নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল মানুষ হিসেবে বাঁচতে চাই

ইমরান হাসনাত

ভাল মানুষ হিসেবে বাঁচতে চাই

ইমরান হাসনাত › বিস্তারিত পোস্টঃ

মাদক চেক

২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৬

কক্সবাজার অফিসের কাজে মাজে মাজে যাবার দরকার হয়,কিন্ত গতকাল আসার পথে পুলিশ এবং বিজিবি ধারা যে নজিরবিহীন চেক এর শিকার হয়েছে তা বলার মত না ,কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত আসার পথে ৪ বার চেক ,একবার তো বাসের সবাইকে মহিলা আর পুরুষ নাই দিগম্বর করে চেক ,এই চেক থেকে আমিও বাদ গেলাম না ,পরিশেষে আমাদের বাস থেকে প্রায় ৫০০ এর মত হবে ইয়াবা উদ্ধার হল ,আমার মনে হয় বড় কোন চালানের খবর ছিল না হলে এমন চেক আমি জিবনেও দেখিনাই ,আমার কথা হল সব সময় যদি এমন চেক হয় তাহলে ইয়াবার চালান আসা বন্ধ হবে,এতে করে ইয়াবার আগ্রাসন আস্তে আস্তে কমে যাবে ,আমার মতে মূল বর্ডার এরিয়াতে যদি ভাল করে চেক এবং অনুপ্রবেশ ঠেকানো যায় তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম কে বাঁচানো যাবে ।ভাল একটা অভিজ্ঞতা নিলাম এই প্রথম, আমার সামনে এই প্রথম মাদক ধরা পরতে দেখলাম

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.