নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী ব্যক্তি এবং সংগঠনগুলোকে আমি প্রচন্ড ঘৃণা করি। তারা ধ্বংস হোক।
ছবি সূত্রঃ rupayon.com
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ বিজয়ের ৪৮ বছর। ভাবতে খারাপ লাগছে না মোটেও। গর্বিত হওয়ার মত একটা ব্যাপার, এ প্রজন্মের জন্য। যাদের আত্মত্যাগ, অঙ্গত্যাগের মাধ্যমে এ বিজয় অর্জিত হয়েছিলো তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। পাশাপাশি প্রকৃত রাজাকারদের প্রতি অকৃত্রিম ঘৃণা এবং একরাশ লজ্জা। পাশাপাশি ভূয়া মুক্তিযোদ্ধাদের প্রতিও লজ্জা। কিন্তু বস্তাপচা রাজনীতির স্বীকার হয়ে যারা রাজাকার খ্যাতি লাভ করেছেন তাদের প্রতি সমবেদনা, তাদের অভিশাপ থেকে স্রষ্টা এদেশকে রক্ষা করুন।
প্রশ্ন থেকেই যায়,
* স্বাধীনতার ৪৮ বছরেও কি আমরা প্রকৃত স্বাধীনতা উপভোগ করছি? - হ্যাঁ/না
* ‘অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য / চিকিৎসা’ - কি এদেশের বেশিরভাগ মানুষের কপালে জুটেছে? - হ্যাঁ/না
* ধর্ষণ কি পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়েছে? - হ্যাঁ/না
* দুর্নীতি কি পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়েছে? - হ্যাঁ/না
* শিক্ষাঙ্গনে কি শিক্ষার পরিবেশ রয়েছে? - হ্যাঁ/না
* ‘সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটতরাজ, গুম, খুন, অপহরণ, জবরদখল’ - কি পুরোপুরি বন্ধ হয়েছে? - হ্যাঁ/ না
যদি প্রশ্নগুলোর উত্তর ‘না’ হয় তাহলে বুঝতে হবে বঙ্গবন্ধুর স্বপ্নভঙ্গ হয়েছে। বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নে আমরা পুরোপুরি ব্যর্থ হয়েছি।
প্রিয় বঙ্গবন্ধু, আমাদের ক্ষমা করুন।
পারিনি আপনার কাঙ্ক্ষিত স্বপ্নের সোনার বাংলা উপহার দিতে। জাতি হিসেবে বাঙালি বড়ই অকৃতজ্ঞ।
১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৩
হাবিব ইমরান বলেছেন:
মতমতের জন্য ধন্যবাদ। একেকজনের চিন্তাধারা একেকরকম, তাই একমত না হওয়াটাই স্বাভাবিক।
বলেছেন, ‘সব জাতিতে এরকম আছে’। ঠিক বলেছেন। কিন্তু আমাদের জাতিতে একটু বেশিই আছে।
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:২৩
সাইয়িদ রফিকুল হক বলেছেন: সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষের প্রয়োজন।
আমাদের দেশে এই মানুষের বড় অভাব।
১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৭
হাবিব ইমরান বলেছেন:
এ অচল অবস্থা থেকে উত্তরণের পথ কি?
সোনার মানুষ গড়া কি আসলেই সম্ভব নয়?
স্বাধীনতার ৪৮ বছরেও কি সোনার মানুষ গড়ার মত উপযুক্ত সময় পাওয়া যায়নি?
আহ হা, একবুক হতাশা নিয়ে আক্ষেপ করা ছাড়া আর কি করার আছে!
৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৩৫
আসোয়াদ লোদি বলেছেন: সাফল্য ও ব্যর্থতা দুটিই আছে।
১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৮
হাবিব ইমরান বলেছেন:
কোনটার হার বেশি? সাফল্য নাকি ব্যর্থতা।
৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: স্বাধীনতার ৪৮ বছরে আমরা কি পেয়েছি ?
হিসেব করার সময় এসেছে ,
কে এজন্য দায়ী ???
..............................................................................
আর্ন্তজাতিক ষড়যন্ত্র আর আমাদের দারিদ্রতা ঠেলে আমরা কি
জাতি হিসেবে দাড়াঁতে পেরেছি ???
১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৪
হাবিব ইমরান বলেছেন:
জাতি হিসেবে দাঁড়ানোর জন্য সময় কই?
চাটুকারিতা আর পা চাটতে চাটতে কখন রাত হয় আর কখন ভোর হয় তাই তো এ জাতি বুঝতে পারে না। এমনিতে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে খই ফুটাতে বললে সেক্ষেত্রে সবাই নোবেল পাওয়া সাহিত্যিক হয়ে যান। ছিঃ
৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৮
রাজীব নুর বলেছেন: স্বাধীনতার সত্যিকার সুখ যেন অনুবভ করতে পারে সর্বস্তরের সকল জনগণ। ৩০ লক্ষ শহীদরা যেন মর্মহত না হয় আমাদের কোনো কারণে।
১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৫
হাবিব ইমরান বলেছেন:
ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
ভালোবাসা আর শ্রদ্ধা রইলো শহীদদের প্রতি।
©somewhere in net ltd.
১| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:২৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জাতি হিসেবে বাঙালি বড়ই অকৃতজ্ঞ
............................................................
একমত হতে পারলাম না,
সব জাতিতে এরকম আছে
আমরা একটু আবেগ প্রবন বেশী