নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন প্রতিদিন যায় হারিয়ে জীবন খুঁজতে গিয়ে,ফিরে পাওয়া যায়না তা আর নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়ে।

এক অন্ধ কবি

জীবন প্রতিদিন যায় হারিয়ে জীবন খুঁজতে গিয়ে, ফিরে পাওয়া যায়না তা আর নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়ে।

এক অন্ধ কবি › বিস্তারিত পোস্টঃ

এক অন্ধ কবি - ইমরান মাহমুদ ইভান

১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২০

আমি কবি, এক অন্ধ কবি।
আমি সবকিছু দেখেও
না দেখার ভান করি।

আমি কবি, এক অন্ধ কবি।
আমি শাসকদের অত্যাচার দেখে
চোখ বুজে সহ্য করি।

আমি কবি, এক অন্ধ কবি।
আমি দুর্গম সাহসের কথা বলি,
কিন্তু ক্ষিন মৃত্যু ভয় আমাকে গ্রাস করে।

আমি কবি, এক অন্ধ কবি।
মুখভরা নীতি কথা বলি,
আর অন্তরে দুর্নীতির দুর্বিসন্ধি করি।

আমি কবি, এক অন্ধ কবি।
স্বামীহারা নারীর কান্না দেখে চোখের জল ফেলি,
এই চোখেই আবার নারীর বক্ষে কু-দৃষ্টি রাখি।

আমি কবি, এক অন্ধ কবি।
সন্তানহারা মায়ের আর্তনাদে-
শোকাতুর হই, সমব্যাদনা জানাই।
আবার আমিই মায়ের বুক খালি করার রাজনীতি করি।

আমি কবি, এক অন্ধ কবি।
আমি সবকিছুই দেখি, জানি, বুঝি, ঘৃনা করি।
আবার এই ঘৃন্য কাজগুলো হচ্ছে-
আমার চিন্তায়, আমার ইন্ধনে, আমার'ই হাতে।

আমার কি দোষ বল!
আমাকে দেখে তোমরাও কি প্রতিবাদ করেছ।
তবে তোমরাও কি অন্ধ কবি নও?
ফেইসবুকে যুক্ত হোন

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: চমৎকার আত্মবিশ্লেষনধর্মী কবিতা,ছন্দে গন্ধে মোহিত করা কবিতা। মুগ্ধ হলাম শুদ্ধ হলাম পড়ে। কবিকে ধন্যবাদ শতবার।।

১৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৮

এক অন্ধ কবি বলেছেন: ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য। অনুপ্রানিত হলাম

২| ১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

বিজন রয় বলেছেন: আমরা সবাই অন্ধ কবির দল।
+++

২০ শে মার্চ, ২০১৬ রাত ১২:০০

এক অন্ধ কবি বলেছেন: আমি কবি, এক অন্ধ কবি

৩| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৩৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সকল কবি দৃষ্টি ফিরে পাক।

ভাল লিখেছেন।

২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩৪

এক অন্ধ কবি বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.