নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

স্মৃতিচারণঃ Nokia ৫১৩০.

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৬:৫১



ঘটানাটি ২০১১ সালের মার্চ এর ১ তারিখ। তারিখ স্পষ্ট কারন আমার SSC পরীক্ষা চলতেছিলো। বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, সাধান বিজ্ঞান, সাধারন গণিত এর মত বাঘা বাঘা বিষয় গুলা পরীক্ষা শেষ। সে দিন আমি একটি মোবাইল কিনি। প্রথম ইন্টারনেট ওয়ালা মোবাইল কিনি। Nokia ৫১৩০.

সেট টি ছিলো অসাধারণ। গান শুনা যেতো। গান শুনে শুনে নেট ব্রাউজ করা যেতো। আমি ওপেরা মিনি ওয়েব ব্রাউজার কে প্রথম চিনি এই মোবাইল মাধ্যমে। সে সময় ফেসবুক এপ ছিলো না। ওপেরা মিনি দিয়ে ফেসবুক চালাতাম সেই ২০১১ সাল থেকে।

মোবাইল টি ক্রয় করি বৈশাখী টেলিকম থেকে। মোবাইল এর সাথে ১ জিবি মেমরি কার্ড ফ্রি দেয়। ২G সেট ছিলো। Wi-Fi, GPS ছিলো না। এক সিম ঢুকানো যেতো। ২৩ টাকা তে ২০ MB পাওয়া যেতো, মেয়াদ ৭ দিন। আমি এই ২০ MB ৫ দিন এমনেই চলে যেতো। আর ইন্টারনেটে গতি তখন গড়ে ২০-২৫ kbps পেতাম। ৫০ kbps ছিলো ভাগ্যের ব্যাপার। তখন ভূত এফ এম ছিলো জনপ্রিয় রেডিও অনুষ্ঠান। আমি প্রথম এই মোবাইল দিয়ে ভূত এফ এম শুনি ৪ মার্চ ২০১১.

নকিয়া সেটে আমি ১২ টা গেম ও ৫ টি অন্যান app ডাউনলোড করে রেখেছিলাম। যা বর্তমান এন্ডোয়েট দিয়ে কল্পনা করা যায় না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:০৩

হাবিব বলেছেন: ব্লগে আপনার পথচলা সুন্দর হোক

১৭ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৭:৪৪

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ ভাইজান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.