![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন প্রতিদিন যায় হারিয়ে জীবন খুঁজতে গিয়ে, ফিরে পাওয়া যায়না তা আর নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়ে।
ইদানীং রাস্তা-ঘাটে, আড্ডায়, চায়ের দোকানে কিছু ছেলেদের মুখে
একটা বাজে কথা শোনা যায়।
" দোস্ত একটা মেয়ে দেখছি, সেই মাল।"
"দোস্ত মালটা দেখছস? অস্থির না!।"
আরে ভাই, সে একজন মানুষ। কোন পন্য বা মাল নয়।
মেয়েদের সম্মান দিয়ে কথা বলতে শিখুন।
সৃষ্টকর্তা মেয়েদেরকে সুন্দর করে বানিয়েছেন।
তাই তাদের এই সৌন্দর্যটাকে নোংরা ভাবে না বলে সুন্দর ভাষায়
প্রকাশ করুন।
আমার বন্ধুদের অনুরোধ করছি,
যারা এই লেখাটা পড়ছেন,
আমাদের মা, বোনদের নিয়ে এই বাজে মন্তব্যটা কোনদিনও
করবেন না।
©ইমরান হোসেন (এক অন্ধ কবি)
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৩
এক অন্ধ কবি বলেছেন: তাদের দেহ থেকে এই দূষিত রক্ত অপসারন করতে হবে।।
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৩১
মহা সমন্বয় বলেছেন: উক্ত শব্দটি কিছু মানুষের রক্তে মিশে গেছে, আরও কত যে বাজে মন্তব্য করা হয় তার কোন ইয়ত্তা নেই।