![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগ্রহ মোর অধীর অতি—কোথা সে রমণী বীর্যবতী । কোষবিমুক্ত কৃপাণলতা — দারুণ সে , সুন্দর সে উদ্যত বজ্রের রুদ্ররসে , নহে সে ভোগীর লোচনলোভা , ক্ষত্রিয়বাহুর ভীষণ শোভা ।
ছোটভাই বলল, ভাই, facebook, youtube, internet, mobile এই সব ডিজিটাল যোগাযোগের মাধ্যম যদি না থাকতো, তাহলে কি হতো বলেন তো?
প্রথমের আমার মনে আসলো, রাতে কারও সাথে বসে ঘণ্টার পর ঘণ্টা chat করা হইত না। ইচ্ছে মত যখন যা ইচ্ছে সেই গান শুনতে পারতাম না, দরকারি কোনকিছু গুগলে খুঁজতে পারতাম না, সিনেমা নামাইতে পারতাম না......... আরও হাজারটা সমস্যা।
আর কম্পিউটার না থাকলে কি হইত, নাহ আমি আর চিন্তা করতে পারছি না!
তারপর ও যা বলল, ভাই সব কথার মোদ্দা কথা, আপনি বাসা থেকে বের হইতেন। ভার্সিটি শেষে বন্ধুদের সাথে আড্ডা দিতেন। ভাবতেন, বাসা যেয়ে কি হবে? তাঁর চেয়ে চায়ের দোকানের আড্ডাই ভালো।
আর এখন আপনি ভাবেন, ধুর বাসায় যাই। দুইটা গান শুনি। দেখিতো facebook এ কে কি দিছে!
জীবনটা কেমন জানি matrix মুভির মত হয়ে যাচ্ছে। বাস্তবে কোন সমস্যা হচ্ছে, আমরা internet এ তাঁর সমাধান খুজতেছি। ব্লগ লিখছি। facebook এ লিখছি। মানুষ সিরিয়াসলি সে সব পড়তেছে, like দিয়ে mouse scroll করে নিচে যাচ্ছে, তারপরে yoo bro এর জোকস পড়ে হাসতে হাসতে লুটিয়ে পড়ছে।
আমার তনুকে নিয়ে দেয়া স্ট্যাটাস, স্ট্যাটাস এর যায়গায় ই থাকছে, তনু তনুর মত ভাল্লুকের দারা রেপ হচ্ছে, তনুর বাবা-মা মেয়ে হারার যন্ত্রণায় ছটফট করছে।
কোন মানে হয় এই সবের? হুদাই...............।।
০৭ ই মে, ২০১৬ বিকাল ৩:২৬
অন্তহীন পথিক বলেছেন: কিছু বলি নাই, কিছু করি নাই, কোথাও করি নাই।
২| ০৬ ই মে, ২০১৬ রাত ১:৫১
মোটা ফ্রেমের চশমা বলেছেন: আপনি নিজেও তো একি কাজ করছেন।নাকি? তাহলে অন্যদের সমালোচনা করার কি ফায়দা?
০৬ ই মে, ২০১৬ রাত ২:০৫
অন্তহীন পথিক বলেছেন: সেটাই তো রে ভাই.।.।.।.।
৩| ০৬ ই মে, ২০১৬ বিকাল ৩:১১
কানিজ রিনা বলেছেন: উহু তনু মনে হলেই বুকের পাজর কেঁপে
উঠে। এলিয়ান বাল্লুক ওকে মেরে ফেলেছে।
এটাই এখন বিশ্বাস করতে হচ্ছে। আমার
ঘরে একমাত্র মেয়ে। সদ্য চাকরীতে যোগ
দিয়েছে। খুব খুব ভয় পাচ্ছি।
০৭ ই মে, ২০১৬ বিকাল ৩:২৫
অন্তহীন পথিক বলেছেন: ভয়ের কিছুই নাই। কুকুর, জানোয়ার সব যুগেই ছিল, আছে। তাই বলে কি আমাদের মত ভাইয়ের সংখা কম নাকি?
৪| ১৯ শে মে, ২০১৬ রাত ১২:২২
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: কুকুর জানোয়ার সব যুগে আছে। ভাইয়েরাও সব যুগে আছে। অন্যদিকে আমরা এমনটা চাই না, এর পরিবর্তন চাই। যৌনতা, প্রজনন, হিংস্রতা এসব মানুষের প্রাকৃতিক বৈশিষ্ট্য। শিক্ষা চোখে পর্দা দিতে পারে। যৌন স্বাস্থ্য শিক্ষা ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা। যাতে মানুষ বুঝতে পারে সে কি করছে।
©somewhere in net ltd.
১|
০৬ ই মে, ২০১৬ রাত ১:৩৫
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: কি বললেন, কি করলেন, কোথায় করলেন ?