|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 ইমরান নিলয়
ইমরান নিলয়
	পকেটে কিছু খুচরো স্বপ্ন নিয়ে নিজেকে জানার চেষ্টায় আছি। মাঝে মাঝে শব্দ দিয়ে দাগাদাগি করি। অসামাজিক।
এইত কিছুদিন আগে মারা গেলাম। কিছুদিন মানে কতদিন জানিনা। জানবইবা কিভাবে? বেঁচে থাকাকালীন সময়ের হিসাব আর বর্তমান সময়ের হিসাব এক না। আমার কিছুদিন হয়তবা ব্যস্ত পৃথিবীর কিছু ঘন্টা। আগে সময়ের সেকেন্ডের কাঁটাটা এগুতেই থাকতো; বিরামহীন। আর এখন সময় আস্তে আস্তে একটু এগোয়, তারপর নিশ্চল। নট নড়ন-চড়ন। তারপর এগোয় আবার। হয়তবা পেছায়। মাঝে মাঝে খুব দ্রুতও ছোটে। কিংবা হয়ত কিছুই হয় না। আগায় না, পিছায় না, থেমেও থাকে না। শুধু কম্পিত হয়; কম্পিত হয় আপন কক্ষপথে। কি যেন বলছিলাম। মৃত্যুর পর থেকে এই আরেক সমস্যা। কথাবার্তার ঠিক ঠিকানা নেই। কি বলতে চেয়েছিলাম স্মরন নেই। বেঁচে থাকতেও স্মরনশক্তি খুব একটা ভালো ছিল- এই দাবী করা যাবে না; এখনতো আরো নেই। কিভাবে মারা গেলাম তা বলা যেতে পারে।
কিভাবে মারা গেলাম তা আমার কাছেও খুব একটা পরিষ্কার না। রাতে সবার সাথে বসে ভাত খেলাম। ভালো মানুষ। রাতজাগা অনেকদিনের অভ্যাস। অনেকরাত পর্যন্ত জেগে থাকি। জিজ্ঞাসা করতে পারেন যে এতোরাত জেগে কি করি (সরি; কি করতাম হবে)। কি করতাম না সেটা বলেন। দেশের অবস্থা নিয়ে চিন্তা থেকে শুরু করে পেন্সিল চোখা করা- সবই করতাম। এখন রাত জাগতে পারি না বলে ভীষন কষ্ট লাগে। সারাক্ষনই জেগে থাকি; রাত জাগার সময় কোথায়? কি জানি বলছিলাম? ।ওও.....রাত তিনটার দিকে ঘুমাতে গেলাম। একটা স্বপ্ন দেখার চেষ্টা করা যায়। অনেকদিন কোন স্বপ্ন দেখি না। কোন স্বপ্নটা দেখব- ঠিক করতে করতেই ঘুম। সকালে ঘুম ভেঙ্গে গিয়েছিল একটু তাড়াতাড়িই। ঘুম থেকে উঠে দেখি মারা গেছি। আজব!! এরকম হঠাৎ করে মানুষ মরে নাকি?!
ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে ঢুকলাম। ঢুকেই মনে হল আরে আমিতো মরে গেছি, ফ্রেশ হব কেন? ব্রাশও করলাম না। মৃত ব্যক্তির মুখে গন্ধ থাকলেই কি; আর না থাকলেই কি। অনেক ফালতু কাজ করতে হবে না ভেবে খুশি খুশিও লাগছিল। যদিও এই খুশি ছাপিয়ে গিয়েছিল হঠাৎ মারা যাবার বিষন্নতা।
এতদিন জানতাম মরে যাবার পর দেয়াল ভেদ করে চলে যাওয়া যায়। আমিও দরজা ভেদ করে বেরোতে গেলাম। মাথা ঠুকে গেল। ভাগ্যিস মারা গিয়াছিলাম। নাহলে মাথায় ঠিকই একটা আলু গজিয়ে যেত। অতঃপর দরজা খুলেই বের হতে হল। মার কাছে গেলাম। বললাম, 'মা, মারা গিয়েছি আমি'। মা অবাক হল হয়ত। 'কিভাবে মরলি? কখন মরলি?' সদুত্তর দিতে পারিনি। জানলেই না জানাবো। আমিইতো ঠিকমতো জানিনা কিভাবে মরলাম। কবেইবা মরলাম। হয়ত কাল রাতেই মারা গেছি। হয়ত তুচ্ছ কোন কারনে মারা গেছি।
কোন কবি যেন বলেছিলেন-
"আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো
খুব ছোট একটি স্বপ্নের জন্যে
খুব ছোট দুঃখের জন্যে
আমি হয়তো মারা যাবো কারো ঘুমের ভেতরে
একটি ছোটো দীর্ঘশ্বাসের জন্যে
একফোঁটা সৌন্দর্যের জন্যে।"
ভেবেছিলাম মা ডাক ছেড়ে কেঁদে উঠবে। কিন্তু মা শান্তই ছিল। তার চোখদুটি অবশ্য দুঃখী ছিল। বাসা থেকে বের হয়ে এলাম।
বাসে ভীষন ভীড়। পা রাখারও জায়গা নেই। মোট সংরক্ষিত সিট বারটা- মহিলাদের জন্য নয়টা আর মৃতদের জন্য তিনটা। তিনটা সিটেই মৃত প্যাসেঞ্জাররা বসে ছিল উদাস উদাস চোখ মেলে। তিনজনের মধ্যে একজনকে আমার পুরোপুরি মৃত মনে হল না।
ভার্সিটি গেলাম। কুইজ ছিল একটা। কম্পিউটার আর্কিটেকচার। কিছুই পড়িনি অবশ্য। জাস্ট দেয়ার জন্যই দেয়া। আর যদি কারোরটা দেখার সুযোগ মিলে তাহলেতো পাঙ্খা। ক্লাসের সবার মুখে একই কথা। 'কখন মারা গেলি?','কিভাবে মারা গেলি?' এক ফ্রেন্ড আফসোস করল। আমি মারা গেছি সেজন্য না। নিজে এখনও বেঁচে আছে বলে। বেঁচে থাকা মানেই- ক্লাস, ল্যাব,কুইজ ইত্যাদি ইত্যাদি। আমিও চিন্তা করে দেখলাম কথা মিথ্যা না। মরে গেছি ভেবে নিজেকে কিছুটা হালকাও মনে হল। ক্লাসে স্যার আসলেন। খাতা দিচ্ছিলেন একজন একজন করে। আমি খাতা নেয়ার জন্য হাত বাড়ালাম। স্যার বললেন,'তুমি কবে মারা গেছ?'
সঠিক উত্তর জানা নেই। বললাম,'গতকাল রাতে।'
স্যার বললেন তাহলে আমার কুইজ দেয়ার দরকার নাই। বাসায় যেয়ে রেস্ট নিতে। আমি বেরিয়ে পড়লাম। আসার সময় দেখি আফসোস করা ফ্রেন্ডটার চেহারা কান্না কান্না হয়ে গেছে। বেচারা হয়ত কেঁদেই ফেলবে।
বিকেলে গেলাম ফারিয়ার সাথে দেখা করতে। ও রেগে ছিল।
'তোমার ফোনে রিং হয়। রিসিভ করো নাই কেন?'
'আমিতো মারা গেছি। রিসিভ করবো কিভাবে?'
'আজিব! মারা গেলে ফোন রিসিভ করা যায় না নাকি?'
আমি চুপ করে গেলাম। কথা বলা মানেই ফারিয়াকে আরো রাগানো। ও চোখ তুলে আমাকে ভালোভাবে দেখল।
'সত্যিই মারা গেছ তুমি? কবে?'
'কাল রাতে'
'তাহলেতো আমাদের ব্রেকআপ হয়ে গেছে। তাই না?'
