নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন প্রতিদিন যায় হারিয়ে জীবন খুঁজতে গিয়ে,ফিরে পাওয়া যায়না তা আর নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়ে।

এক অন্ধ কবি

জীবন প্রতিদিন যায় হারিয়ে জীবন খুঁজতে গিয়ে, ফিরে পাওয়া যায়না তা আর নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়ে।

এক অন্ধ কবি › বিস্তারিত পোস্টঃ

অশরীরী ভালবাসা - ইমরান ইভান

০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৮

অশরীরী ভালবাসা
ইমরান ইভান (ফেসবুকে যুক্ত হোন)

অবন্তীকা শোন।
একটা মজার কথা বলি!
মানুষ বলে,
আমি নাকি তোমাকে হারিয়ে ফেলেছি!
তুমি কি কোন বস্তু যে তোমাকে হারাবো!
তুমিতো অশরীরী এক আত্মা,
যার মধ্য দিয়ে আমি বেঁচে আছি।

কি হাস্যকর, তাইনা!
আচ্ছা মানুষগুলো এত অদ্ভুত কেন!
শরীরী অস্তিত্বটাকে’ই মনে করে ভালবাসা।
এই যে তুমি হাসছ, তোমার পায়ের শব্দ, তোমার ঘন নিঃশ্বাস,
আমি সব স্পষ্ট শোনতে পাই।
তোমার গায়ের সুরভী
আমাকে জানান দেয় তোমার অস্তিত্ব।
এইত সেদিন বৃষ্টি মুছে দিতে গিয়েছিলাম,
অবলীলায় তোমার চোখের জল ভেবে।
আমার প্রতিটা হৃদস্পন্দনে,
আমি তোমার অস্তিত্ব অনুভব করি।
তোমাকে হারায় কিভাবে বলো?

কিন্তু মানুষকে কিভাবে বুঝাবো।
কারণ, আমার ভালবাসা কায়াহীন,
তুমিতো স্বশরীরী এক নারী।।

আবৃত্তি শুনোন

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৯

সাইন বোর্ড বলেছেন: অশরীরী ভালবাসার যুগ বিলুপ্ত প্রায়...

১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৪

এক অন্ধ কবি বলেছেন: সকল মস্তিষ্ক এখনো বিকৃত হয়্নি। কিছু মস্তিষ্ক এখনো অস্পর্শ ভালবাসা নিয়েই বেঁচে আছে।।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৫

কামরুননাহার কলি বলেছেন: ভালো লাগলো কবিতাটি ‍, আপনার জন্য এ +++++++

১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৫

এক অন্ধ কবি বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩০

রাজীব নুর বলেছেন: তীব্র আবেগ না থাকলে এরকম লেখা সম্ভব না।

১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৬

এক অন্ধ কবি বলেছেন: যেখানে ভালবাসা নেই, স্বপ্ন নেই, আবেগ নেই ,
সেখানে জীবন আছে কি!!!

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২২

নোমান প্রধান বলেছেন: ভাল্লাগছে

১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৭

এক অন্ধ কবি বলেছেন: ধন্যবাদ

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৬

কথাকথিকেথিকথন বলেছেন:




ভালবাসা মূলত অশরীরী । তাকে ধরা যায় না, শুধু অনুভব করা যায় । কবিতা ভাল লেগেছে ।

১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৯

এক অন্ধ কবি বলেছেন: আমার মতে সকল সৌন্দর্যই অনুভব করার বিষয়, উপভোগ করা নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.