নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Habib Imran, B.A. & M.A. (Philosophy), University of Chittagong. Current City : Riyadh, Kingdom Of Saudi Arabia. Email: [email protected]

হাবিব ইমরান

বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী ব্যক্তি এবং সংগঠনগুলোকে আমি প্রচন্ড ঘৃণা করি। তারা ধ্বংস হোক।

হাবিব ইমরান › বিস্তারিত পোস্টঃ

আজ পবিত্র লাইলাতুল ইলেকশন

৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫৭



আজ পবিত্র লাইলাতুল ইলেকশন। গত বছরের এ রাতে অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে, অত্যন্ত হালালভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিলো। ধর্মীয়ভাবে রাতের ইবাদতের আলাদা একটা গুরুত্ব রয়েছে। গভীররাত্রিতে ইবাদত করলে আল্লাহ খুশী হন। তাই আমাদের হৃদয়বান প্রশাসনবিভাগ শীতের রাতে ত্যাগের অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছেন এ রাত্রিতে। দেশের মানুষের সেবা করার নিমিত্তে প্রশাসন বিভাগের সহায়তায় বাংলাদেশ নির্বাচন কমিশন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রলীগের ভাইয়েরা মানুষকে কেন্দ্রে যাওয়ার কষ্ট থেকে মুক্তি দিতে নিজেরাই সকল ভোট দিয়ে দিয়েছিলেন। বাহ।

আমরা সেসব বীর যোদ্ধাদের এ প্রজন্মের মুক্তিযোদ্ধা হিসেবে গ্রহণে আগ্রহী, যারা শীত উপেক্ষা করে মানবতার জন্য নিজেদের কম্বল ত্যাগ করেছিলেন।

কেউ আমিন না লিখে যাবেন না। :D

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:১৭

চাঁদগাজী বলেছেন:



নির্বাচিত প্রেসিডেন্টকে হত্যা করলে, এবং উনার মেয়ের হাতে লাঠি থাকলে, অবস্হা এই রকমই হওয়ারই কথা

৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩১

হাবিব ইমরান বলেছেন:

আপনার বক্তব্যের সাথে আমি একমত। বাঙালি হিসেবে বঙ্গবন্ধুর পরিবারের প্রতি, আওয়ামীলীগের কাছে আমরা দুঃখপ্রকাশ করছি। - নির্বাচিত প্রেসিডেন্টকে হত্যা করলে, এবং উনার মেয়ের হাতে লাঠি থাকলে, অবস্হা এই রকমই হওয়ারই কথা। - তাই বলে প্রতিশোধ আগুন এভাবে জ্বলাতে হবে?

এবার কি দেশটাকে ক্ষমা করা যায় না? পিতৃহত্যার প্রতিশোধ আর কতকাল নিতে হবে?
খুনিদের তো শাস্তি দেয়া হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। প্রতিশোধের আর কি কি বাকি আছে?

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৪

রাজীব নুর বলেছেন: আমিন।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৫

হাবিব ইমরান বলেছেন: :D B-))

ভালো থাকুন, নিরাপদে থাকুন।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৪

আরািফন বলেছেন: চুম্মা আমিন.....

৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০৩

হাবিব ইমরান বলেছেন:

ভালোবাসা জানবেন ভাই।

আপনি ঢাকার বাসিন্দা হয়ে থাকলে অগ্রিম সমবেদনা। এবারও আপনার ভোটটা রাতের অন্ধকারে গায়েব হয়ে যাবে। :D

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪৮

আকতার আর হোসাইন বলেছেন: শিরোনাম দেখে হেসেছি অনেক।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০০

হাবিব ইমরান বলেছেন:

ছিঃ ভাই, এসব ঠিক না।
এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাসলে মানুষ কি ভাববে? :D
জাতীয় নির্বাচন নিয়ে হাসলে এ প্রজন্মের মুক্তিযোদ্ধারা কষ্ট পাবেন, রাগ করবেন।

তো ভাই গত নির্বাচনে আপনি রাতের ভোটার ছিলেন নাকি দিনের ভোটার?
নাকি আরেকজন ভোটটা দখল করে নিয়ে গেছে? :D

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১৭

একাল-সেকাল বলেছেন: মুল বক্তব্যের সাথে একমত পোষণ করে আমি দেখি আজ নির্বাচনী বিজয়া দশমী, গতবছরের এই দিনে সূর্যাস্তের পর ভক্ত ও দর্শনার্থীরা রাজধানী সহ সারা দেশে মহা আনন্দে শ্রী শ্রী নির্বাচনী ব্যালট প্রতিমা বিসর্জন দেন।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৯

হাবিব ইমরান বলেছেন:


চুরি করতে পারাটা যে একটা শিল্প তা আওয়ামীলীগ বারবার প্রমাণ করেছে। অনেক সময় এরা চুরি করতে গিয়ে ডাকাতি করে চলে আসে। :D

৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধর্মীয় বিষয় না জড়িয়েও স্যাটায়ার করা যেত। মূল বক্তব্যের সাথে এক মত। তবে এটা কেন হালাল সেটার ব্যাখ্যা চাঁদগাজী ভাই দিয়েছেন...

৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪০

হাবিব ইমরান বলেছেন:

ধর্মীয় বিষয় নিয়ে নাড়াচাড়া আমারও পছন্দ নয়। কিন্তু নির্বাচনের আগে সব দল যেভাবে ধর্মের প্রতি আসক্ত হয়ে পড়েন এটা তারই প্রভাব। অতিরিক্ত ধর্মভীরু সাজতে গিয়ে নির্বাচনের সাথে সাথে ধর্মের চৌদ্দগোষ্ঠী উদ্ধার করে ফেলতেন তারা।

নির্বাচনের আগে কেউ কেউ তাহাজ্জুদ নামাজ পড়ার ছবি দিয়ে প্রচারণা চালাতেন, মাথায় পট্টি, হাতে তসবীহ নিয়ে ছবি তুলে প্রচারণা চালাতেন, আবার কেউ ঘনঘন ওমরাহ করতে সৌদিআরব গমন করতেন। আবার অনেকে শাহজালাল (র) এর মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করতেন
প্রত্যেক প্রার্থী কথার আগে পরে ইনশাআল্লাহ, সোবহানআল্লাহ, আল্লাহু আকবর, মাশাল্লা। এসব বলে নির্বাচনকে হালাল করার চেষ্টা করতেন।

সে হিসেবে আমারটা তো মামুলি ব্যাপার।

৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪১

ছদরুল ভাই বলেছেন: এরা আবারো ইলেকশনের নামে জনগনের সাথে দুষ্টুমি করবে। আমিন

৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৬

হাবিব ইমরান বলেছেন:

এরকম ভোটে একটা মজা আছে। নিজেদের টাকা পয়সা নিজেদের মধ্যেই বণ্টন হয়। আগের ভোটে টাকা পেত জনগণে, এখন আর জনগণের বেইল নাই। জনগণ না থাকলেও ভোটের অসুবিধা হয় না। প্রশাসনেরও লস নাই। আগে পকেট গরম তারপর দেশপ্রেম এই হলো তাদের নীতি। ঘুষ দিয়ে চাকরি নেয়া লোকগুলার কিরকম দেশপ্রেম থাকবে তা ভালো করেই উপলব্ধি করা যায়।
তাদের কথা হলো চাকরির সাথে দেশপ্রেমের কোন সম্পর্ক নাই। দেশ জাহান্নামে যাক।

জনগণেরও সেম কথা। ভোট চুরি হলে আমার কি!

৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৬

মোহামমদ কামরুজজামান বলেছেন: আমিন,আমিন :> চুমমা আমিন ।

এক বছর বাদ উনারা আবারো জাতীয় (সারা বাংলাদেশ) নির্বাচনের সেই মহড়ার আয়োজন করেছেন। ঢাকা বাসী (রাজধানী)র জন্য, ইলেকশনের নামে জনগনের সাথে দুষ্টুমি B-)) করার জন্য।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৪

হাবিব ইমরান বলেছেন:
ঠিক বলেছেন, বাহে B-)) :D

আমরা এখন গোপাল ভাঁড়ের রাজ্যে আছি। রাজা কৃষ্ণচন্দ্র ক্ষমতায় আছেন। আর চারিদিকে তার আদরের ভাঁড়েরা ভাঁড়ামো করতে করতে জনগণের কলকব্জা নড়বড়ে করে ফেলছেন হাসাতে হাসাতে।
মাঝেমাঝে মৃত মানুষও নাকি ভোট দিয়ে যায় এ রাজ্যে। আরো কত কি দেখাচ্ছে তারা। মুক্তিযোদ্ধা চলে যায় রাজাকারের তালিকায়, রাজাকার চলে আসে মুক্তিযোদ্ধার তালিকায়। হরতালে ঠেলাঠেলিতে ভূমিকম্প হয়ে বিল্ডিংও ধ্বসে পড়েছিলো নাকি।

বেশ, উপভোগ করুন।

৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:০৭

ফেরদাউস আল আমিন বলেছেন: সুন্দর লিখেছেন

০১ লা জানুয়ারি, ২০২০ রাত ২:২৪

হাবিব ইমরান বলেছেন:
ধন্যবাদ।

১০| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২২

আকতার আর হোসাইন বলেছেন: আমি ভাই দিনের ভোটার ছিলাম। এবং এমন এক মার্কায় ভোট দিয়েছিলাম যে মার্কায় কাউকে ভোট দিতে বললে জবাবে বলতো, এই লোক সবচেয়ে ভালো আমরাও মানি। কিন্তু ওনি তো জয়ী হবেন না। ওনাকে ভোট দিয়ে কি হবে। ভোটটাই বিফলে যাবে। মানুষকে বুঝাতে চেষ্টা করেছি আপনি দল বল বাদ দিয়ে ভালো মানুষ দেখে ভোট দিন। সবাই যদি ওরকম করে তাহলে ভালোরাই জয়ী হবে
আর আমার এলাকায় সারা বাংলাদেশ এর মধ্যে সবচেয়ে নির্ভেজাল, সবচেয়ে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন হয়েছে। এটাই আমার ধারণা।

০১ লা জানুয়ারি, ২০২০ রাত ২:২৬

হাবিব ইমরান বলেছেন:
ফলাফল জানা থাকলে কি আর করা যায় বলুন!
কলিযুগে এসব ঘটবেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.