নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

আমাদের ছাদ বাগান।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩৮



আমাদের এলাকাতে একজন ব্যাক্তি আছে। যার নাম কাজী হাসান। তাহার সাথে দেখা আমি যখন অনার্স ১ম বর্ষে পড়ি। তিনি একটি প্রতিষ্ঠান গঠন করেন। যার নাম সোনারং তরুছায়া। তিনি একটি উদ্দ্যেশ নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। তিনি মূলত শিশুদের গাছ বিতরন করে থাকে। মানে শিশুদের মনে গাছ লাগানোর ইচ্ছা জাগিয়ে তুলে।

শিশুরা তার কাছে যে গাছ ডিমান্ট করে সেই গাছ বিতরন করে।

আর কারো মনে গাছ লাগানো ইচ্ছা জন্মাক বা না জন্মাক। আমার মনে গাছ লাগানোর ইচ্ছা হয়েছে। তই আমি আমাদের সরকারি কোয়ার্টারে আম গাছ, লেবু গাছ, পেপে গাছ লাগাইছি।

সামনে আরো গাছ লাগাবো।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৩৯

জ্যাকেল বলেছেন: বাহঃ দারুণ ব্যাপার তো!

(দুঃখিত অফটপিকের জন্য)

আচ্ছা বাসায় কি তরকারি রান্না হওয়াতে দেরি হইতেছিল আর ঐ সময়ে কম্পুটারে বসে সামুর এই নিক খুলেছিলেন?

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০২

নাহল তরকারি বলেছেন: আমি কম্পিউটারে ব্লগ লেখতে পছন্দ করি।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:১৬

স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। আমার আম্মুও গাছ লাগাতে অনেক পছন্দ করতো। ছাদে অনেক গাছ লাগাতো। আমার গাছ ভালো লাগলেও গাছ সম্পর্কে তেমন ভালো আইডিয়া নেই।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০২

নাহল তরকারি বলেছেন: আমার ও গাছ সম্পর্কে তেমন আইডিয়া নাই।

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৫৮

সোনাগাজী বলেছেন:



নিজের বাড়ী, সরকারী বাড়ী?

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০৩

নাহল তরকারি বলেছেন: এই ছবি গুলা সরকারি বাসাতে। আমাদের নিজের বাসাতেও নানা প্রকার গাছ আছে। আম, কাঠাল, আর লেবু গাছ।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৩৯

রাজীব নুর বলেছেন: ঢাকা শহরের প্রতিটা বাড়িতেই ছাদে বাগান করা উচিত। আমিও আমার বাসায় বাগান করেছি।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০৩

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.