নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন প্রতিদিন যায় হারিয়ে জীবন খুঁজতে গিয়ে,ফিরে পাওয়া যায়না তা আর নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়ে।

এক অন্ধ কবি

জীবন প্রতিদিন যায় হারিয়ে জীবন খুঁজতে গিয়ে, ফিরে পাওয়া যায়না তা আর নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়ে।

এক অন্ধ কবি › বিস্তারিত পোস্টঃ

প্রত্যাবর্তন প্রস্তাব - ইমরান ইভান (এক অন্ধ কবি)

২৫ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩১

আমি জানি,
আমার চলে যাওয়া,
তোমার একটুও খারাপ লাগবেনা।
কারণ, আমি তোমার ভালো লাগা, মন্দ লাগা-
কোন অনুভূতিতেই নেই।
তবে এটা বুঝতে পারি
ইদানিং বিরক্তির কারণ হয়ে দারিয়েছি।

অনেক পরে হলেও এতটুকো জানতে পেরেছি যে,
অতীতে তোমাকে অনেকেই সঙ্গ দিয়েছে,
হয়তো ভবিষ্যতেও অনেকের সঙ্গ নেবে।
প্রিয়সঙ্গী হারানোর ব্যাথা তুমি কিভাবে অনুভব করবে?
এই আমার কথা ভাবার সময় কই তোমার!
যেমনটি অতীতের কারো জন্যই কোনদিন ভাবনি।

মিথ্যে মুগ্ধ কথার ঝুড়ি আর কৃত্রিম চাকচিক্যময়-
জীবনের জন্য আমায় তাড়িয়ে দিচ্ছো!
কিছুই করবার অধিকার নেই আমার।
কিন্তু আমার মন থেকে তোমাকে কিভাবে তাড়াবো!
মোহের সঙ্গ দিতে দিতে, কোনদিন যদি
সবাই তোমার হাতটা ছেড়ে দেয়।
যদি ধরবার জন্য আর একটা হাতও না থাকে।
যদি ক্লান্ত পথিকের ন্যায়, আশ্রয় নেয়ার জন্য
একটু বৃক্ষ ছায়াও খুঁজে না পাও।

ফিরে এসো...
তোমার জন্য এই তুচ্ছ সঙ্গীর দরোজাটা-
আমৃত্যু খোলা থাকবে।
মুগ্ধ কথার বুলি আর চাকচিক্যময়-
জীবন দিতে না পারি,
অন্তত তোমার ক্লান্তিটাতো দূর করতে পারবো!।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২০

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২| ২২ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৪:২৯

এক অন্ধ কবি বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.