![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগ্রহ মোর অধীর অতি—কোথা সে রমণী বীর্যবতী । কোষবিমুক্ত কৃপাণলতা — দারুণ সে , সুন্দর সে উদ্যত বজ্রের রুদ্ররসে , নহে সে ভোগীর লোচনলোভা , ক্ষত্রিয়বাহুর ভীষণ শোভা ।
মা, মা আমার মা।।
১২ তারিখে ঢাকা আসলাম, ৭০০০ টাকা নিয়ে। হাতে এখন ৫০০ আছে। ভাবলাম, ২৮ তারিখে সেমিস্টার বন্ধ দিলে আর বাসা যাবনা। মাত্র এই কয়দিনে এতো গুলো টাকা খরচ হল।
আবার বাসা যাবো, আবার টাকা চাইতে হবে।। এই বয়সে বাবা-মায়ের কাছে সামনা সামনি টাকা চাওয়া অত্তান্ত লজ্জার ব্যাপার।
মা ফোন দিল, বলল-"আসবি কবে??"
আমি অনেক কিছু বুঝিয়ে বললাম- যাবনা আম্মার। আমার দরকারি কিছু কাজ আছে।
আম্মা বলল- "তোর জন্য গাছে এখনও দুইটা কাঁঠাল রেখে দিয়েছি, তুই না আসলে খাবে কে??"
এমন আদর, আর কোথায় পাবো?? এই জন্যই বোধয়, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত।।
২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৭
অন্তহীন পথিক বলেছেন: কথা সত্য।
২| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২৪
আহেমদ ইউসুফ বলেছেন: অসাধারন অভিব্যক্তি। অসাধারন প্রকাশ। ধন্যবাদ আপনাকে।
২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৭
অন্তহীন পথিক বলেছেন: ধন্যবাদ আপনাকেও
৩| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১৫
শিব্বির আহমেদ বলেছেন: মনের কথা বলে দিলেন ।
২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৯
অন্তহীন পথিক বলেছেন:
৪| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৪
মোমেরমানুষ৭১ বলেছেন: তিনিই মা, এটা কারও পক্ষে সম্ভব না।
২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৯
অন্তহীন পথিক বলেছেন: মা, তো মা ই। তাঁর মত কেউ হবে না।
৫| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০৮
খেয়া ঘাট বলেছেন: এমন আদর, আর কোথায় পাবো?? এই জন্যই বোধয়, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত।।
২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩০
অন্তহীন পথিক বলেছেন:
৬| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১১
আমিনুর রহমান বলেছেন:
ভালো লাগলো আপনার অভিব্যাক্তি।
২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩০
অন্তহীন পথিক বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৫
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: যতদিন মা আছেন এই পৃথিবীটাকেই তাঁরা ছেলেমেয়ের জন্য বেহেশত করে ফেলেন!!!