'হু তাই'
ফারিয়াকে দুঃখী বা বিষ্মিত কিছুই মনে হয় হল না। যেন আমি মারা গেছি- এটা নিতান্তই স্বাভাবিক ব্যাপার। পাঁচ বছরের রিলেশনের ইতিও কোন আহামরি ব্যাপার না। আমি আবার মারা যেতে চাইলাম। রাত হয়েছে। বাসায় ফিরতে হবে।
রাস্তায় হাঁটছি। আমার মৃত্যতে কারো কোন দুঃখ নেই। দুঃখতো পরের কথা; বিষ্ময়ও নেই। বেঁচে থাকলে মনটা বেশ খারাপ হত। মৃত মানুষের মনই নেই; খারাপ হবে কি। এখন একটা সিগারেট টানতে পারলে মন্দ হত না। বুক ভরে নিতাম নষ্ট নিকোটিনে। একটা টঙের দিকে এগোলাম। সিগারেট কিনব।
দোকানদার সরুচোখে তাকিয়ে আছে। 'আপনে কি মারা গেছেন?'
'হু। কাল রাতে।'
'তাইলে আপনে সিগারেট দিয়া কি করবেন? মারা গেলেতো বিড়ি খাওয়া যায় না।'
'কিছু করব না। ফালাইয়া দিব'
'সিগারেট বেচুম না। মরা মাইনষের কাছে সিগারেট বেচি না।'
সারাদিন বেশ ভাব ধরে ছিলাম। ভাব ধরে ছিলাম- মরে গেছি তাতে কি। কিন্তু টঙের ব্যাপারটায় নতুনকরে উপলব্ধি হল- আমি মারা গেছি। আসলেই মারা গেছি। ভরা পূর্নিমার ফিনকি দিয়ে পড়া জ্যোৎস্না আমি দেখব; কিন্তু জ্যোৎস্নারা আমাকে ছুঁবে না। অকৃতজ্ঞের মতো আমাকে উপেক্ষা করে মাটিতে পড়বে। তারা ভুলে যাবে তাদের জন্য লেখা আমার কবিতার ঋন।
মৃতরা কাঁদে না; কাঁদতে পারে না। চোখ দিয়ে অশ্রু না গড়ালেও যে কেউ দেখলে বুঝত আমি কাঁদছি। একজন মৃত মানুষ কাঁদছে।
 ৪৪ টি
    	৪৪ টি    	 +১৬/-০
    	+১৬/-০  ২৬ শে ডিসেম্বর, ২০১১  রাত ১২:৩৯
২৬ শে ডিসেম্বর, ২০১১  রাত ১২:৩৯
ইমরান নিলয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। 
২|  ২৬ শে ডিসেম্বর, ২০১১  রাত ১২:৪১
২৬ শে ডিসেম্বর, ২০১১  রাত ১২:৪১
রবিন মিলফোর্ড বলেছেন: ২য় ভাললাগা । 
++++++++
  ২৬ শে ডিসেম্বর, ২০১১  রাত ১২:৪৭
২৬ শে ডিসেম্বর, ২০১১  রাত ১২:৪৭
ইমরান নিলয় বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।  আছেন কেমন?? ব্যস্ততার কারনে খোঁজ নেয়া হয়ে উঠছে না।
 আছেন কেমন?? ব্যস্ততার কারনে খোঁজ নেয়া হয়ে উঠছে না।  
৩|  ২৬ শে ডিসেম্বর, ২০১১  রাত ১২:৫১
২৬ শে ডিসেম্বর, ২০১১  রাত ১২:৫১
আবদুল্লাহ্ আল্ মামুন বলেছেন: কেমন কেমন জানি লাগলো ...
তয় দেখার ভিন্নদৃষ্টিভঙির জন্য পিলাস ।
  ২৬ শে ডিসেম্বর, ২০১১  রাত ১২:৫৯
২৬ শে ডিসেম্বর, ২০১১  রাত ১২:৫৯
ইমরান নিলয় বলেছেন: আবদুল্লাহ্ আল্ মামুন বলেছেন: কেমন কেমন জানি লাগলো ...
