নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

ধার্মিক লোক।

১১ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৬

১৯৪৭ সালে মোহাম্মদ আলী জিন্নহ বলে গেছেন মুসলিম ভারতে বসবাস করতে পারবে না। ভরত মুসলিমদের জন্য না। ভারতের হিন্দুদের আচরণে তাই প্রমাণ পাচ্ছে। ১৯৪৭ সালে মুসলিমরা ভারতে থেকে ভুল করেছে। সেই ভুলের মাসুল তারা দিচ্ছে।

আর এই মেয়েটি আজ খুব ভাইরাল। এই মেয়েস সাহস আছে। এমন সাহস প্রত্যেক মেয়ের থাকা উচিত। এই সাহস কে আমি Feminist হিসেবে মনে করি। এই মেয়ে টি বিকিনি পড়ে রাস্তায় ঘুরবে নাকি নাকি বোরকা পড়ে ঘুরবে এটা ঐ মেয়েটির ব্যাপার। এতে ঐ হিন্দুদের কি??

আমি আরো শুনেছি যে যারা “শ্রি রাম। বোরকা খোলো।” বলে চিল্লাছিলো তারা নাকি বহিরাগত ছিলো। ঐ শিক্ষা প্রতিষ্ঠানের কেউ ছিলো না। “বোরকা খোল” বলে যারা চিল্লাছিলো তারা Feminist কে অপমান করেছে।

আর অনেক সময় দেখি পোস্ট দেয় “দেশে কোরআন এর আইন চালু হউক।” কোরআনের আইন তখনই অটোমেটিক চালু হবে যে দিন ফজর নামাজের সময় জুম্মার নামাযের সমান মসজিদে মুসল্লি হবে।

যাই হউক। নামায বেহেস্তের চাবি। যে মহিলা আল্লাহ আকবার বলেছেন তিনি নিশ্চয়ই পাচ ওয়াক্ত নামায নিয়মিত পড়েন।

মন্তব্য ২৫ টি রেটিং +০/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: এরপর মুসলিমরা ধুতি খুলতে বললে তো কেলেংকারি হয়ে যাবে। এসব খোলাখুলির কি দরকার?

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:১৪

নাহল তরকারি বলেছেন: আমি ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে নিজের ধর্ম কে মানার ব্যাপারে প্রাধান্য দিচ্ছি। আর হিন্দুদের ধুতি খোলানো কোন মুসলিমদের জন্য পুণ্যের কাজ সেটা তো আমি বলি নাই।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১২

নতুন বলেছেন: সমস্যা হইলো দুই পক্ষের জ্ঞানের লেভেল হাটুর নিচে।

রাজনিতিক নেতারা এদের উসকে দিচ্ছে তাদের মাঠ গরমের জন্য সেটা বুঝতে পারছেনা।

নেই সব নেতা যারা এর পক্ষে বা বিপক্ষে জজবা নিয়ে লাফাচ্ছে তারা ধর্মের অনুসরন করেনা। তারা ব্যবসা করে, চেতনার ব্যবসা। ভারতে ধর্মীয় চেতনা এখন লাভ হচ্ছে বেশি তাই বিজেপি এটার ব্যবহার বেশি করছে।

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:১৪

নাহল তরকারি বলেছেন: আমি ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে নিজের ধর্ম কে মানার ব্যাপারে প্রাধান্য দিচ্ছি।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪১

সোবুজ বলেছেন: আসুন বাংলাদেশ পাকিস্তান মিলে ভারতের সব মুসলমানদের নিয়ে নেই।কেমন হয়

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:১৪

নাহল তরকারি বলেছেন: ১৯৪৭ সালে কি করেছেন??

