![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগ্রহ মোর অধীর অতি—কোথা সে রমণী বীর্যবতী । কোষবিমুক্ত কৃপাণলতা — দারুণ সে , সুন্দর সে উদ্যত বজ্রের রুদ্ররসে , নহে সে ভোগীর লোচনলোভা , ক্ষত্রিয়বাহুর ভীষণ শোভা ।
আমি অনেক আগে থেকেই চিন্তা করতাম, ইসস ফারাক্কা বাঁধের সামনে আমরা যদি আরেকটা কারাক্কা বানাতে পারতাম, তাহলে বাংলাদেশ ইন্ডিয়া কে সকাল দুপুর রাত তিনবেলা গঙ্গার পানি খায়াইতে পারতো।
সেই দিন শুনি Ayub Khan সাহেব সেই কবেই এই প্ল্যান করেছিলেন। And that was the real threat against India. মেজর জিয়া তারপর খালেদা জিয়া এবং শেষে শেখ হাসিনা এর বদৌলতে এখন যদিও ৫০% পানি পাচ্ছি, কিন্তু তাঁতে মন শান্ত হয়না। কারন মাঝে মাঝে তা ৩৩% এ নেমে আসে।
আজ যদি আইয়ুব খান কিংবা ভাসানি কিংবা মুজিবর রহমান কিংবা এমন কোন নেতা থাকতো, যে পেটে পাথর বেঁধে বাংলাদেশের এক বছরের বাজেট বাঁচিয়ে আর একটা ফারাক্কা করার হুমকি দিত ইন্ডিয়া কে, তাহলে আমি সিয়র, ইন্ডিয়া কাপড় নষ্ট করে ফেলত।
কিন্তু কি আর করা যাবে, আমরা ছোট। কিছু করতে গেলে ইন্ডিয়া কোন না কোন ফন্দি করে পিঁপড়ার মতো পিষে মেরে ফেলবে।
মেক্সিকো কিন্তু আমেরিকার তুলনায় কিচ্ছু না, কিন্তু তাঁরপরও তাঁরা ইন্ডিয়ার মতো সমান অপরাধে টানা ১০০ বছর মেক্সিকো কে পানির মূল্য দিয়ে যাচ্ছে।
যদি পাইলট হতাম লাদেনের মতো ফারাক্কায় একটা ঢুকিয়ে দিতাম। যা আছে কপালে। হুহ
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২০
অন্তহীন পথিক বলেছেন: শক্ত ও বুদ্ধি সম্পন্ন
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২২
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: শক্ত নেতা হতে হলে শক্ত জিনিস শরীরে থাকতে হয় !!!!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২১
অন্তহীন পথিক বলেছেন: মাথাটা শক্ত হলেও তো হয়।
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫১
রুবাইয়াত নেওয়াজ বলেছেন: হ্যা আমাদের একজন শক্ত নেতা প্রয়োজন।