নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

ফিল্ম

২২ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫৬



১৯৯০ সালে মেমরি কার্ড ছিলো না। ছিলো না মোবাইলের ভিতরে এই ক্যামেরা। ক্যামেরা এমন ছিলো। আর মেমরি কার্ড এর পরিবর্তে ছিলো ফিল্ম। এই ফিল্মে ছবির প্রতিবিম্ব নেগেটিভ আকারে থাকতো। আর সেই নেগেটিভ স্টুডিও তে গিয়ে তুলতে হতো।

আর স্টুডিও তে ছিলো একটি ডার্ক রুম। মানে অন্ধকার এক রুম। সেখানে সেই ছবি কে ওয়াস করে মনে হয় প্রিন্ট করা হতো।

আর সে সময় ছবি তুলা ছিলো সৌখিন ব্যাপার। এক মাত্র বিশেষ মুহুত্ত্বে যেমন বিয়ে সাদী, পিতনিক, কলেজের শেষ দিন ছবি তুলতো। সে সময় কেউ ঘন ঘন ছবি তুলিতেন না। কারন এই ফিল্ম শেষ হয়ে যেতো। তাই সবাই মিলে সাবধানে ছবি তুলতো যাতে ফিল্ম এর অপচয় না হয়। কারন মেমরি কার্ড থেকে ছবি ডিলেট করা গেলেও মেমরি কার্ড এর মত ফিল্ম থেকে ছবি মুছে ফেলা যেতো না।

আর সে সময় ছবি দেখার মধ্যে ছিলো আনন্দ। পরিবারের সবাই ছবি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতো, কখন স্টুডিও থেকে ছবি প্রিন্ট হয়ে আসবে। কারন সে সময় ছবি প্রিন্ট করার জন্য স্টুডিও কিছু দিন সময় নিতো।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: অতিগুরুত্বপূণ এই তথ্যটুকু জানানোর জন্য আপনাকে অশেষ কৃতজ্ঞতা জানাই!

২| ২২ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:৪২

জহির ডিজিপি বলেছেন: অনেক স্মৃতির কথা মনে করিয়ে দিলেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.