নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী ব্যক্তি এবং সংগঠনগুলোকে আমি প্রচন্ড ঘৃণা করি। তারা ধ্বংস হোক।
গত পোস্টে লিখেছিলাম, এই নির্লজ্জতার শেষ কোথায়!!!! Click This Link
সুবিধাবাদী আর নির্লজ্জদের আত্মসম্মান এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে তারা এখন উল্টাপাল্টা কাজ করতে শুরু করেছে। তারা তাদের পূর্ব পুরুষদেরও আত্মসম্মান মাটির সাথে মিশিয়ে দিতেও কুণ্ঠাবোধ করেনা। দেশের একটা উঁচু পর্যায়ের চাকরিতে যোগ দিতে চাই সর্বোচ্চ মেধাশক্তি আর কমনসেন্স। যার সেটা নেই সে এমনিতেই অযোগ্য। এবার সে যেই হোক। হোক সে প্রধানমন্ত্রী কিংবা আমলা বা সচিবের সন্তান। মেধা নেই, তো চাকরি নেই। অপরপক্ষে "মেধা আছে! তো চাকরি আছে, সম্মানও আছে" সে যেই হোক। হোক সে প্রধানমন্ত্রীর ছেলে বা রাস্তার কুলি-মজুরীর ছেলে।
মুক্তিযুদ্ধ হয়েছে ভালো কথা, সেই যোদ্ধাদের সুযোগ সুবিধা দিয়ে সম্মান জানানো, সহযোগীতা করা চিকিৎসা, শিক্ষা দিয়ে সহযোগীতা করা দায়িত্ব ও কর্তব্য। এমনকি আমাদের সরকার তা করেছে, এখনো করছে।
কিন্তু এতোকিছুর পরেও দেশের এরকম একটা গুরুত্বপূর্ণ পদে তার নাতিকে কোটা দিয়ে 'প্রথম শ্রেণী'র সরকারির চাকরি কেন দিতে হবে?
যিনি যুদ্ধ করেছেন তাকে সম্মান জানানো আমাদের কর্তব্য। ওনার আর্থিক সমস্যা থাকলে সন্তানদেরও শিক্ষার খরচ দিয়ে সাহায্য করা কর্তব্য। কিন্তু সন্তানদের সাহায্য পর নাতিদের সাহায্য করতে হবে কেন? বরং, যোদ্ধাদের জন্য আর্থিক সম্মানি ভাতা ব্যবস্থা করলেই তো আর সমস্যা থাকার কথা না। সরকার সেটাও করেছেন। কিছুদিন পর পর সেটাও বাড়িয়ে কয়েকগুণ করে দিচ্ছেন। বাড়ি দিচ্ছেন, যাতায়াত ব্যবস্থা অনেকটা ফ্রি করে দিয়েছেন। হাসপাতালেও কোটা রেখেছেন। সবমিলিয়ে একটি সম্মানজনক সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন। এবং তা অত্যন্ত প্রশংসনীয়। আমরা সাধারণ মানুষ সাধুবাদ জানাই। এরকম সুযোগ সুবিধা আর পৃথিবীর অন্যকোন দেশে দিচ্ছে কিনা তা আমাদের জানা নেই। আমার গরীব রাষ্ট্র অনুযায়ী যথেষ্ট দিচ্ছে তা হলফ করে বলতে পারি।
কিন্তু তারপরেও তাদের কোটা দিয়ে চাকরি দিতে হবে কেন? এতো বেশি খাই খাই চাহিদা থাকবে কেন?
