![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কাছে আস হাত দুটো ধর
কেন তুমি শুধু শুধু এত দূরে থাক
তুমি আমায় বলে দাও ভালবাসা মানে কি?
শুধুই বেদনা নাকি অপেক্ষার প্রহর গুনা
যদি এসব না হয়,তাহলে শত বাঁধা চ্ছিন্ন করে
চলে আস আমার খুব ই কাছে
আমি জানতাম ভালবাসা খুব মধুর
কিন্তু তোমাকে না পাওয়ায়
আমি বুঝতে পেরেছি ভালবাসা শুধুই বেদনার
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১৫ সন্ধ্যা ৬:২০
সাদা মনের মানুষ বলেছেন: মিলন বিরহ নিয়েই ভালোবাসা, লেখককে শুভেচ্ছা