নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Habib Imran, B.A. & M.A. (Philosophy), University of Chittagong. Current City : Riyadh, Kingdom Of Saudi Arabia. Email: [email protected]

হাবিব ইমরান

বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী ব্যক্তি এবং সংগঠনগুলোকে আমি প্রচন্ড ঘৃণা করি। তারা ধ্বংস হোক।

হাবিব ইমরান › বিস্তারিত পোস্টঃ

শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি নিষিদ্ধ চায় সাধারণ জনগণ! আপনাদের মতামত কী!

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৬:২৮



এটা প্রথম আলো পত্রিকার আজকের অনলাইন জরিপের ফলাফল। যেখানে প্রায় ৩৫০১২২ জন ভোটার ভোট দিয়েছে।
তার মধ্যে ৯৩% ভোটার শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি চান না।
মাত্র ৫% শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি চান।
বাকি ২% কোমায় আছেন। বুঝতে পারছেন না কোন দিকে যাবেন।

চিন্তা করা যায় ব্যাপারটা কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে?
এর জন্য আওয়ামী লীগ ই দায়ী।
পত্রিকায় আর ফেবুতে দেখতাম স্কুল পর্যায়েও ছাত্রলীগের কমিটি ছিলো। জনগণ বিরক্ত। তাদের সন্তানদের বিপথে যাওয়া থেকে ফেরাতে শেষ পর্যন্ত তারা ছাত্ররাজনীতি নিষিদ্ধ চাচ্ছেন।
অথচ এ দেশের প্রধান প্রধান ঐতিহাসিক আন্দোলন হয়েছে ছাত্রদের দিয়েই। এমনকি ৩৬ জুলাই ২০২৪ এর স্বাধীনতাও আসছে ছাত্রদের কল্যাণে। কিন্তু তবুও জনগণ আশাহত।

আপনারা কী চান!
নিষিদ্ধ হোক নাকি বহাল থাকুক!

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৭:০৪

প্রহররাজা বলেছেন: দুর্নীতি থেকে মুক্ত হতে ১০০% মানুষ রাজী, কিন্তু সুযোগ পেলে প্রায় সবাই দুর্নীতি করবে। তাই এইসব সুশীল দের জরিপের কোন দাম নাই।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৯

হাবিব ইমরান বলেছেন:

বাংলাদেশের মানুষের নৈতিকতা পরিবর্তন করতে হাজার বছর লেগে যাবে। আজকের জাপান কত সভ্য। অথচ তাদের অতীত ইতিহাস খুব একটা সুখকর ছিলো না। জাপান পারলে বাংলাদেশও পারবে। সময় দেন। বিভক্ত নয়, জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করুন। ক্ষমতায় যে আছে তার ক্ষেত্রে দেখবেন সে দুর্নীতিবাজ কিনা! ব্যস, নামাই দিবেন। দেশের স্বার্থের ব্যাপারে কোন অবহেলা নয়।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:৫০

দেখা হবে রাজপথে বলেছেন: এই রাজনীতি বলতে কোন ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার কথা বলা হয়েছে সেটা কি আপনি জানেন?

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:০১

হাবিব ইমরান বলেছেন:

জানি না।
মূল্যবান সময় নষ্ট করে একটু বিষয়টা ক্লিয়ার করুন। প্লিজ।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:০৫

আহলান বলেছেন: আবরার হত্যা কান্ড ছাত্র রাজনীতির একটি কুফল এবং বর্তমানে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারী সবাই রাজনৈতিক শক্তির বলে বলিয়ান হয়ে অন্যায় অসৎ উপায় অবলম্বন করছে। টেন্ডার বাজি থেকে শুরু করে সর্বত্রই ছাত্র রাজনীতি একটি কুপ্রভাব ফেলছে। তাই যদি জনগনের কাঙ্খিত সরকার প্রতিষ্ঠিত হয়, একটি ন্যায় বিচার ও সুশাষন প্রতিষ্ঠিত হয়, তবে এই গতানুগতিক ধারার ছাত্র রাজনীতি বন্ধ হওয়াই শ্রেয়। রাজনৈতিক সচেতনতা থাকবে, রাজনীতির চর্চা থাকবে, তবে দলবাজি, ক্যাডারবাজি, সিট দখলবাজি, ছাত্রত্ব শেষই হয় না রাজণীতির কারণে এসব বন্ধ করা জরুরী।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:০৪

হাবিব ইমরান বলেছেন:
ছাত্ররাজনীতি হলো গোদের উপর বিষপোঁড়া।
রাখাও যায় না, ফেলা যায় না।
দেশের ক্রান্তিলগ্নে আবার ছাত্রদেরই কাজে লাগে।
বাংলাদেশের ইতিহাসের প্রত্যেকটা আন্দোলন সফল হয়েছে ছাত্রদের দ্বারা।

