![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগ্রহ মোর অধীর অতি—কোথা সে রমণী বীর্যবতী । কোষবিমুক্ত কৃপাণলতা — দারুণ সে , সুন্দর সে উদ্যত বজ্রের রুদ্ররসে , নহে সে ভোগীর লোচনলোভা , ক্ষত্রিয়বাহুর ভীষণ শোভা ।
না নেশা আছে সিগারেটের,
না নেশা আছে মদের,
না নেশা আছে গাজার।
নামাজের ও নেশা নাই......।
ভালো মন্দ কোন নেশাই নাই।
বন্ধুরা বলে, করলি কি?
মানুষের একটা তো নেশার বস্তু থাকা উচিত!!
নাকি আবার মেয়ে মানুষের নেশায় পরছো মামা।।
কেমন করে ওদের বলি বল, -
"আমি যে সখি তোমার চোখের নেশায় পড়েছি.......
তোমার মুক্তোর মত সাদা দাঁতের নেশায় পড়েছি......
যে সাদা দাঁত ধবধবে সাদা বেলি ফুলের সম্ভার ছড়ায়......
কি করব বল সখি,
আমি অনন্ত কাল সেই ফুলগুলোই কুড়িয়ে নিতে চেয়েছি ।।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৬
অন্তহীন পথিক বলেছেন: এক এক জনের কাছে এক এক জিনিষ ভালো-
কেউ মদ বেঁচে দুধ খায়, কেউ দুধ বেঁচে মদ খায়।
আপনি কনটা খাবেন, সেটা আপনার ব্যাপার।
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০৪
বিস্মৃত স্মৃতি বলেছেন: ভাই, এই নেশায় মত্ত হয়ে থাকার চেয়ে সিগারেট, মদ বা গাঁজার নেশায় ডুবে থাকলেও ভালো।