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪২

বিটপি বলেছেন: একটা মেয়ে সারা গা উদোম করে বিকিনি পড়ে হাটবে - এটা যেমন আমাদের চোখে অস্বাভাবিক লাগে, তেমনি একটা মেয়ে সারা গা কালো কাপড়ে ঢেকে স্ক্রীম সিনেমার ভিলেনের মত রাস্তায় আতঙ্ক ছড়াবে - এটাও কারো কারো চোখে অস্বাভাবিক লাগতে পারে।

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৩২

নাহল তরকারি বলেছেন: কালো কাপড় পড়ে যদি সে যদি ধর্ষিতা না হয় তাহলে কালো কাপড়ই ভালো।

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভারত ভেঙে পাকিস্তান হওয়ার পর মুসলমানদের কি নৈতিক অধিকার থাকে ভারতে থাকার?

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:১৫

নাহল তরকারি বলেছেন: সেটাই।

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৪০

হৃদ_স্পন্দন বলেছেন: Click This Link ততটা সহজে বলেছেন ততটা সহজে সমাধান করতে পারলে পৃথিবী অনেক সুন্দর হতো। ঘুমিয়ে স্বপ্ন না দেখে জেগে উঠুন

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৩১

নাহল তরকারি বলেছেন: আপনি তো ভাই আইলস্যা। সমস্যার সমাধান করতে ভয় পান।

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৪২

হৃদ_স্পন্দন বলেছেন: উপরের মন্তব্যটি সোবুজ ভাইয়ের জন্য

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৫৩

অধীতি বলেছেন: দেশ ভাগটাই ভুল ছিল, মোহাম্মাদ আলী জিন্নাহ তো ভাল লোক ছিল না।

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৩৩

নাহল তরকারি বলেছেন: দেশ ভাগ করা ঠিক আছে। দেশ ভাগ না হলে অসাম্প্রদায়িক দাঙ্গা লেগেই থাকতো।

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:০১

পুকু বলেছেন: আসল কারন বাদ দিয়ে হাওয়ায় পুলিন্দা ঘুরানো বন্ধ করুন।ব্লগে ইমোশনাল চাটনি না বিলিয়ে আসল কারন জানার ঢেষ্টা করুন। মামলা অত যদি সোজা হত তা হলে সেটা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অব্দি গড়াতো না।আাসল কারন জানার চেস্টা করুন ও বুদ্ধি থাকলে বিশ্লেষণ করুন।

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৩৪

নাহল তরকারি বলেছেন: আসল কারন তো বলেছেই। আপনারা না বুঝলে আমার কি??

১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৪৪

নূর আলম হিরণ বলেছেন: আপনি কি পোস্ট করেছেন আপনি নিজে বুঝছেন? পোস্ট করে উদাও হয়ে গেলে কেনো?

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৩৪

নাহল তরকারি বলেছেন: জ্বি। আমি সাম্প্রদায়িকতা ব্যাপারে পোস্ট দিছি।

১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:২৬

নেওয়াজ আলি বলেছেন: নিশ্চয় আপনিও নামাজ পড়েন এবং অন্যকে পড়তে বলেন।

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৩৫

নাহল তরকারি বলেছেন: জ্বি। আমি নামায় পড়ি।

১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:০৬

রাজীব নুর বলেছেন: ধর্ম একটা অপ্রয়জোনীয় বিষয়।
সারা দুনিয়ায় একজন খাটি ধার্মিক নাই।

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪১

নাহল তরকারি বলেছেন: না ভাই, ধর্মের প্রয়োজন আছে। কিছু লোক ধর্ম মানে বলে সমাজে কিছুটা শৃঙ্খলার মধ্যে আছে। পৃথিবীকে ধর্ম না থাকলে, বিশৃঙ্খলা দেখা দিতো।

১৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৫৪

অক্পটে বলেছেন: মুসলমান হলে সে হিজাব করবেই। হিজাব দেখে ভয় পাওয়ার কোন কারণ নেই। কিছু লুচ্চা মেয়েদের খোলামেলা দেখতে পছন্দ করতেই পারে আর তাদের সহজেই চেনা যায় এই ব্লগে।

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪২

নাহল তরকারি বলেছেন: মেয়েদের খোলা মেলা দেখতে কিছু ছেলেদের মজা লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.