নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধূমকেতু

imran157

imran157 › বিস্তারিত পোস্টঃ

আনন্দিত কান্না

১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩০

বিজয়ের এই মাহেন্দ্র ক্ষণে আজ আমরা কেতন উড়ায় পুলক চিত্তে। আর মোহনীয় ছন্দে নৃত্ত দিয়ে উঠে শরীরের প্রত্যেকটি ধমনী। এ যেন এক অনাবিল শান্তির পরশ ঘিরে রাখে বাঙ্গালী মনুষ্য গাত্রে। যা এতটা সহজেই, হৃদয়ের মাঝখান থেকে হারিয়ে যাবার নয়। কিন্তু সহসা… মনের কোনো এক কোনে বেদনার আর্তনাদ চাপা চিৎকার করে উঠে! ব্যাথ্যায় কল্পিত রক্তের স্রোত; কেবলি ঢেউ ভেঙ্গে চলে সম্মুখ পানে। মুখ ফোটে বলতে গেলে গলা চেপেঁ ধরে সেই নৃশংসতা। আজ আমি অধীন, স্বাধীন নামক আমার জন্মভূমিতে। পতাকা নিয়ে ঠায় দাড়িয়ে দক্ষিনা হিমেল হাওয়ার উদ্দেশ্যে। কখন আসবে সেই ক্ষণ? বুক ভরা স্বপনিল স্বপ্ন নিয়ে সাজাবো আপন ভূবন। আজ আমি অস্থির, অধীর, রাগান্তুক এক রঙ্গিন ভোরের কামনায়। নির্দিষ্ট সময় অন্তর অন্তর ফুসেঁ উঠে আমার শান্ত হৃদপিন্ড। যে মৃত্যুর অভিশাপ দিয়ে নীল করে দিবে তোর সারা শরীর। আবার সহসাই… থেমে যায়। চোখ দুটি বন্ধ করি… চারদিকে ঘুটঘুটে অন্ধকার ছেয়েঁ যায়। আর ওখানেই এক অনুভূতি জন্ম নেয়। মায়াঁর মমতা মাখা কন্ঠে আমায় ডেকে বলে… “আমি বিজয়”!



সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা!!!

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৯

[email protected] বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.