![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগ্রহ মোর অধীর অতি—কোথা সে রমণী বীর্যবতী । কোষবিমুক্ত কৃপাণলতা — দারুণ সে , সুন্দর সে উদ্যত বজ্রের রুদ্ররসে , নহে সে ভোগীর লোচনলোভা , ক্ষত্রিয়বাহুর ভীষণ শোভা ।
ভালোবাসা দিবস তোমার জন্য।।
কারণ তোমাকে দেখার জন্য
সকালে উঠে রাস্তার মোড়ে বসে থাকতাম,
কখন আসবে সবুজ জামা পরা
গার্লস স্কুলের সেই "সবুজ পরী" টা ।।
ভালোবাসা দিবস তোমার জন্য।।
কারণ তোমাকে দেখার জন্য
শীতের সকালে উঠে রাস্তায় হাঁটা হাঁটি করতাম,
কখন কলেজ পড়ুয়া মেয়েটা রিক্সা খোঁজার জন্য
কাজের মেয়েটাকে সাথে নিয়ে রাস্তায় এসে দাঁড়াবে।।
আর ভালোবাসা দিবস তোমার জন্য।।
যার জন্য পড়া ফাকি দিয়ে
একটার পর একটা গল্প লিখতাম।।
আর কিছু না, গল্প পড়ে তুমি যখন হাসো,
তোমার গালে পড়া টোল টা শুধু দেখার জন্য।
ভালোবাসা দিবস তোমার জন্য নয়,
হে আমার প্রেমিকা।।
কারণ, আমার প্রত্যেক " দিবস-রজনি"
তোমাকে ঘিরেই শুরু, আর;
তোমাকে ঘিরেই তা শেষ।।
©somewhere in net ltd.