নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Habib Imran, B.A. & M.A. (Philosophy), University of Chittagong. Current City : Riyadh, Kingdom Of Saudi Arabia. Email: [email protected]

হাবিব ইমরান

বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী ব্যক্তি এবং সংগঠনগুলোকে আমি প্রচন্ড ঘৃণা করি। তারা ধ্বংস হোক।

হাবিব ইমরান › বিস্তারিত পোস্টঃ

কয়েকটি গোলমেলে কৌতুক - ৩

১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪১

কয়েকটি গোলমেলে কৌতুক - ১, পড়ুনঃ Click This Link
কয়েকটি গোলমেলে কৌতুক - ২, পড়ুনঃ Click This Link


১১.
ভিখিরিঃ 'দাদা, দশটা পয়সা দেবেন, দু'দিন কিছুই খাইনি'।
বাবুরামঃ 'দু'দিন যদি না খেয়ে থাকেন, তাহলে দশ পয়সা দিয়ে কি হবে?
ভিখিরিঃ 'একটু ওজন নিয়ে দেখতাম, আমার ওজন কতটা কমেছে'।

১২.
স্থূলাঙ্গিনীঃ 'হ্যালো, ডাক্তার সাহেব! আজ আমার বার্থডে!'
ডাক্তারঃ 'হ্যাপি বার্থডে'
স্থূলাঙ্গিনীঃ 'কিন্তু ডাক্তার সাহেব, আমি একটা বিপদে পড়েছি, আমাকে শিগগির একটা রোগা হওয়ার ওষুধ দিন'।
ডাক্তারঃ 'আশ্চর্য, জন্মদিনে রোগা হওয়ার ওষুধ দিয়ে কি হবে?
স্থূলাঙ্গিনীঃ 'কি বলব ডাক্তার সাহেব! আমার বর আমাকে জন্মদিনে একটা গাড়ি উপহার দিয়েছেন। কিন্তু সেটা এতোই ছোট যে আমি তার মধ্যে গলতে পারছিনা। তাই রোগা হলে যদি কিছুটা সম্ভব হ্য় '

১৩.
খেলার শেষে পুরস্কার প্রদানান্তে মন্ত্রী ভাষণে বলেন-
'আমার খুব দুঃখ হচ্ছে এই দেখে যে এ বছর মাত্র দুটি টিম ফাইনালে উঠতে পেরেছে। আমাদের দেশে প্রচুর পরিমান ক্লাব রয়েছে। আমাদের আরো সচেতন হতে হবে, নজর রাখতে হবে, চেষ্টা করতে হবে যাতে আগামী মৌসুমে যতগুলো দল ফুটবল খেলে, সবগুলো দল যেন ফাইনাল খেলতে পারে।'

১৪.
গির্জায় ধর্মযাজক বক্তৃতা দিচ্ছিলেন-
"ঈশ্বর পরম দয়ালু! তার দয়ায় সব কিছুই সম্ভব। বাইবেলে আছে মাত্র সাতটি রুটি ছিঁড়ে পাঁচশো লোকের আহারের বন্দোবস্ত হয়েছিলো।"
একথা শুনে আবেগি এক ভক্ত বললেন, "ফাদার, আপনি ভুল বলেছেন। বইয়ে আছে (গসপেল-এ) পাঁচশো নয়, পাঁচহাজার লোকের খাওয়া হয় মাত্র সাতটি রুটিতে।"
ধর্মযাজক বিব্রত হয়ে বললেন, "তোমার যেমন বুদ্ধি, লোকে পাঁচশো বিশ্বাস করতে চায় না, পাঁচহাজার বললে তো হাসাহাসি করবে।"

১৫.
এক ভদ্রলোক গেলেন পাখির দোকানে। টিয়া কিনতে। মালিক দেখালেন তিনটি পাখি, একেবারে একই রকম দেখতে। একটির দাম পাঁচশো ডলার, আরেকটির দাম এক হাজার, আর তৃতীয়টির দাম দুই হাজার ডলার। ক্রেতা বললেন, পাঁচশো ডলার! অহ্নো! এতো দাম কেন?
- এই পাখিটি কম্পিউটার চালাতে জানে।
- দ্বিতীয় পাখিটির দাম এক হাজার ডলার কেন? কি রয়েছে বেশি?
- এটি শুধু ল্যাপটপ চালাতে পারে তা নয়, ও Unix operating systemও জানে।
- তৃতীয় পাখিটির আকাশচুম্বি দাম। কেন বলুন তো?
মালিক বললেন, "আসলে সত্যি কথা বলতে কি, আমি এ পাখিটিকে কোনো কাজ করতে দেখিনি, তবে অন্য পাখি দু'টি একে 'বস' বলে ডাকে।এটাই এর বিশেষত্ব"

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৫

ফেনা বলেছেন: হা হা হা হা.....
দারুন। মজা পাইলাম।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৪

হাবিব ইমরান বলেছেন: ধন্যবাদ। মজা নিয়ে পাশে থাকার জন্য।

২| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫১

ওমেরা বলেছেন: কৌতুক-টৌতুক ভাল লাগে না তার চেয়ে ধাঁধা দিয়েন, সাথে উত্তর ও দিয়ে দিয়েন।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৫

হাবিব ইমরান বলেছেন: চেষ্টা করবো। ধন্যবাদ।

৩| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৯

নজসু বলেছেন: বেশ মজার।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৬

হাবিব ইমরান বলেছেন: এবং ভালোবাসা রইল আপনার জন্য।

৪| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৬

রাজীব নুর বলেছেন: প্রচন্ড হাসির কিছু নাই?

১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৮

হাবিব ইমরান বলেছেন: হাসির বিষয়টা আপেক্ষিক। কেউ সহজেই হাসতে পারে আবার কেউ জীবনে হাসা কি জিনিস জানেই না।

৫| ১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মুচকি হাসির ইমো দিলাম! :>

১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৮

হাবিব ইমরান বলেছেন: ভালোবাসার ইমো বুঝে নিবেন প্লিজ।

৬| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৪০

সুমন কর বলেছেন: হাহাহাহা.........মজা পেলাম।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৯

হাবিব ইমরান বলেছেন: ভালো লাগলো উচ্ছ্বাস ভরা হাসি দেখে। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.