এই কেমনটা কেমন তাইতো জানতে চাই। 
ধন্যবাদ। 
৪|  ২৬ শে ডিসেম্বর, ২০১১  রাত ১:২১
২৬ শে ডিসেম্বর, ২০১১  রাত ১:২১
একজন বাউন্ডুলে বলেছেন: অসাধারন   
++++++++ 
  ২৬ শে ডিসেম্বর, ২০১১  রাত ১:৩৪
২৬ শে ডিসেম্বর, ২০১১  রাত ১:৩৪
ইমরান নিলয় বলেছেন:  ধন্যবাদ বাউন্ডুলে।
 ধন্যবাদ বাউন্ডুলে। 
৫|  ২৬ শে ডিসেম্বর, ২০১১  ভোর ৪:২৬
২৬ শে ডিসেম্বর, ২০১১  ভোর ৪:২৬
কামরুল হাসান শািহ বলেছেন: ৩য় ভাল লাগা
  ২৬ শে ডিসেম্বর, ২০১১  সকাল ১০:৩৩
২৬ শে ডিসেম্বর, ২০১১  সকাল ১০:৩৩
ইমরান নিলয় বলেছেন: ভালো লেগেছে জেনে ভাল্লাগছে। 
৬|  ২৬ শে ডিসেম্বর, ২০১১  ভোর ৬:২৭
২৬ শে ডিসেম্বর, ২০১১  ভোর ৬:২৭
হাসান মাহবুব বলেছেন: ফাটাফাটি! এরকমভাবে থিমের একটা গল্প লিখতে চাইসিলাম, লেখা হয় নাই। এই লেখায় আমার সেই ইচ্ছেটা খুঁজে পেলাম। হালকা লাগতেসে!
  ২৬ শে ডিসেম্বর, ২০১১  রাত ৮:৩৫
২৬ শে ডিসেম্বর, ২০১১  রাত ৮:৩৫
ইমরান নিলয় বলেছেন: ধন্যবাদ হামা ভাই। লেখাটা নিয়া সংশয়ে ছিলাম। আপনার কমেন্টটা পেয়ে আমারও ভীষন হালকা লাগতেসে।
৭|  ২৬ শে ডিসেম্বর, ২০১১  দুপুর ১২:৫৭
২৬ শে ডিসেম্বর, ২০১১  দুপুর ১২:৫৭
অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
  ২৬ শে ডিসেম্বর, ২০১১  রাত ৮:৩৭
২৬ শে ডিসেম্বর, ২০১১  রাত ৮:৩৭
ইমরান নিলয় বলেছেন:  
 
৮|  ২৬ শে ডিসেম্বর, ২০১১  বিকাল ৪:৫৫
২৬ শে ডিসেম্বর, ২০১১  বিকাল ৪:৫৫
রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগল
  ২৬ শে ডিসেম্বর, ২০১১  রাত ৮:৩৯
২৬ শে ডিসেম্বর, ২০১১  রাত ৮:৩৯
ইমরান নিলয় বলেছেন: অনেক ধন্যবাদ।
৯|  ২৬ শে ডিসেম্বর, ২০১১  রাত ৮:১৬
২৬ শে ডিসেম্বর, ২০১১  রাত ৮:১৬
মাহী ফ্লোরা বলেছেন: নিলয় এত হালকা করে যে কেউ ভাবতে পারে তাই আমার কাছে বিস্ময়ের। মনে হচ্ছে নাহ মৃত্যুটা এমন হলে আসলেই মন্দ হবেনা।
  ২৬ শে ডিসেম্বর, ২০১১  রাত ৮:৪৪
২৬ শে ডিসেম্বর, ২০১১  রাত ৮:৪৪
ইমরান নিলয় বলেছেন: হায় হায় ফ্লোরাপু!! এখনতো আত্নহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগ উঠতে পারে আমার বিপক্ষে। মানুষ বলবে- আমি মানুষকে মরার জন্য উৎসাহিত করছি। 
মৃত্যু কেমন কে জানে। রহস্য আর রহস্য। 
অনেক ধন্যবাদ জানবেন। 
১০|  ২৭ শে ডিসেম্বর, ২০১১  রাত ১:২৪
২৭ শে ডিসেম্বর, ২০১১  রাত ১:২৪
নিশাচর ভবঘুরে বলেছেন: আপনার লেখার গভীর অর্থটা মনে হয় বুঝতে পারছি। আমরা আসলেই মরে গেছি। 
+++++++
  ২৭ শে ডিসেম্বর, ২০১১  রাত ২:০৪
২৭ শে ডিসেম্বর, ২০১১  রাত ২:০৪
ইমরান নিলয় বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। 
১১|  ২৭ শে ডিসেম্বর, ২০১১  রাত ৮:৩৩
২৭ শে ডিসেম্বর, ২০১১  রাত ৮:৩৩
আজমান আন্দালিব বলেছেন: চমৎকার থিমের গোছালো একটা লেখা।
