নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন প্রতিদিন যায় হারিয়ে জীবন খুঁজতে গিয়ে,ফিরে পাওয়া যায়না তা আর নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়ে।

এক অন্ধ কবি

জীবন প্রতিদিন যায় হারিয়ে জীবন খুঁজতে গিয়ে, ফিরে পাওয়া যায়না তা আর নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়ে।

এক অন্ধ কবি › বিস্তারিত পোস্টঃ

গ্রামে কাটানো স্মৃতিময় সময়....

০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৯

গাড়ির গতিটা যত দ্রুত তার চেয়ে বহুগুন গতিতে টানছে গ্রামে কাটানো স্মৃতির সময়গুলো।
আর দুই গতির মাঝখানে দ্বিধায় পড়ে আছে মনের গতিটা।
সকালে ঘুম থেকে উঠেই শুরু মায়ের হাসি মাখা সুন্দর একটা দিন।
গ্রামেরর পুকুরে সবার সাথে দল বেধে গোসল করা আর সাতার প্রতিযোগিতা।
বিকেলে বন্ধুদের সাথে গ্রামে গ্রামে ঘুরে বেড়ানো।
সন্ধ্যায় ব্রিজের রেলিং এ বসে আড্ডা দেওয়া।
রাতে লোডশেডিং হলে কোন এক বন্ধুর গাছ থেকে ডাব পেরে ব্রিজের উপর বসে খাওয়া।
মনে হয় জীবনের আসল মানে এটাই। এটাই জীবনের প্রকৃত আনন্দ।
সবচেয়ে আনন্দের মূহুর্ত সেই সময়টা-
বাড়ির উঠানে ভাতিজা-ভাতিঝি, ভাইগনা-ভাগনির সাথে ফুটবল ও ক্রিকেট খেলা, যাদের সবার বয়স(আমি ব্যতিত) তিন বছরের নীচে।
বেঁচে থাক তোরা, দোয়া করিস আমার জন্য,
জীবনের প্রত্যেকটা ঈদ যেন তোদের সাথে উৎযাপন করতে পারি অকৃতিম ভালবাসা আর অফুরন্ত আনন্দে......

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৪

স্পর্শিয়া বলেছেন: লেখাটা খুব ভালো লাগলো।

২| ০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৩

এক অন্ধ কবি বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.