![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে ধরে রাখার
ক্ষমতা আমার নেই
---কিন্তু, তোমাকে ভালোবাসার
ক্ষমতা আমার আছে।
---কথা দিতে পারি,"সারাজীবন
তোমায় একই ভাবে ভালোবাসতে
পারবো"।
---যদি কখনো চলে যাও,
"আমার ভালোবাসার
সীমানা পেরিয়ে"
---তবে মনে রেখো,
"এমন একজনকে তুমি হারিয়েছো" --- যে
তোমাকে অনেক
বেশি ভালোবাসতো
---যার
ভালোবাসা হয়তোবা কখনো
তোমার
অনেক বেশি প্রয়োজন ছিল
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০১৫ সকাল ১০:২২
আমি বন্দি বলেছেন: ভাল লাগলো কবিতা ।