  ২৭ শে ডিসেম্বর, ২০১১  রাত ৯:০৭
২৭ শে ডিসেম্বর, ২০১১  রাত ৯:০৭
ইমরান নিলয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
১২|  ২৮ শে ডিসেম্বর, ২০১১  দুপুর ১:৩৭
২৮ শে ডিসেম্বর, ২০১১  দুপুর ১:৩৭
সালমাহ্যাপী বলেছেন: ভালো লাগলো।+++
অন্য রকম একটা গল্প
  ২৮ শে ডিসেম্বর, ২০১১  বিকাল ৩:২২
২৮ শে ডিসেম্বর, ২০১১  বিকাল ৩:২২
ইমরান নিলয় বলেছেন: অনেক ধন্যবাদ আপু। 
ভালো থাকুন অবিরত। 
১৩|  ০১ লা জানুয়ারি, ২০১২  রাত ১২:৪০
০১ লা জানুয়ারি, ২০১২  রাত ১২:৪০
কাউন্সেলর বলেছেন: নতুন বছেরর শুভেচ্ছা নিন।
  ০১ লা জানুয়ারি, ২০১২  রাত ১:৩১
০১ লা জানুয়ারি, ২০১২  রাত ১:৩১
ইমরান নিলয় বলেছেন: ধন্যবাদ কাউন্সেলর। আপনার এই বছরটি অনেক আনন্দে যাবে- এই প্রত্যাশা করি।
১৪|  ০১ লা জানুয়ারি, ২০১২  রাত ২:২০
০১ লা জানুয়ারি, ২০১২  রাত ২:২০
রবিন মিলফোর্ড বলেছেন: নববর্ষের শুভেচ্ছা নিলয়  ভাই।
আনন্দে কাটুক সারা বছর ।
ভাল থাকুন অনেক ।  
 
  ০১ লা জানুয়ারি, ২০১২  সন্ধ্যা  ৬:১৪
০১ লা জানুয়ারি, ২০১২  সন্ধ্যা  ৬:১৪
ইমরান নিলয় বলেছেন: এবছরটা আপনারও আনন্দে চলুক রবিন ভাই। আপনি ভালো থাকবেন তা জানি। কারন আমার শুভকামনা আছে আপনার সাথেই। 
১৫|  ০৩ রা জানুয়ারি, ২০১২  রাত ১১:৫৫
০৩ রা জানুয়ারি, ২০১২  রাত ১১:৫৫
কাউন্সেলর বলেছেন: আহা কি অদ্ভুত করে লিখেছেন!!! যেন ছুয়ে গেল। একটু দুঃখ কি আশ্রয় নিলো?! 
"আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো
খুব ছোট একটি স্বপ্নের জন্যে
খুব ছোট দুঃখের জন্যে
আমি হয়তো মারা যাবো কারো ঘুমের ভেতরে
একটি ছোটো দীর্ঘশ্বাসের জন্যে
একফোঁটা সৌন্দর্যের জন্যে।"---দারুন অনুভুতি!!!
ভালো লাগা রেখে কষ্ট নিয়ে গেলাম সাথি করে।
শুভকামনা রইলো আপনার জন্য।
  ০৪ ঠা জানুয়ারি, ২০১২  সকাল ১০:০০
০৪ ঠা জানুয়ারি, ২০১২  সকাল ১০:০০
ইমরান নিলয় বলেছেন: আপনার মন্তব্য সবসময়ই অনুপ্রেরণা যোগায়। ধন্যবাদ অনেক সুন্দর একটা কমপ্লিমেন্টের জন্য।
১৬|  ১০ ই জানুয়ারি, ২০১২  বিকাল ৩:০২
১০ ই জানুয়ারি, ২০১২  বিকাল ৩:০২
জয় রাজ খান বলেছেন: এক কথায় অসাধারন লাগলো।
  ১০ ই জানুয়ারি, ২০১২  রাত ৮:৫৪
১০ ই জানুয়ারি, ২০১২  রাত ৮:৫৪
ইমরান নিলয় বলেছেন: ধইন্যা। ধইন্যা।  
 
১৭|  ১৬ ই জানুয়ারি, ২০১২  রাত ১১:২২
১৬ ই জানুয়ারি, ২০১২  রাত ১১:২২
চাটিকিয়াং রুমান বলেছেন: নেই; খারাপ হবে কি। এখন একটা সিগারেট টানতে পারলে মন্রাস্তায় হাঁটছি। আমার মৃত্যতে কারো কোন দুঃখ নেই। দুঃখতো পরের কথা; বিষ্ময়ও নেই। বেঁচে থাকলে মনটা বেশ খারাপ হত। মৃত মানুষের মনই দ হত না। বুক ভরে নিতাম নষ্ট নিকোটিনে। একটা টঙের দিকে এগোলাম। সিগারেট কিনব। 
এই বর্ণনাটা দারুণ হয়েছে!