"চাকরি দরকার? প্রতিযোগীতায় আসো, নিজেকে প্রমাণ করো, চাকরি নাও। সম্মানীত হও।"
"কিছুই পারোনা? - সারাদিন গায়ে হাওয়া লাগিয়ে বেড়িয়েছ? স্কুল ফাঁকি দিয়েছ? প্রেম করে পরীক্ষায় ফেল করেছ? রাস্তায় রাস্তায় গুণ্ডামি করে বেড়িয়েছ? - তাহলে তোমার মতো অপদার্থ আর আমড়া কাঠের ঢেকী দিয়ে রাষ্ট্রের কি কাজটাই বা উদ্ধার হবে? তাছাড়া নির্লজ্জের মতো বলো সে পরীক্ষায় ৮০ পেয়ে চাকরি পেলে আমাকে ২০ দিয়ে চাকরি দিতে হবে। কারণ আমার বাবা- দাদা/ নানা মুক্তিযোদ্ধা তাই।
কিন্তু তুমি কি জানো যে ছেলেটা ৮০ পেয়ে পাস করেছে সে কতটা কষ্ট করে এ নাম্বার পেয়েছে? সে কি তোমাদের মতো সরকারি ভাতা আর সুযোগ সুবিধা পেয়েছে? না, অনেক ছেলে রাস্তায় রিক্সা চালিয়ে, টিউশনি করে, চা দোকানে চাকরি করে, খরচের টাকা জমিয়ে রেখে আজ এ পর্যন্ত এসেছে। সে এতদূর এসেও তোমার মতো অপদার্থের কাছে এসে নিজেকে হারিয়ে পথে বসতে হয়েছে। তুমি নিজেকে আর তার মধ্যে কোন কিছু আলাদা করতে পারছো? যদি পারো তাহলে তুমি মেধা দিয়ে চাকরিও পাবে। আর যদি আলাদা করতে না পারো, সে কমনসেন্স তোমার নেই তাহলে তোমাকে দিয়ে ক্ষেতে হাল চাষ করা ছাড়া কোন গতি নেই। তোমাকে দিয়ে প্রশাসন চালানো মানে দেশের আইন শৃঙ্খলা শেষ করে দেয়া আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া আর কিছুই না। কারণ তোমার কমনসেন্সের জন্য তুমি কিছুই করতে পারবেনা। সেরকম যোগ্যতাই তোমার নেই।
এখন তুমি যদি চাও, 'পরীক্ষা দিলে আমি জীবনেও বিসিএস ক্যাডার হতে পারবোনা, তাহলে আমার বাবা- দাদা যুদ্ধ করেছেন সে সার্টিফিকেট দিয়ে পরীক্ষা ছাড়া বিসিএস ক্যাডার বানিয়ে দাও।'
তাহলে সেটা সরকার ভেবে দেখবে। সে আবেদন করো। তোমাদের এরকম দাবীতে কেউ কিছু মনে করবেনা। কারণ মানুষের ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকতেই পারে। তবে যেটা অযৌক্তিক সেটা চেয়ে নিজেকে পরিবারকে অসম্মান করবেনা।
কিছু কিছু পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা লাগে তা পূরণ করতে পারলেই তুমি মেধাবী। তুমি যোগ্য। জোর করে দাবী আদায় করে নিলে তুমি সন্ত্রাসী। অনৈতিকভাবে নিলে তুমি দুর্নীতিবাজ।
এবার ভেবে দেখ তুমি কোন পর্যায়ের !!
০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৬
হাবিব ইমরান বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
২| ০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৩
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা যা করেছে, তা ঠিক করেছে; যারা মুক্তিযোদ্ধাদের কোটায় বিসিএস ইত্যাদি দিচ্ছে, তাদের বেশীর ভাগই আপানর মতো ভুয়া।
আপনি নিজেও ভুয়া মেধাবী
০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০০
হাবিব ইমরান বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই!
ভূয়া মেধাবী বলেছেন এতেই আমি কৃতজ্ঞ। মেধাবী না হলেও কিন্তু আমি কোটাধারী নই। এক্ষেত্রে আমি সম্মানিত বোধ করছি।
৩| ০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩০
খাঁজা বাবা বলেছেন: সরকারী চাকুরী কখনোই কোন সুবিধা হতে পারে না
এটা অবশ্যই একটা দায়িত্ব। দেশ ও জনগনের প্রতি দায়িত্ব।
যারা এটাকে সুবিধা মনে করে তাদের মানুষিকতা পরিবর্তন হওয়া জরুরী।
অন্যথায় দুর্নীতি কমবে না
০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫০
হাবিব ইমরান বলেছেন: ঠিক বলেছেন।
এরা আসলে মূলত দুর্নীতি করার জন্য এরকম চুদুরবুদুর শুরু করেছে। পড়াশোনা না করে সুযোগ মতো সরকারি চাকরি হাতানোর ধান্ধা এটা। জনগণ সবই বুঝে। কিন্তু অস্ত্র আর চাটুকারিতার মুখে কিছু বলার শক্তি রাখেনা।
৪| ০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৫
কে ত ন বলেছেন: প্রধানমন্ত্রী বলেছিলেন, "কোটা চাইলে আন্দোলন করতে হবে"
আন্দোলন তো হয়েছে, শান্তিপূর্ণ ও নিরুপদ্রব আন্দোলন।
এখন দেখার বিষয় প্রধানমন্ত্রী তার কথা রাখতে পারেন কিনা।
০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫২
হাবিব ইমরান বলেছেন: আমার ভয় হচ্ছে এই শান্তিপূর্ণ জন মানবহীন আন্দোলন আবার সরকারের কাছে বৃহৎ আন্দোলন হিসেবে সফল হয় যায় কিনা!
