![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভিন্ন তিনটি ডিজাইন নিয়ে বাজারে আসছে Apple-এর SmartWatch iWatch। আন্তর্জাতিক Virtual News মাধ্যম এ খবর প্রকাশ করেছে।
ভিন্ন তিন ডিজাইনের মধ্যে একটির Screen হবে 1.6 ইঞ্চি। বাকি দু’টির পর্দা হবে 1.8 ইঞ্চি। Emulate Display-এর এ SmartWatch-এ Spashiar Glass ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, Wireless Battery Charging System-এর SmartWatch-টি Charge দেওয়ার বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে Apple। Magnetic System-এর মাধ্যমে এ Charge দেওয়া হবে। তবে এ বিষেয়ে বিস্তারিত কিছু জানায়নি Apple।
SmartWatch-টি আগামী ডিসেম্বরে বাজারে আসবে। উৎপাদন ও সাপ্লাই জটিলতার কারণে বাজারে ছাড়তে দেরি হচ্ছে।
নতুন এ iWatch-এ ১০টির বেশি Sensor নিয়ে আসবে Apple। যার মধ্যে Health and Fitness সর্ম্পকিত আগাম তথ্য পাওয়া যাবে। প্রতিমাসে 30-50 লাখ iWatch বিক্রি হবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
কার্ভ আকৃতির OLED (Organic Light Emoting Diode) Display সম্বলিত এ iWatch-এ ব্যবহৃত Sensor রক্তের Gloucos থেকে স্বাস্থ্য সম্পর্কিতক বার্তা দেবে।
এছাড়া ঘুমানোর সময় কী পরিমাণ ক্যালরি খরচ হয় তাও বলে দেবে এ সেন্সর।
প্রযুক্তিপ্রেমীদের জন্য iWatch-টি আর কী নিয়ে আসে এখন তা দেখার বিষয়।
আরো তথ্যের জন্য ভিজিট করুনঃ Virtual aia
©somewhere in net ltd.