+++++
  ১৭ ই জানুয়ারি, ২০১২  রাত ১:২৪
১৭ ই জানুয়ারি, ২০১২  রাত ১:২৪
ইমরান নিলয় বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। 
১৮|  ২৩ শে জানুয়ারি, ২০১২  সকাল ১১:৪৮
২৩ শে জানুয়ারি, ২০১২  সকাল ১১:৪৮
মাহী ফ্লোরা বলেছেন: notun lekha koi vaia?
  ২৩ শে জানুয়ারি, ২০১২  সন্ধ্যা  ৬:২৬
২৩ শে জানুয়ারি, ২০১২  সন্ধ্যা  ৬:২৬
ইমরান নিলয় বলেছেন: রাতে দিব বেঁচে থাকলে। 
১৯|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১২  বিকাল ৩:০০
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২  বিকাল ৩:০০
আকাশচুরি বলেছেন: মৃতরা কাঁদে না; কাঁদতে পারে না। চোখ দিয়ে অশ্রু না গড়ালেও যে কেউ দেখলে বুঝত আমি কাঁদছি। একজন মৃত মানুষ কাঁদছে।
সুন্দর!!
  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১২  সন্ধ্যা  ৬:৩৩
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২  সন্ধ্যা  ৬:৩৩
ইমরান নিলয় বলেছেন: অনেক ধন্যবাদ আকাশচুরি। ভালো থাকবেন।
২০|  ২৯ শে মার্চ, ২০১২  বিকাল ৪:০৩
২৯ শে মার্চ, ২০১২  বিকাল ৪:০৩
ইলুসন বলেছেন: ভালো লাগল।
  ৩১ শে মার্চ, ২০১২  বিকাল ৫:০৭
৩১ শে মার্চ, ২০১২  বিকাল ৫:০৭
ইমরান নিলয় বলেছেন: ভাল লাগার জন্য ধন্যবাদ ইলুসন।
২১|  ৩১ শে মার্চ, ২০১২  বিকাল ৫:১৬
৩১ শে মার্চ, ২০১২  বিকাল ৫:১৬
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: অদ্ভুত!
  ৩১ শে মার্চ, ২০১২  রাত ১০:৫৫
৩১ শে মার্চ, ২০১২  রাত ১০:৫৫
ইমরান নিলয় বলেছেন: অদ-ভূত।   
  
২২|  ০৯ ই জানুয়ারি, ২০১৩  রাত ১২:৪৪
০৯ ই জানুয়ারি, ২০১৩  রাত ১২:৪৪
সোহাগ সকাল বলেছেন: লিখাটি পড়েছিলাম অনেকদিন আগে। মন্তব্য করতে দেরী হয়ে গেল। ভালোলাগা জানিয়ে গেলাম। ভালো থাকুন।
  ২৯ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৫১
২৯ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৫১
ইমরান নিলয় বলেছেন: ভালোলাগা জেনে ভালো লাগল। একটু অবাকও হলাম।
©somewhere in net ltd.
১| ২৬ শে ডিসেম্বর, ২০১১  রাত ১২:৩০
২৬ শে ডিসেম্বর, ২০১১  রাত ১২:৩০
অনিমেষ হৃদয় বলেছেন: প্রথম প্লাস। 'মৃতের দৃষ্টিকোণ'-এর আইডিয়াটা বেশ লাগল।