৫| ০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: যেমন সরকার তেমন তার পোষা আন্দোলন!
ভাবটাহলো দেশটাই লিখে দে মা- লুটে পুটে খাই!!!
কিসের নির্বাচন? কিসের গণতন্ত্র? কিসের মেধা?
এই যে বিনা নির্বাচনে ক্ষমতা ধরে রাখা একি কম মেধা? কম যোগ্যতা? বাগাড়ম্বর শুনে বজ্রাহত হই!
০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৮
হাবিব ইমরান বলেছেন: 'জোর যার মুল্লুক তার' পর্যায়ের মেধাবী এরা। এদের মেধা খোলে তখন, জনগণকে কিভাবে কত হাজার উপায়ে বিষ মারা যাবে।
এদের মধ্যে কেউ কখনো রাষ্ট্রের জন্য ভেবেছে কিনা তা হয়তো তারাও বলতে পারবেনা। তা হলফ করে বলা যায়।
৬| ০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৬
মেহেদী হাসান হাসিব বলেছেন: কথাগুল ভাল লাগল।
০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২২
হাবিব ইমরান বলেছেন: ধন্যবাদ প্রিয়।
ভালোবাসা রইলো।
৭| ০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫০
ওসেল মাহমুদ বলেছেন: বিদ্রোহী ভৃগুর সাথে একমত ! লেখক আত্মাভিমান থেকে লিখেছেন,চাঁদগাজী ভাইয়ের কি হলো, তিনি বেহুদা উনাকে ভূয়া মেধাবী বলে আক্রমণ করলেন , মোটেও শোভনীয় হয়নি !
০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৮
হাবিব ইমরান বলেছেন: বিদ্রোহী ভৃগু ভাইয়ের সাথে আমিও অনেকাংশে একমত।
চাঁদগাজী ভাইয়ের মন্তব্যের জন্য আর কি বলবো! উনি বিচক্ষণ মানুষ। হয়তো আমি কোনোভাবে ওনার লেজে পাড়া দিয়েছিলাম, উনি সম্ভবত সেটার প্রতিশোধই নিলেন। যদিও অসামঞ্জস্যপূর্ণ।
৮| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৫
রাজীব নুর বলেছেন: অন্য ভাষায় মন্তব্য করলাম-
おはようございます。
今朝の根室は朝6時の気温13.4度、久しぶりの曇り空です。今夜半から明日にかけて台風25号接近して強風や大雨の怖れ。根室産業フェスタやビザなし渡航が中止となりました。今年は本当に台風が多く「災害の一年」になりそうです。これ以上の災害に見舞われることのないよう祈りたい。暦は三連休ですね!
それではきょうも元気で行きましょう。
০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৩
হাবিব ইমরান বলেছেন: হা হা হা.... আপনার মন্তব্যের অনুবাদ -
শুভ সকাল
সকাল 6 টা থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের পর থেকে এই সকালে নেমেউর একটি দীর্ঘ অভাবের পরে মেঘলা আকাশ। আজ মধ্যরাত থেকে আগামীকাল পর্যন্ত টাইফুন নং ২5 এবং প্রচণ্ড বায়ু ও ভারী বৃষ্টিের আশঙ্কা রয়েছে। নিমুরো ইন্ডাস্ট্রিয়াল ফেস্টা ও ভিসা-মুক্ত ভ্রমন বাতিল করা হয়েছে। এই বছর সত্যিই অনেক typhoons আছে, এবং এটি একটি "দুর্যোগ বছর" বলে মনে হচ্ছে। আমি প্রার্থনা করতে চাই যে আমরা আরও বিপর্যয় সহ্য করব না। ক্যালেন্ডার তিন ছুটির দিন!
আসুন আজ ভাল যান।
©somewhere in net ltd.
১| ০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৪
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।