![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামাজে কিছু শ্রেণীর লোক আছে যারা সৌরজগতের আলোক গতিতে ছুটতে পছন্দ করে। হোউক সেটা সঠিক কিংবা বেঠিক; সে চলবেই; ছুটে চলাই যেন তার এক মাত্র কাজ। সে একটা কিছু দেখেই সেই বিষয়ে মন্তব্য করতে পছন্দ করে। বুজতে একেবারেই চেষ্টা করে না, সে শুধু তার নিজের মতো করে দেখে। কিন্তু সেটা কতটা গ্রহণ যোগ্য; তা কি চিন্তা করা উচিত নয়?
অবশ্যই ছেলেদের লজ্জা আছে। লজ্জা কেবল পশুদেরই থাকে না। তুমি তো বনের রাজা টারজান-এর নাম শুনেছো? তারও কিন্তু লজ্জা ছিলো, আর সেই কারণেই সে চামড়ার তৈরী চাড্ডি ব্যবহার করতো। তবে, হ্যাঁ তার লজ্জা আমাদের তুলনায় কমই ছিলো। আর আমি সেই কথাটায় বলছি; লজ্জা সবারই আছে, কারো কম-কারো বেশি। মেয়েরা এটাকে নিজের ভূষণ হিসাবে মনে করে। আর ছেলেরা মনে করে কেবল স্পর্শকাতর কিছু স্থান আবরিত করার জন্য; তার অলঙ্কার হিসেবে নয়।
“লজ্জা হলো নারীর ভূষণ, পুরুষের তাতে কি?” ---এটা আমি বললাম তোমার টনক নড়ে গেলো। যখন বিখ্যাত মনীষী-পরুষরা কয়... “লোভ-লজ্জা-ভয়, এই তিন থাকতে নয়!” তখন তুমি কোথায় থাকো? একটা জিনিস মনে রাখবে সকল শব্দের অর্থ সকল সময় এক হয় না। প্রথমেই শব্দ নির্বাচন করো, তারপর তার অবস্থার পরিস্থিতি নিয়ে ভাবো; আর সব শেষে ঐ শব্দটিকে কোন এক সু-নির্দিষ্ট স্থানে তার সুন্দর ব্যবহার করো।
ভার্চুয়াল আইয়া
০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২২
imran157 বলেছেন: ভালো লাগলো... আমার কথাটি আপনার ভালো লেগেছে!
ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: একটা জিনিস মনে রাখবে সকল শব্দের অর্থ সকল সময় এক হয় না। প্রথমেই শব্দ নির্বাচন করো, তারপর তার অবস্থার পরিস্থিতি নিয়ে ভাবো; আর সব শেষে ঐ শব্দটিকে কোন এক সু-নির্দিষ্ট স্থানে তার সুন্দর ব্যবহার করো।

ভাল কথা।