![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগ্রহ মোর অধীর অতি—কোথা সে রমণী বীর্যবতী । কোষবিমুক্ত কৃপাণলতা — দারুণ সে , সুন্দর সে উদ্যত বজ্রের রুদ্ররসে , নহে সে ভোগীর লোচনলোভা , ক্ষত্রিয়বাহুর ভীষণ শোভা ।
শুভ্র আকাশে সতেজতার মেঘকে সাথে করে আধো-রোদ আর আধ-ছায়ার খেলা খেলতে খেলতে তোমার আগমন হে শরৎ। প্রেমিকার সাদা দাঁতের মধুর হাঁসির মতোই, কাশ ফুলের শুভ্র ডানা। আর সেই হাঁসিতে ঝলকে হঠাৎ করে উন্মাদনা সৃষ্টি করার মতোই তোমার আগমন। কালো মেঘহীন নীল আকাশ, তাতে তুষার শুভ্র সাদা মেঘ, যে মেঘ জানেনা, হঠাৎ করে ঝরঝর ঝরে, রাস্তার ফুটপাতে শুয়ে থাকা কোন আশ্রয়হীন যাযাবরের চোখের পানি হয়ে ঝরতে। সে শুধু জানে মনের কোনে জমে থাকা কালো মেঘকে সরিয়ে একটু খানি প্রশান্তি এনে দিতে। যে প্রশান্তি তাকে অনুপ্রানিত করে ঘরে অপেক্ষমান বিশেষ কোন মানুষের জন্য সদ্য কলি হওয়া এক গোছা শাপলা কেনার জন্য। অথবা বাসার ছাদে সবার সাথে বসে আড্ডা দিতে দিতে চা খেতে।
শরৎ, তুমি আছো বলেই আমি অপেক্ষা করতে শিখেছি। বছরের দশটি মাসে আমি উদাস মনে বসে থাকি, শুধু তোমায় পাবো পাবো বলে। "রংপুর জিলা স্কুলের" বিশাল মাঠে দুপুরে যখন কেউ থাকে না, মাঠ ধু ধু করে মরা কান্না ছড়িয়ে দেয়, সেই মাঠের নরম ঘাসের উপর শুয়ে আকাশের দিকে তাকিয়ে থাকি শুধু তোমার রদ্দ্র ছায়ার খেলা দেখবো বলে। রোদকে ছাপিয়ে বিশাল সাদা মেঘ যখন ছুটে চলে মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, আমি সেই মেঘের সাথে পাল্লা দিয়ে ছুটে যে কি আনন্দ পাই, তা যদি তোমাকে বুঝাতে পারতাম, তাহলে তুমি বুঝতে-এক ঋতুকে যদি আমি এতো ভালবাসতে পারি, তাহলে আমার প্রিয়তমাকে আমি কত ভালোবাসি।
২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৮
অন্তহীন পথিক বলেছেন: ধন্যবাদ
২| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:২৮
আশিকুর রহমান টিংকু বলেছেন: লিখতে থাক বন্ধু, সত্যিই একদিন তোকে বই মেলায় দেখতে চাই । আমাদের মাঝ থেকে একজন লেখক বের হবেনা, তাই কি হয় বল ?
৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ২:৫১
অন্তহীন পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বন্ধু
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৬
কামরাজ বলেছেন: খুব ভালো লেগেছে