নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল মানুষ হিসেবে বাঁচতে চাই

ইমরান হাসনাত

ভাল মানুষ হিসেবে বাঁচতে চাই

ইমরান হাসনাত › বিস্তারিত পোস্টঃ

কেউ বিপদে সাহায্য চাইলে তাকে সাহায্য করা উচিৎ।

১৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৭

একবার এক ইঁদুর লক্ষ্য করল যে বাড়িতে ইঁদুর মারার ফাঁদ পাতা রয়েছে। সে খুবই ভয় পেল। ফাঁদটি অকেজো করার জন্য সে ওই বাড়িতে থাকা মুরগির সাহায্য চাইল।মুরগি ঘটনা শুনে জবাব দিল-“ ফাঁদটি আমার কোন ক্ষতি করতে পারবেনা। অতএব আমি এখানে কোন সাহায্য করতে পারবনা”। মুরগির কাছ থেকে এইউত্তর শুনে ইঁদুর খুব দুঃখিত হল এবং ছাগলের কাছে গিয়ে সাহায্য চাইল।ছাগল ফাঁদেরকথা শুনে বলল-“ওই ফাঁদ বড়দের জন্য নয়। আমি এখানে তোমাকে সাহায্যকরতে পারবনা”।ইঁদুর ছাগলের কাছথেকে একই উত্তর শুনে দুঃখিত হয়ে গরুর কাছে এলো। সব কথা শুনে গরু বলল-“ইদুরের ফাঁদ আমার মত বড় প্রাণীর কোন ক্ষতিইকরতে পারবে না। যা আমার কোন ক্ষতি করতে পারবে না-তাতে আমি সাহায্য করতে পারব না”। ইঁদুর শেষ পর্যন্ত নিরাশ হয়ে তার ঘরে ফিরে এলো। রাতের বেলা বাড়ির কর্ত্রী অন্ধকারের ভিতর বুঝতে পারলেন যে ফাঁদে কিছুএকটা ধরা পরেছে। অন্ধকারে ফাঁদের কাছে হাত দিতেই উনি হাতে কামড় খেলেন এবং দেখলেন ফাঁদে ইঁদুরের বদলে সাপধরা পরেছে।তার চিৎকারে কর্তার ঘুম ভাঙল।তাড়াতাড়ি ডাক্তার ডাকা হল।চিকিৎসা শুরুহয়ে গেল। কিন্তুঅবস্থা মোটেই ভালো না।পথ্য হিসেবে ডাক্তার মুরগির সূপ খাওয়াতে বল্লেন। সুপের জন্যকর্তা মুরগিকে জবাই করে দিলেন। অবস্থা আস্তে আস্তে আরও খারাপ হতে লাগলো। দূরদূরান্ত থেকে আরও অনেকে আত্মীয়স্বজন আসতে লাগলো। বাধ্যহয়ে কর্তা ছাগলকে জবাই করলেন তাদের আপ্যায়ন করার জন্য। আরও ভালো চিকিৎসার জন্য অনেক টাকার দরকার হতে লাগলো। অবশেষে বাড়ির কর্তা তাদের গরুটিকে কসাইখানায় বিক্রি করে দিল। এক সময় বাড়ির কর্ত্রী সুস্থহয়ে উঠল। আর এই সমস্ত কিছু ইঁদুরটি তার ছোট্ট ঘর থেকে পর্যবেক্ষণ করল।

শিক্ষণীয় বিষয়ঃ কেউ বিপদে সাহায্য চাইলে তাকে সাহায্য করা উচিৎ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.