![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগ্রহ মোর অধীর অতি—কোথা সে রমণী বীর্যবতী । কোষবিমুক্ত কৃপাণলতা — দারুণ সে , সুন্দর সে উদ্যত বজ্রের রুদ্ররসে , নহে সে ভোগীর লোচনলোভা , ক্ষত্রিয়বাহুর ভীষণ শোভা ।
আমরা কি পুরনো হয়ে গেলাম??
আজকাল ছেলে মেয়েদের বেয়াদবির মাত্রা এতো পরিমানে বেড়ে গেছে যে, নিজেকেই মুখ লুকিয়ে চলতে হয়। মাঝে মাঝে ইচ্ছে করে, ডেকে বলি- তুমি কি তোমার আব্বা কে ও সম্মান দিতে লজ্জা পাও?? নাকি তোমার আব্বা তোমাকে সম্মান দিতে গিয়ে, নিজেই মুখ লুকিয়ে তোমার চোখের আড়ালে চলে যায়??
নাকি ওদের বাবারাই এমন বেয়াদব ছিল। বেয়াদবের ছেলে বেয়াদব হয়েছে আর কি।
আসলে কি আর বলবো, ইচ্ছে করে এদের জন্মের খতিয়ান ঘেঁটে দেখি, পারলে DNA টেস্ট করে দেখি, এরা আসলেই কি মানুষের বাচ্চা। এই বেয়াদব গুলো আবার ও-লেভেল, বিএসসি এর ছাত্র।
আমার আব্বা এই জন্নেই বলেছিল- ওরা ভালো ছাত্র হতে পারে, ভালো মানুষ না।
[বিঃদ্রঃ যেখানে বেয়াদবি দেখব, উসিত শিক্ষা দিবো। ওদের বাপ যেটা করতে পারে নাই, সেইটাই করে দেখাতে হবে। বড় হয়েছি না?? ]
২৮ শে জুন, ২০১৩ রাত ২:২৭
অন্তহীন পথিক বলেছেন: কামারের ছেলে চায় আমার ছেলে কামার হোক, আর চামারের ছেলে চায়, আমার ছেলে চামার হোক। যাই হোক, সেটা বড় কথা না। একটা ছেলে বা মেয়ে তার পরিবার থেকে ই ভালো মন্দ শেখে, পরিবার প্রধান যেহেতু বাবা, তাই অপরাধি তার বাবাও কম নয়।
ভাই, আমার বাবার কথাও তো বলেছি। খুজে নিন আপনারটা কোনটা।
২| ২৭ শে জুন, ২০১৩ ভোর ৬:৫৪
সবখানে সবাই আছে বলেছেন: আপনার ব্যাবহার দেখি পুরো চামারের মত। আপনার সাথে কেউ বেয়াদবি করল আর সাথে সাথে মেয়ে মানুষের মত সেই ছেলের বাবা মাকে নিয়ে খিস্তি খেউড় করে ব্লগে পোস্ট দিয়ে দিসেন। আপনি আগে শুধরান।
২৮ শে জুন, ২০১৩ রাত ২:৩৩
অন্তহীন পথিক বলেছেন: কাটা ঘায়ে লবনের ছিটা লাগলো মনে হচ্ছে। ভালো বাবার কথাও তো এসেছে।
মুল বিষয়টা দেখছেন্না কেন?? আপনার গুনে সবাই গুণান্বিত হবে। সেইটা দেখেন। পারলে বাপ-মায়ের মুখ উজ্জ্বল করেন।
৩| ২৭ শে জুন, ২০১৩ সকাল ৮:৫০
আতা2010 বলেছেন: সামুর মোডারেটররা আমার নির্মম সত্যি লেখাগুলা ১ম পাতায় দেখায় না। তাই এভাবে দিলাম । কিছু মনে করবেন না
মেয়েরা নিজেরা টাইট ফিটিং বোরকা পড়লেও সে চায় না তার স্বামী দাড়ি , টুপী ওয়ালা হুজুর হোক
Click This Link
২৮ শে জুন, ২০১৩ রাত ২:৪৫
অন্তহীন পথিক বলেছেন: হুম :প
৪| ২৭ শে জুন, ২০১৩ দুপুর ১:১৩
মাক্স বলেছেন: পোস্টের ভাষা পইরা বুঝা গেল আপনে নতুন।
পুরানো হওয়ার কোন সম্ভাবনাই আপনার মধ্যে দেখতাসিনা।
২৮ শে জুন, ২০১৩ রাত ২:৪৭
অন্তহীন পথিক বলেছেন: আসেন, নতুনের জয়োগান করি। কতো দিন আর পুরনের মুখোশ পরে থানবেন বলুন??
©somewhere in net ltd.
১|
২৭ শে জুন, ২০১৩ ভোর ৫:২৮
ইউক্লিড রনি বলেছেন:
নাকি ওদের বাবারাই এমন বেয়াদব ছিল। বেয়াদবের ছেলে বেয়াদব হয়েছে আর কি।
কথায় কথায় বাপের নামে গালি দেয়া কিংবা অপরাধীর বাবাকে হেনস্থা করার সুযোগ মানুষ ছাড়তে চায় না। যার দোষ সেই দোষী। তার বাবা, বংশ, ধর্ম টেনে আনার তো কিছু নাই।
কিছুটা আদব আমাদের সকলেরই শেখা উচিৎ।