![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগ্রহ মোর অধীর অতি—কোথা সে রমণী বীর্যবতী । কোষবিমুক্ত কৃপাণলতা — দারুণ সে , সুন্দর সে উদ্যত বজ্রের রুদ্ররসে , নহে সে ভোগীর লোচনলোভা , ক্ষত্রিয়বাহুর ভীষণ শোভা ।
"আমি তাঁকে কতটা পছন্দ করি, সম্মান করি তা বোঝানোর জন্য হলেও, প্রতিটা মানুষের জন্যই আসলে কিছুটা না কিছুটা অবহেলা বরাদ্ধ রাখা উচিত। খুব অল্প পরিমাণে হলেও রাখা উচিৎ। এতে করে সে বুঝতে পারবে, তাঁকে আমি যা দিয়েছি, তার মূল্য আসলে কতো ছিল। এতে সম্পর্ক ভালো থাকে।।"
#সতর্কতা.........
হয় এতে ভালোবাসা গাড় হয়, নতুবা হালকা হতে হতে একসময় মুছে যায়।।
#আশার_কথা............
চিন্তার কিছু নাই, অবহেলাটা হয় যদি ভালোবাসা বোঝানোর জন্য, সেক্ষেত্রে সম্পর্কে চিড় ধরার সম্ভাবনা অতি সামান্য। কারণ আমি জানি ঠিক কখন তাঁকে টেনে আঁকড়ে ধরতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে “অবহেলা” নামক শব্দটা নিয়ে। এই শব্দটা আবার একটু স্বাধীন চেতা। একবার লাগাম লাগাতে ভুলে গেলে, সর্বনাশ হয়ে যাবে। কিন্তু বুঝতে সবচেয়ে বেশি কষ্ট হয় এই জায়গাটাতেই, লাগামটা আসলে আমার হাতে থাকে না, যাকে অবহেলা করা হচ্ছে, লাগামটা থাকে তার হাতেই।
বুঝতে সমস্যা হচ্ছে? মেডিকেল সায়েন্স এ, মন বলে কোন অঙ্গের অস্তিত্ব নাই। অথচ একজন মানুষ সেখানে আরেক জনের মন বুঝে ফেলছে, আর এ তো সামান্য একটা কথার মার প্যাঁচ।
#পরিসমাপ্তি.........
আপনা জীবানাতাং যাব ঘাটাতাং, তাব বুঝাতাং এই #মোহাম্মাদ_ইমরান কি বলতে চাচ্ছে।।
©somewhere in net ltd.