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:২৮

সামছুল আলম কচি বলেছেন: প্রথম আলো'র এ জরিপ একটা ভুয়া রিপোর্ট। জরিপে কারা অংশ নিয়েছে, তা বল্লেন না কেন ?? কোনও অভিভাবক চেয়েছে ?? তা হতেই পারেনা !! এ পত্রিকা দেখেনি, কিভাবে ছাত্রদের পাশে তাদের অভিভাবকেরাও রাস্তায় নেমে এসেছে !! স্বৈরাচারের পদলেহী এ প্রথম আলো পত্রিকা শুরু থেকেই ছাত্রদের আন্দোলনের বিরোধিতা করে আসছিল। এখন যখন স্বৈরাচার ও খুনী রেজিমের বিরুদ্ধে বুক পেতে দিয়ে শত-শত ছাত্র রক্ত ঝড়িয়ে লাশ হয়েছে, হাজার-হাজার ছাত্র পঙ্গুত্ব বরন করে সফল বিপ্লবের মাধ্যমে ওদের হটিয়েছে; তখন ছাত্রদের নিস্ক্রিয় করা বা ঘুম পাড়িয়ে রেখে শিক্ষাঙ্গন গুলোয় আবারও খুনিদের ও তাদের দাসত্ববাদী চেতনা, লুটপাটের রাজত্ব ফিরিয়ে আনার জন্য এ মীরজাফর প্রিন্ট মিডিয়া উঠেপরে লেগেছে !! এমন ত্যাগী ও নিরেট দেশপ্রেমিক ছাত্রদের রাজনীতি কখনও বন্ধ করার দরকার নাই, কখনও নয় !!! বয়কট প্রথম আলো !!!

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:১০

হাবিব ইমরান বলেছেন:

প্রথম আলো একটা বহুমুখী টাইপ পত্রিকা। বহুরূপী। আবার প্রথম সারির গ্রহণযোগ্য পত্রিকা হল প্রথম আলো।
ছাত্র রাজনীতিকে শেখ হাসিনা যেভাবে নষ্ট করেছে, ছাত্ররাজনীতির ঐতিহ্য ফেরাতে সময় লাগবে। ছাত্ররাজনীতি থাকুক, তবে ক্যাম্পাসের বাইরে।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:২৯

তাওহিদ হিমু বলেছেন: জাতীয় রাজনৈতিক দলগুলোর ছাত্রসংগঠনগুলো ক্যাম্পাসে যা করে, তাকে ছাত্ররাজনীতি না বলে বলব 'ছাত্রসন্ত্রাস' বা 'ছাত্রগুণ্ডামি'। লেজুড়বৃত্তির এহেন রাজনীতি নিষিদ্ধ করা জরুরি। তারা ক্যাম্পাসের বাইরে গিয়ে তরুণদের জন্য অন্য দল করুক, যেমন 'তরুণদল', 'তরুণলীগ' ইত্যাদি। ক্যাম্পাসে চলুক ছাত্রসংসদ ভিত্তিক নির্দলীয় রাজনীতি ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কার্যক্রম।

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৩৪

কামাল১৮ বলেছেন: নির্বাচিত সরকার নির্বাহি আদেশ দিয়ে এটি বন্ধ করতে পারে।আরেক সরকার আসলে আবার ছাত্ররাজনীতি চালু করতে পারে।রাজনীতি করা মানুষের মৌলিক অধিকারে পরে।তবে শিক্ষা প্রতিষ্ঠান চাইলে তাদের বাউন্ডারীতে নিষিদ্ধ করতে পারে।

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৫৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: ক্যাম্পাসের রাজনীতি হবে ক্যাম্পাস ভিত্তিক। অর্থাৎ ছাত্ররা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচন করবে। প্রতিনিধিরা ছাত্রদের অধিকার নিয়ে কাজ করবে। এর বাইরে লেজুড়বৃত্তিক রাজনীতি ক্যাম্পাসে না থাকাই ভালো। এরা ছাত্রদের কল্যাণে কাজ করে না। বরং ছাত্রদের বিভক্ত করে, ক্ষমতাসীনদের ক্ষমতা রক্ষার্থে ক্যাডার বাহিনী হিসেবে কাজ করে।

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: নিষিদ্ধ করা উচিত।

৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৫৩

কিরকুট বলেছেন: শুধু নিষিদ্ধ না, রাজনিতীর র যেই উচ্চারন করবে সাথে সাথে তার লোটা কম্বল বগলে ধরিয়ে দেয়া উচিৎ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.