নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Habib Imran, B.A. & M.A. (Philosophy), University of Chittagong. Current City : Riyadh, Kingdom Of Saudi Arabia. Email: [email protected]

হাবিব ইমরান

বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী ব্যক্তি এবং সংগঠনগুলোকে আমি প্রচন্ড ঘৃণা করি। তারা ধ্বংস হোক।

হাবিব ইমরান › বিস্তারিত পোস্টঃ

রাজনৈতিক ভজঘট এবং আওয়ামী লীগের ফিরে আসার স্বপ্ন!

২১ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:১৬

কয়েকদিন থেকেই রাজনীতির মাঠ গরম হয়ে আছে। ব্যাপারটা আগে থেকেই অনুমান করেছিলাম। একটা ভজঘট লাগবেই। এটা একশ ভাগ নিশ্চিত ছিলাম। দেরি হওয়ায় উশখুশ লাগছিলো।

প্রথম ভজঘট লাগিয়ে দিলেন জামাতের আমীর শফিক সাহেব। মানবতার আলোর প্রদীপ। তিনি বিপ্লব পরবর্তীতে রক্তের দাগ শুকানোর আগেই আওয়ামী লীগকে ক্ষমা দিয়ে ছিলেন। তারপর বিএনপির ফখরুল, রিজভি এসব বাটপারের কথা না বলি, বাটপারের বাটপার।

অথচ, আওয়ামী লীগকে ক্ষমা করা কোনো লেভেলের নৈতিকতার মানদন্ডে সম্ভব না। সম্ভবই না।
এতগুলো গণ হত্যা, দুর্নীতি- এই দুটার যেকোনো একটার জন্যও আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাওয়ার কথা। কিন্তু তারা আওয়ামী লীগহীন মাঠে ক্ষমতায় যাওয়াকে গুরুত্ব দিয়েছেন। কিন্তু আওয়ামী লীগের পথ বন্ধ করেননি।

একে একে সব দলের নেতারা ভেবেছেন তারা ক্ষমতার কাছাকাছি আছেন, হালকা নাড়া দিলেই গণভবন। আহা, সেই স্বাদ। এই স্বপ্নদোষের কারণে বিপ্লবের মূল স্পিরিট থেকে সরে এসে এখন হাউকাউ একটা অবস্থা।

ঠিক এই মুহুর্তে বিএনপির চেয়ে আওয়ামী লীগকে ভালো মনে হয়। বাটপারি নাই তাদের মধ্যে, সরাসরি ভারতের দালাল। নির্ভেজাল। যাই করে প্রকাশ্যে করে।
অপরদিকে বিএনপি হলো চুপারুস্তম বাটপার। ভিতরে ভিতরে ষড়যন্ত্র করে। প্রকাশ্য শয়তানের চেয়ে অপ্রকাশ্য শয়তান ভয়ংকর। বিপজ্জনক।

আওয়ামী লীগ এখন লাঠি রেডি করছে। তেল মাখছে।
বিপ্লবীদের পাছা আর আওয়ামী লীগের লাঠি। কেমন সাউন্ড হবে ভাবতে পারছেন?

আরো ১৭ বছর এই সাউন্ড শুনতে চাই। ননস্টপ। সাথে ঘুঙুর পরিয়ে দিলে চমৎকার নৃত্য হবে।

এই বাঙলায় ক্ষমতালোভী গাদ্দারদের এরকম মাইরের উপর রাখতে হবে। কিন্তু এত গনহত্যার শহীদদের রক্তের প্রতিদান দিবে কিভাবে?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:৩৭

কামাল১৮ বলেছেন: আওয়ামী লীগকে ক্ষমা করার দল বাংলাদেশে নাই।এখনো বেশির ভাগ লোক আওয়ামী লীগের সমর্থক।বিভিন্ন জনমত জরিপে তাই প্রমান।আওয়ামী লীগকে ক্ষমা করার কথা বলা হাস্যকর প্রলাপ।

২| ২২ শে মার্চ, ২০২৫ রাত ৩:২৫

আমি ব্লগার হইছি! বলেছেন: এই গণহত্যার দায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের।

৩| ২২ শে মার্চ, ২০২৫ সকাল ১১:১৫

রাজীব নুর বলেছেন: সমন্বয়ক আর বৈষম্যবিরোধীরা মূলত টাকা খেয়ে মাঠে নেমেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.