![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১১ । পটোল বুনলে ফাল্গুনে , ফল বাড়ে দিগুনে
নদীর ধারে পুঁতলে কচু , কচু হয় তিন হাত উচু
ফাল্গুনে না রুলে ওল , শেষে হবে গণ্ডগোল
কচু বনে ছড়ালে ছাই , খনা বলে তার সংখ্যা নাই ।।
ফাল্গুন মাসে পটোল বুনলে ফসল ভাল হয় । নদীর ধারে কচু গাছ লাগালে বড় বড় কচু হয় । ফাল্গুনে ওল না লাগালে ওলের ক্ষতি হয় এবং কচু বনে ছাই ছড়ালে ফলন ভাল হয় । কারণ বিভিন্ন প্রকার পোকাকে ধ্বংস করতে ছাই চমৎকার কাজ করে ।
১২ । বুধ রাজা , শুক্র তার মন্ত্রী যদি হয়
শস্য হবে ক্ষেত্রে পুরা নাহিক সংশয় ।।
যে বছর পঞ্জিকাতে বুধ রাজা হবে আর শুক্র তার মন্ত্রী হবে , সে বছর শস্য ভাল হবে এতে কোন সন্দেহ নেই ।
১৩ । মাছের জলে লাউ বাড়ে , বোনা জমিতে ঝাল বাড়ে ।।
লাউ গাছের গোঁড়ায় মাছধোয়া পানি দিলে লাউ এর ফলন ভাল হয় । ধানের জমিতে লংকার / মরিচের চাষ খুব ভাল হয় ।
১৪ । অঘ্রাহনে যদি না হয় বৃষ্টি , না হয় কাঁঠালের সৃষ্টি ।।
অগ্রাহন মাসে যদি বৃষ্টি না হলে কাঁঠাল গাছে ভাল ফল হয় না ।
১৫ । ফাল্গুনে আগুন চৈত্রে মাটি , বাঁশ বলে আমি শীঘ্রে উঠি ।।
ফাল্গুন মাসে বাঁশবনে জমে থাকা শুকনো পাতা আগুন দিয়ে পুড়িয়ে দিতে হয় । তারপর চৈত্র মাসের প্রথমদিকে মাটি দিতে হবে তাহলে বাঁশের ফলন ভাল হয় ।
১৬ । ব্যাঙ ডাকে ঘন ঘন শীঘ্র বৃষ্টি হবে জেনো ।।
যদি ঘন ঘন ব্যাঙ ডাকতে থাকে তাহলে বৃষ্টির পুর্বাভাশ বুঝতে হবে ।
ফেসবুক লিংক
২| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১০
ইথান মাহমুদ বলেছেন: ভালা হইছেত ভাই।
৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৭
ইমরান৯২ বলেছেন: ধন্যবাদ
৪| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫১
প্রত্যাবর্তন@ বলেছেন: দারুণ জিনিস দিয়েছেন
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২২
অন্তর্মুখী মানুষ বলেছেন: সুন্দর পোস্ট। আমিও খনার বচন নিয়ে পোস্ট দেবো ভেবেছিলাম। কিন্তু সময়ের অভাবে পারছিনা।