নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

পেশা নিয়ে কিছু কথা।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:২৮



একদল মুরব্বি এক ছেলের জন্য পাত্রী দেখতে গেছে। ঢাকায় তিনটা বাড়ি। বিশাল বড়লোক। ছেলের পেশা শুনে মেয়ের বাপের মন খারাপ হয়ে গেছে। আর অবজ্ঞার সুরে বলিলেন “ও, গরু্র ডাক্তার।

গরুর ডাক্তার হলে সমস্যা কই এটা তো বুজি না। একজন ছেলে বা মেয়ে ১০ বছর পড়ালেখা করে এসএসসি পাশ করে। গড়ে ৮০% নম্বর পেয়ে এসএসসি পাশ করে। তারপর ইন্টারেও সে সে গড়ে ৮০% নম্বর পেয়ে পাশ করে। পরে সে ভর্তি পরীক্ষা দিয়ে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার যোগ্যতা পায়। পরে চার বছর লেখা পড়া করে পরীক্ষা দিয়ে পাশ করে তারপর ভেটেরিনারি সার্জন হওয়া যায়। তাহলে বুঝন ভর্তি পরীক্ষার জন্য অনেকে গরুর ডাক্তার হবার সপ্ন পূরন হয় না। তারপর যারা সেখানে ভর্তি পরীক্ষা দিয়ে কঠোর সাধানা করে। চার বছরে সবগুলা পরীক্ষা পাশ করলে তারপর গরুর ডাক্তার হওয়া যায়।

যারা অবজ্ঞার সুরে বলে “ও..... সে তো গরুর ডাক্তার।” তাদের কে বলতে চাই গরুর ডাক্তার হওয়া যেহেতু এত সোজা তাহলে আপনি কেন গরুর ডাক্তার হলেন না।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:০২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: যারা মর্যাদা বোঝেনা তারাই অবজ্ঞা করবে এটাই স্বাভাবিক।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:২১

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:০৩

মরুর ধুলি বলেছেন: কোন পেশাই ছোট নয়।
সব পেশাকে সম্মান করতে না পারা আমাদের একটা বড় রোগ।
সকলের প্রতি, সকল পেশার প্রতি সমমর্যাদার চোখে দেখতে পারলে জাতি হিসাবে আমরা আরো এগিয়ে যেতে পারতাম।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:২২

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:০২

প্রতিদিন বাংলা বলেছেন: যারা অবজ্ঞার সুরে বলে “ও..... সে তো গরুর ডাক্তার।”
তারা নিজেরাই গরু、তাই ডাক্তার বিষয়ে জ্ঞ্যান না থাককাই স্বাভাবিক

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:২২

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:০৮

ইমরোজ৭৫ বলেছেন: যে কোন পেশা তে ঢুকতে খুব শ্রম। এবং নিজ পেশা শিখতে এবং প্রতিষ্ঠিত হতে খুব শ্রমসাধ্য। তাই কোন পেমা কে ছোট মনে করবেন না। আর আমাদের দেশে অনেক লোক আছে গ্রামীনফোন এর মালিক হবার থেকে সরকারি ঝাড়ুদার হওয়া সম্মানের মনে করে। তাদের মুখ থেকে গরুর ডাক্তার একটি অসম্মানের হতেই পারে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:২২

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৩২

সোবুজ বলেছেন: যেকোন পেশাই মহত।পেশাকে ছোট করে দেখার কালচার পেয়েছে আমরা সামন্তবাদী সমাজ ব্যবস্থা থেকে।সেই মন মানসিকতা থেকে আজো আমরা বেরিয়ে আসতে পারিনাই।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৭

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:০৩

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: মেয়ের বাপের গরুর ডাক্তার পছন্দ নয় , তুচ্ছ তাচ্ছিল্য করতেই পারেন । ব্যাপারনা ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৮

নাহল তরকারি বলেছেন: গরুর ডাক্তার হওয়া যেহেতু এতই সোজা তাহলে মেয়ের বাপ গরুর ডাক্তার হলো না কেন??

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৩০

রাজীব নুর বলেছেন: সমাজে কিছু দুষ্টলোক আছে। তাঁরা অন্দমন্দ কথা বলবেই। এরা নর্দমা কীটের চেয়ে ভয়ানক।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৮

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:২১

বিটপি বলেছেন: গরুর ডাক্তারি করে কেউ মাসে ১ লাখ টাকা ইনকাম করলে অবশ্যই এটা সম্মানের পেশা হত। শিক্ষককে কেউ সম্মান করেনা, কারণ তার কামাই তেমন বেশি নয়।

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪৩

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন। কামাই আসল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.