নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

স্মৃতিচারণঃ SSC পরীক্ষার ১ম দিন। বাংলা পরীক্ষা।

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৭:০৫


০১ -০২-০২১১. দিনটা ছিলো মঙ্গলবার। আমাদের জীবনের গুরুত্বপূর্ণ দিনের একটা। দিনটা হচ্ছে এসএসসি পরীক্ষার প্রথম দিন

আমি এসএসসি থেকে অনার্স পযর্ন্ত নানীর বাড়িতেই ছিলাম। নানীর বাড়ি থেকে আমাদের সেন্টারে যেতে হেটে সময় লাগে ১০ মিনিট। ঐ দিন ছিলো আবার আমাদের এলাকার হাটের দিন। রাস্তা ব্লক। হেটে যাওয়া ছাড়া উপায় নাই।

আমার কেমন যেন হাটতে মনে চাচ্ছিল না। সে সময় আমাকে খুব দুর্বল মনে হচ্ছিল। আর রাস্তায় কি ভীড়। পরীক্ষার্থী থেকে অভিভাবক বেশী। আমার সাথে আমার আম্মু, খালা, খালু, মিজান ভাই, জুয়েল মামা, সিরাজ কাকা, সিয়াম, তৈসিম গেছিলো। আব্বু ছুটি পায় নি।

যাই হউক। আমার সিট৷ পড়েছিলো জানালার সাথে। তারপর খাতা দেবার পালা। খাতায় সবচেয়ে বিপদজনক অংশ ছিলো OMR এর অংশ। একবার যদি ভুল হয় তাহলে তি জানি ক্ষতি হয়!

তারপর প্রশ্ন দিলো। বাংলা ১ম। সৃজনশীল প্রশ্ন। সময় কম। লেখা শুরু করলাম।

লিখিত শেষ। এখন নৈবত্তিক শুরু হবে। নৈবত্তিক এর জন্য আলাদা সীট ও আলাদা প্রশ্ন। তখন আমার এত প্রসাব ধরেছিলো যে, যা বলার বাহিরে। আমার নৈবত্তিক পরীক্ষা শেষ। আমার চিন্তা কখন ছুটি দিবে আর আমি প্রসাব করবো।

যাই হউক। এভাবে গেলো আমার SSC পরীক্ষার ১ম দিন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০৫

ইসিয়াক বলেছেন: সামহ্যোয়ার ইন ব্লগে আপনার পথচলা দীর্ঘ হোক।
শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.