নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন প্রতিদিন যায় হারিয়ে জীবন খুঁজতে গিয়ে,ফিরে পাওয়া যায়না তা আর নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়ে।

এক অন্ধ কবি

জীবন প্রতিদিন যায় হারিয়ে জীবন খুঁজতে গিয়ে, ফিরে পাওয়া যায়না তা আর নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়ে।

এক অন্ধ কবি › বিস্তারিত পোস্টঃ

আকাশ ও মানুষ

০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১১:১০

নির্মলেন্দু গুনের এই কবিতাটা আমার খুব ভাল লাগে।।।।।।।
।।।।।।


কবে থেকে আকাশ দাঁড়িয়ে আছে একা,
তার বুক থেকে খসে পড়েছে কত তারা।
বেঁচে থাকলে আরো কত তারাই খসবে,
তা নিয়ে আকাশ কি দুঃখ করতে বসবে?

না, বসবে না, আমি বলছি, লিখে নাও,
আকাশকে তো মহান মানি এ-কারণেই।
মনুষ্যবৎ হলে কি মানুষ তাকে মানতো?

প্রিয়জন চলে গেলে মানুষই ব্যথিত হয়,
আকাশ নির্বিকার, আকাশ কখনও নয়।
তোমরা মানুষ, তাই সহজেই দুঃখ পাও,
হে ঈশ্বর, আমাকে আকাশ করে দাও।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১১:২১

আরণ্যক রাখাল বলেছেন: ঈশ্বর আমাকেও দাও আকাশ করে

২| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৮

প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা।

৩| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:২৭

এক অন্ধ কবি বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ

৪| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৬

স্পর্শিয়া বলেছেন: হে ঈশ্বর, আমাকে আকাশ করে দাও।

দারুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.