলেছেন: ধন্যবাদ মত প্রকাশের জন্য।
এরকম আরো পড়ার জন্য আপনি "রম্যরচনা ৩৬৫- তারাপদ রায়" বইটি পড়তে পারেন।
আশা করি ভালো লাগবে।

১২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: ৩, ৪ টা বেশ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

হাবিব ইমরান বলেছেন: শ্রদ্ধা ও ভালোবাসা রইলো ভাই।

১৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: =p~ =p~ =p~

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

হাবিব ইমরান বলেছেন: :D

১৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: ৩,৪ মজা পেয়েছি।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

হাবিব ইমরান বলেছেন: ধন্যবাদ ভাই।
এরকম আরো মজার কৌতুক পড়ার জন্য আপনি "রম্যরচনা ৩৬৫- তারাপদ রায়" বইটি পড়তে পারেন।
আশা করি ভালো লাগবে।

১৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবাইকি বউকে শত্রু মনে করে?
যে পালিয়ে গেলে খুশী হয় !!

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০

হাবিব ইমরান বলেছেন: কে পরাধীন হতে চায় বলুন?

১৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

পুলক ঢালী বলেছেন: হা হা হা খুব মজা পেলাম। =p~

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০

হাবিব ইমরান বলেছেন: ভালোবাসা জানবেন।

১৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৬

নীলপরি বলেছেন: বেশ লাগলো :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০

হাবিব ইমরান বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.