নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ (!)। তাই মানবতার প্রাধান্য সবার আগে। তারপর না হয় জাতি-গোষ্ঠীর প্রাধান্য। -- [email protected]

হাবিব ইমরান

পড়তে, ভাবতে এবং স্বাধীনভাবে ঘুরে বেড়ানোয় দারুণ পছন্দ। ধার্মিকতা আর বকধার্মিকতার ক্ষেত্রে বাড়াবাড়ি বিলকুল অপছন্দ।

হাবিব ইমরান › বিস্তারিত পোস্টঃ

খ্রিষ্টীয় নববর্ষের শুভেচ্ছা! ভালো থাকুন, আনন্দে থাকুন

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৯


ছবিঃ ইনবক্স থেকে

শ্রদ্ধেয় শ্রীযুক্ত শীব্রাম চক্রবর্তীর কৌতুক দিয়ে শুরু করা যাক।
নতুন বছর নিয়ে মাতামাতির কোনো মানে হয়না, দেখা গেছে আজ অবধি কোন নতুন বছর এক বছরের বেশী টেকেনি। :D বিষয়টা কৌতুক হলেও বাস্তব। হাহা হাহা।

এমনিতে অন্যান্য জাতির তুলনায় বাঙালির জীবনে নববর্ষের অভাববোধ বেশি একট হয় না। অতিমাত্রায় এরা নববর্ষ পালন করে। সব নববর্ষকে ঝোপঝাড়ের দিকে নিয়ে যেতে সিদ্ধহস্ত উঠতি বয়সি ছেলেমেয়েরা। ব্যাপারটা ঝোপঝাড়ের দিকে, বিভিন্ন পার্কের দিকে লক্ষ্য করলেই বোঝা যায়। তখন নববর্ষ আর ভ্যালেন্টাইন ডে আলাদা করার উপায় থাকেনা।

প্রতি বছরে প্রায় দু তিনটে নববর্ষ তো আসছেই এ দেশে। বাংলা নববর্ষ, খ্রিষ্টীয় নববর্ষ এবং হিজরী নববর্ষ। বাঙালি প্রত্যেকটা নববর্ষই অত্যন্ত ভাব গাম্ভীর্যের সাথে পালন করে। প্রথম দিন মোটেই খারাপ কিছু করা যাবে না, তাহলে পুরো বছর খারাপ কাটবে। এদিক দিয়ে অন্তত অনেকেই একদিন করে মোট তিনদিনের জন্য সাধু হয়ে যান। পরের দিন থেকে আবার আগের মতো। যদিও আমি নিজেও ব্যতিক্রম নই। এলাকার প্রভাব। ব্যাপারটা আসলেই হাইস্যকর। :D

যাই হোক, সকলের জন্য শুভ হোক ২০১৯...!. ভালো সময় কাটুক প্রিয়দের সাথে। আবারো শুভেচ্ছা।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৩

আর্কিওপটেরিক্স বলেছেন: হে হে :D :D

২| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঠিক বলেছেন,
কোন নববর্ষই
এক বছরের বেশী
টিকবেনা।

৩| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৭

গেছো দাদা বলেছেন: //নতুন বছর নিয়ে মাতামাতির কিছু নেই,দেখা গেছে আজ অবধি কোনো নতুন বছরই এক বছরের বেশি টেকেনি।//......অসাধারন কমেডি এটা।

৪| ০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৪

রাজীব নুর বলেছেন: আমরা চাই নতুন বছর ভালো কাটুক। কিন্তু ভালো কাটে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.