![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনটা আসলেই সুসজ্জিত এক মটর গাড়ী, যেখানে সাওয়ারী করে আমি, আপনি, তুমি, সে ও তুই নাম ধারী কিছু যাত্রীরা। এই মটর গাড়ী এক অদ্ভুদ পীচ ঢালা পথে এগুতে থাকে; এক অন্যরকম গতিময়তায়। কিন্তু এই পীচ ঢালা পথ; সব সময় মসৃন হয় না। কিছুটা পথ এগুতেই সম্মুখিন হতে হয়... এক একটা ভীমের সামনে। সে বাধা হয়ে দাড়াঁয় প্রকান্ডতায়, নিজেকে জাহির করে হিমালয় বলে। যদি কেউ এই ভীমগুলো সহজভাবে অতিক্রম করতে পারে, তবেই সে পৌছাতে পারে তার অভিষ্ট লক্ষ্যে। আর যারা ব্যর্থ হয়, তাদের জন্যই অপেক্ষা করে মহা-অমানিশা নামক কিছু দুঃখ। তাতে ভয় পাবার কিছু নেই। কেননা প্রত্যেকটা অর্জনের পিছনে দুঃখ... সে তো উকিঁ দিবেই, তাই না?
তাই তো... নিজেকে মাঝে মাঝে বলি। জীবনের উল্টা পিঠ এক আবেগী মন। যাকে বুজাতে ব্যর্থ হই বাড়ে বাড়েই!
২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৩৫
imran157 বলেছেন: শুভকামনা গ্রহণ করলাম। ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫০
উদাস কিশোর বলেছেন: আসলেই , জীবনের উল্টা পিঠ এক আবেগী মন । এগিয়ে চলুন গন্তব্যে ।
শুভকামনা